কলকাতা, 31 অগস্ট: কেন্দ্রীয় সরকার যদি মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদনে সাড়া না-দেয়, তাহলে শনিবারই হতে চলেছে বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের শেষ দিন ৷ নবান্নের অলিন্দে নতুন মুখ্যসচিবকে নিয়ে আলোচনা হলেও ভগবতী প্রসাদ গোপালিকার থাকছেন, নাকি নতুন কেউ এই দায়িত্ব নেবেন কি না, তা এখনও জানানো হয়নি ৷ কেন্দ্রের অনুমতি না-পেলে নতুন মুখ্যসচিব হতে পারেন বর্তমান ভূমি এবং ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার ৷ মুখ্যসচিব পদে একাধিক নাম নিয়ে আলোচনার মাঝেই শুক্রবার রাতে প্রশাসনিকস্তরে রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন ৷
রদবদলের তালিকায় এমন ব্যক্তিদের নাম পাওয়া গেল যাদের নাম পরবর্তী মুখ্যসচিবের নামের তালিকায় ছিল। এদিন মুখ্যমন্ত্রী আমলাস্তরে যে রদবদল করেছেন, তাতে রয়েচেন বর্তমান অর্থসচিব মনোজ পন্থ ৷ তাঁকে অর্থ দফতর থেকে সরিয়ে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একইভাবে রাজ্যের নতুন অর্থসচিব হলেন সেচ দফতরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্র ৷ প্রভাত কুমার মিশ্রর হাতে এতদিন পর্যন্ত সেচ দফতর ছাড়াও জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও ছিল ৷ এবার সেই দায়িত্ব দেওয়া হল অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার রোশনি সেনকে। এই মুহূর্তে তিনি মৎস্যসচিব ও শিল্প উন্নয়ন নিগমের ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন ৷ সেই সঙ্গে জলসম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্ব এবার তাঁকে দেওয়া হল ৷
তবে, বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ শনিবার শেষ হয়ে গেলে, তাঁর জায়গায় কে আসছেন, শুক্রবার রাত পর্যন্ত তা জানানো হয়নি ৷ রাজ্য সরকারের তরফে বর্তমান মুখ্যসচিবের মেয়াদ আর তিন মাস বাড়ানোর জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছিল। শুক্রবার বিকাল পর্যন্ত সেই চিঠির উত্তর এসেছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য নবান্নের তরফ থেকে জানা যায়নি ৷ তাহলে কি, শনিবার নতুন কাউকে মুখ্যসচিবের দায়িত্ব নিতে দেখা যাবে ? সুত্রের খবর, কেন্দ্রের অনুমতি না-পেলে নতুন মুখ্যসচিব হতে পারেন বর্তমান ভূমি এবং ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার ৷ কারণ শুক্রবার পর্যন্ত মুখ্যসচিব পদে যে নামগুলি নিয়ে আলোচনা চলছিল, তাঁদের অধিকাংশকেই এদিন রদবদল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ৷
যেমন, মুখ্যসচিবের দৌড়েছিলেন শুক্রবারই সেচ সচিবের দায়িত্ব পাওয়া মনোজ পন্থ এবং অর্থসচিব প্রভাত কুমার মিশ্র। এদিন যেহেতু তাঁদের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে, অতএব তাঁরা কেউ নতুন মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন না। একমাত্র আলোচনায় থাকা নাম গুলির মধ্যে এই মুহূর্তে যে নামটি চর্চায় রয়েছেন, তিনি হলেন বর্তমান ভূমি এবং ভূমি রাজস্ব সচিব বিবেক কুমার ৷ এখন দেখার, শনিবার তাঁর নাম মুখ্যসচিব হিসাবে ঘোষণা করা হয় কি না ! নাকি শেষ মুহূর্তে কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়ে আরও তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয় বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার।