ETV Bharat / state

রাজ্যে নতুন স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ, সিদ্ধার্থর বদলে দায়িত্বে দেবাশিস - New Director of Health Services - NEW DIRECTOR OF HEALTH SERVICES

West Bengal Gets New Director of Health Services: আরজি কর কাণ্ডের মাঝেই নতুন স্বাস্থ্য অধিকর্তা পেল রাজ্য ৷ সিদ্ধার্থ নিয়োগীর জায়গায় এবার নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন চিকিৎসক দেবাশীষ হালদার ৷

West Bengal Gets New Director of Health Services
স্বাস্থ্য দফতর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 8:02 PM IST

Updated : Aug 12, 2024, 9:34 PM IST

কলকাতা, 12 অগস্ট: আরজি কর কাণ্ডের মাঝেই বদলে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। এতদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। এবার নতুন স্বাস্থ্য অধিকর্তা পেল রাজ্য। চিকিৎসক দেবাশীষ হালদার স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত হলেন। প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিযোগীর চাকরির মেয়াদ শেষ হয়েছিল মে মাসে। কিন্তু তখন তাঁর মেয়াদ 3 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়। সেই মতো অগষ্ট পর্যন্ত তাঁর দায়িত্ব ছিল। তবে এই মাসের মধ্যেই নতুন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ হয়েছে ৷ স্বাস্থ্য় দফতর থেকে অবশ্য জানানো হয়েছে সিদ্ধার্থকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আরজি করের ঘটনার কোনও ভূমিকা নেই ৷ রুটিন অনুযায়ী তাঁকে বদলি করা হয়েছে ৷

এদিকে স্বাস্থ্য ক্ষেত্রে সোমবার আরও একটি বদল হয়েছে ৷ আরজি করের ঘটনার জেরে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ পত্র গ্রহণ করেন ৷ তবে তা গ্রহণ করেনি স্বাস্থ্য ভবন। তাঁকে দেওয়া হল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব। সেখান থেকে সরলেন অজয় রায় । তাঁকে কোন জায়গায় স্থানান্তরিত করা হল তা নিয়ে সুনিশ্চিত কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। অপরদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে আসলেন সুরিতা পাল ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছিল । সোশাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছিল এই অধ্যক্ষের বিরুদ্ধে। সেই সব কথা উল্লেখ করে সোমবার নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। সেই পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই স্বাস্থ্য ভবনের শুরু হয় বৈঠক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল।

কলকাতা, 12 অগস্ট: আরজি কর কাণ্ডের মাঝেই বদলে দেওয়া হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। এতদিন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। এবার নতুন স্বাস্থ্য অধিকর্তা পেল রাজ্য। চিকিৎসক দেবাশীষ হালদার স্বাস্থ্য অধিকর্তা হিসেবে নিযুক্ত হলেন। প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিযোগীর চাকরির মেয়াদ শেষ হয়েছিল মে মাসে। কিন্তু তখন তাঁর মেয়াদ 3 মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়। সেই মতো অগষ্ট পর্যন্ত তাঁর দায়িত্ব ছিল। তবে এই মাসের মধ্যেই নতুন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা নিয়োগ হয়েছে ৷ স্বাস্থ্য় দফতর থেকে অবশ্য জানানো হয়েছে সিদ্ধার্থকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আরজি করের ঘটনার কোনও ভূমিকা নেই ৷ রুটিন অনুযায়ী তাঁকে বদলি করা হয়েছে ৷

এদিকে স্বাস্থ্য ক্ষেত্রে সোমবার আরও একটি বদল হয়েছে ৷ আরজি করের ঘটনার জেরে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ পত্র গ্রহণ করেন ৷ তবে তা গ্রহণ করেনি স্বাস্থ্য ভবন। তাঁকে দেওয়া হল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব। সেখান থেকে সরলেন অজয় রায় । তাঁকে কোন জায়গায় স্থানান্তরিত করা হল তা নিয়ে সুনিশ্চিত কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। অপরদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষের দায়িত্বে আসলেন সুরিতা পাল ৷

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছিল । সোশাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছিল এই অধ্যক্ষের বিরুদ্ধে। সেই সব কথা উল্লেখ করে সোমবার নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবনে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। সেই পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই স্বাস্থ্য ভবনের শুরু হয় বৈঠক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল।

Last Updated : Aug 12, 2024, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.