ETV Bharat / state

আরজি করের নির্যাতিতার স্মৃতিতে অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেবে চিকিৎসক সংগঠন - RG KAR DOCTOR RAPE AND MURDER

সোমবার সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ৷ সেখানেই এই ঘোষণা করা হয় ৷

RG KAR DOCTOR RAPE AND MURDER
আরজি করের নির্যাতিতার স্মৃতিতে অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেবে চিকিৎসক সংগঠন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 7:55 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেবে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম । ঘোষণা করল এই সংগঠন । সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম তরফে এই ঘোষণা করা হয় । সেখানে উপস্থিত ছিলেন অর্জুন দাশগুপ্ত, পূণ্যব্রত গুণ, কৌশিক চাকি, সঞ্জয় হুম চৌধুরী, রাজীব পাণ্ডে ।

সোমবার ছিল 9 ডিসেম্বর৷ ঠিক চারমাস আগে 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ সেই কারণেই সোমবার চিকিৎসকদের ওই সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে সংগঠনের সদস্যরা জানান, অভয়ার সুবিচার পাওয়ার আশা সুদৃঢ় করা হবে বলে মনে হচ্ছে । এই ঘটনা প্রাতিষ্ঠানিক অপরাধ । সরকার পছন্দের লোকজনকে রক্ষা করতে আগ্রহী । সুবিচারের দাবিতে লড়াই জারি থাকবে ।

এর পরেই তাঁরা জানান, অভয়ার বাবা-মায়ের অনুমতি নিয়ে অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেওয়া হবে 10 জনকে । পাঁচজন নতুন এমবিবিএস পড়তে শুরু করেছেন এখন । পাঁচজন নতুন মাধ্যমিক উত্তীর্ণ । এই টাকা বার্ষিক ভাবে প্রদান করা হবে । অর্থ সামাজিক পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে ।

RG Kar doctor Rape and Murder
চিকিৎসকদের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

বিগত চার মাসের লড়াই আন্দোলন নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে লড়াইয়ে অংশ নিয়েছেন এমন কিছু ব্যক্তির লেখা "দ্রোহকাল" নামক বই প্রকাশ করা হয় । পাশাপশি থ্রেট কালচার বিরুদ্ধে 8 জানুয়ারি একটি কনভেনশনের ডাক দিয়েছে এই সংগঠন ।

সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে জরিমানা করার সরকারি নির্দেশিকা নিয়ে সরব হয়েছে এই চিকিৎসক সংগঠন । তাঁরা জানান, 31 জন সিনিয়র ডাক্তারকে 20 লাখ করে জরিমানা করা হয়েছে । বিরোধিতা করছি । তিন বছরের জন্য বিভিন্ন পোস্টিং করা হয়েছিল । মেডিক্যাল এডুকেশন সার্ভিস এই ডাক্তারদের ব্যবহার করা হয়েছে । আবার এদের জরিমানা করা হয়েছে ।

ওই সংগঠনের সদস্যরা আরও জানান, মেডিক্যাল কাউন্সিলের দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন বেশ কিছু চিকিৎসক । চিকিৎসকরা তাঁদের উপর সরকারের জরিমানা দেখে হতবাক । সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদনও করেছেন তাঁরা ৷ তাঁদের দাবি, এই নির্দেশিকা চিকিৎসকদের অনুৎসাহিত করবে ।

চিকিৎসকদের আরও দাবি, শূন্যপদে নিয়োগ করতে হবে। না-হলে কাজ হচ্ছে না । যাঁরা করছেন, চাপ বাড়ছে তাঁদের উপর ।

কলকাতা, 10 ডিসেম্বর: অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেবে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম । ঘোষণা করল এই সংগঠন । সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম তরফে এই ঘোষণা করা হয় । সেখানে উপস্থিত ছিলেন অর্জুন দাশগুপ্ত, পূণ্যব্রত গুণ, কৌশিক চাকি, সঞ্জয় হুম চৌধুরী, রাজীব পাণ্ডে ।

সোমবার ছিল 9 ডিসেম্বর৷ ঠিক চারমাস আগে 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে ৷ সেই কারণেই সোমবার চিকিৎসকদের ওই সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে সংগঠনের সদস্যরা জানান, অভয়ার সুবিচার পাওয়ার আশা সুদৃঢ় করা হবে বলে মনে হচ্ছে । এই ঘটনা প্রাতিষ্ঠানিক অপরাধ । সরকার পছন্দের লোকজনকে রক্ষা করতে আগ্রহী । সুবিচারের দাবিতে লড়াই জারি থাকবে ।

এর পরেই তাঁরা জানান, অভয়ার বাবা-মায়ের অনুমতি নিয়ে অভয়া ডব্লুবিডিএফ স্কলারশিপ দেওয়া হবে 10 জনকে । পাঁচজন নতুন এমবিবিএস পড়তে শুরু করেছেন এখন । পাঁচজন নতুন মাধ্যমিক উত্তীর্ণ । এই টাকা বার্ষিক ভাবে প্রদান করা হবে । অর্থ সামাজিক পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে ।

RG Kar doctor Rape and Murder
চিকিৎসকদের সাংবাদিক বৈঠক (নিজস্ব চিত্র)

বিগত চার মাসের লড়াই আন্দোলন নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে লড়াইয়ে অংশ নিয়েছেন এমন কিছু ব্যক্তির লেখা "দ্রোহকাল" নামক বই প্রকাশ করা হয় । পাশাপশি থ্রেট কালচার বিরুদ্ধে 8 জানুয়ারি একটি কনভেনশনের ডাক দিয়েছে এই সংগঠন ।

সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে জরিমানা করার সরকারি নির্দেশিকা নিয়ে সরব হয়েছে এই চিকিৎসক সংগঠন । তাঁরা জানান, 31 জন সিনিয়র ডাক্তারকে 20 লাখ করে জরিমানা করা হয়েছে । বিরোধিতা করছি । তিন বছরের জন্য বিভিন্ন পোস্টিং করা হয়েছিল । মেডিক্যাল এডুকেশন সার্ভিস এই ডাক্তারদের ব্যবহার করা হয়েছে । আবার এদের জরিমানা করা হয়েছে ।

ওই সংগঠনের সদস্যরা আরও জানান, মেডিক্যাল কাউন্সিলের দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন বেশ কিছু চিকিৎসক । চিকিৎসকরা তাঁদের উপর সরকারের জরিমানা দেখে হতবাক । সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদনও করেছেন তাঁরা ৷ তাঁদের দাবি, এই নির্দেশিকা চিকিৎসকদের অনুৎসাহিত করবে ।

চিকিৎসকদের আরও দাবি, শূন্যপদে নিয়োগ করতে হবে। না-হলে কাজ হচ্ছে না । যাঁরা করছেন, চাপ বাড়ছে তাঁদের উপর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.