ETV Bharat / state

রাজ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য আড়াই হাজার স্পেশাল এডুকেটর নিয়োগ শীঘ্রই - SPECIAL EDUCATORS RECRUITMENT

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ এর জন্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে ৷

Special Educators to teach Specially abled students
বিশেষভাবে সক্ষমদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2024, 3:17 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর: বিভিন্ন সময় বিশেষভাবে সক্ষমদের পড়াশুনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে ৷ এমনিতেই তাঁদের বেঁচে থাকার সংগ্রাম অন্যদের থেকে আলাদা ৷ এবার তাঁদের কথা ভেবেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার ৷

রাজ্য এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে ৷ নবান্ন সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে ৷ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম পর্যন্ত পড়ানোর দায়িত্ব থাকবে তাঁদের হাতে ৷ রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড করলে এই পদের জন্য আবেদন করা যাবে ৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷

রাজ্য প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এই মুহূর্তে এই ধরনের প্রায় আড়াই হাজারেরও বেশি পদ ফাঁকা রয়েছে ৷ যাঁরা এই পদের জন্য আবেদন করবেন, তাঁদের স্পেশাল এডুকেটর বলা হচ্ছে ৷ শুধুমাত্র একটি স্কুলে নয়, একের বেশি স্কুলেও তাঁদের পড়ানো হতে পারে ৷ যদি কোনও স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে, তাদের পড়ানোর দায়িত্ব বর্তাবে এই স্পেশাল এডুকেটরদের উপর ৷ যদি একই এলাকায় একাধিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে সবক'টি জায়গাতে পড়ানোর সুযোগ পাবেন তিনি ৷ যেহেতু এই ধরনের পদের ব্যবস্থা আগে ছিল না, তাই এর জন্য বিল পাস করতে হবে বিধানসভায় ৷

গত জুন মাসে কলকাতা হাইকোর্ট বিশেষভাবে সক্ষমদের কথা বিবেচনা করে সব প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছিল ৷ এক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এধরনের বিশেষ পদ সৃষ্টি করতে হবে ৷ সেই মতো এবার আড়াই হাজার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ মূলত বিশেষভাবে সক্ষমদের পড়ানোর জন্যই এদের নিয়োগ করা হচ্ছে ৷

কলকাতা, 6 ডিসেম্বর: বিভিন্ন সময় বিশেষভাবে সক্ষমদের পড়াশুনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে ৷ এমনিতেই তাঁদের বেঁচে থাকার সংগ্রাম অন্যদের থেকে আলাদা ৷ এবার তাঁদের কথা ভেবেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার ৷

রাজ্য এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে ৷ নবান্ন সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে ৷ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম পর্যন্ত পড়ানোর দায়িত্ব থাকবে তাঁদের হাতে ৷ রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড করলে এই পদের জন্য আবেদন করা যাবে ৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷

রাজ্য প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এই মুহূর্তে এই ধরনের প্রায় আড়াই হাজারেরও বেশি পদ ফাঁকা রয়েছে ৷ যাঁরা এই পদের জন্য আবেদন করবেন, তাঁদের স্পেশাল এডুকেটর বলা হচ্ছে ৷ শুধুমাত্র একটি স্কুলে নয়, একের বেশি স্কুলেও তাঁদের পড়ানো হতে পারে ৷ যদি কোনও স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে, তাদের পড়ানোর দায়িত্ব বর্তাবে এই স্পেশাল এডুকেটরদের উপর ৷ যদি একই এলাকায় একাধিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে সবক'টি জায়গাতে পড়ানোর সুযোগ পাবেন তিনি ৷ যেহেতু এই ধরনের পদের ব্যবস্থা আগে ছিল না, তাই এর জন্য বিল পাস করতে হবে বিধানসভায় ৷

গত জুন মাসে কলকাতা হাইকোর্ট বিশেষভাবে সক্ষমদের কথা বিবেচনা করে সব প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিয়েছিল ৷ এক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ ছিল রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে এধরনের বিশেষ পদ সৃষ্টি করতে হবে ৷ সেই মতো এবার আড়াই হাজার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ মূলত বিশেষভাবে সক্ষমদের পড়ানোর জন্যই এদের নিয়োগ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.