কলকাতা, 20 ফেব্রুয়ারি: একশো দিনের কাজের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু এই টাকা যাতে সঠিক প্রাপকদের হাতে পৌঁছয়, তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার । মঙ্গলবার নবান্নের তরফ থেকে 100 দিনের কাজের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আট সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হল । এই আট সদস্যের টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন । যার মধ্যে তিনজন সচিব পর্যায়ের আধিকারিক রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 26 ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চের মধ্যেই হল রাজ্যের 27 লক্ষ যোগ্য প্রাপকের হাতে পৌঁছে যাবে এই টাকা ।
রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে যে গত দুই বছরের বেশি সময় ধরে রাজ্যের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে কেন্দ্রকে সব ধরনের তথ্য দেওয়ার পরও আজও সেই টাকা চালু হয়নি । এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 100 দিনের কর্মীদের বকেয়া তিনি ফিরিয়ে দেবেন । আর সেটা কার্যকর করতেই তৎপর রাজ্য প্রশাসন ।
এই লক্ষ্যে প্রথম ধাপে প্রাপকদের নাম নিশ্চিত করার কাজ চলছে । প্রাথমিক সমীক্ষা ও নথি যাচাইয়ের মাধ্যমে এই উপভোক্তাদের বেছে নেবে রাজ্য সরকার । এক্ষেত্রে রাজ্য সরকার সতর্ক কোনোভাবেই যাতে ভুয়ো জবকার্ড হোল্ডারদের হাতে টাকা না চলে যায় এবং যোগ্য প্রাপকরাই যাতে টাকা পায় । তার জন্য একাধিকবার যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে ।
পরবর্তী ধাপে বঞ্চিতদের তালিকায় আধার সংযোগ না থাকা এমন জবকার্ডধারীদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু করা হয়েছে । মূলত, সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্ঝঞ্ঝাটে সম্পন্ন করা যায়, সেই জন্যই এই টাস্ক ফোর্স বলে রাজ্য প্রশাসনের তরফে জানা গিয়েছে ।
আরও পড়ুন: