ETV Bharat / state

সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে, পুলিশকে কেউ কিছু বলেনি, দাবি রাজীব কুমারের - রাজীব কুমার

Rajeev Kumar on Sandeshkhali: শনিবার বিকেলে সন্দেশখালি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ সেখানে তিনি ওই এলাকার সাম্প্রতিক পরিস্থিতি ও একাধিক অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ৷

Rajeev Kumar
Rajeev Kumar
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 8:06 PM IST

Updated : Feb 17, 2024, 9:12 PM IST

সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি রাজীব কুমার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ সেটাও হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময় ৷ কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কেউ কিছু জানাননি ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিক থেকে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবুপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারির দাবি করেন ৷ তাঁরা অভিযোগ করেন, শাহজাহান, শিবু ও উত্তম তাঁদের জমি দখল করে নিয়েছে ৷ এমনকী, এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয় ৷

কিন্তু শনিবার রাজ্য পুলিশের সদর দফর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি রাজীব কুমার জানিয়ে দিলেন, পুলিশের কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি ৷ একমাত্র একজন মহিলা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন ৷ পুলিশের কাছে যদি এই নিয়ে অভিযোগ আসে তাহলে তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

তিনি আরও জানিয়েছেন, গত 6 ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর আগে এই নিয়ে তো কোনও অভিযোগ করেনি ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান ডিজিটাল যুগে যখন, সোশাল মিডিয়ার রমরমা, তখন কেন এই ধরনের অভিযোগ আগে সামনে এল না ? পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সন্দেশখালি কাণ্ডে পুলিশি গাফিলতির প্রমাণ মিললেও কড়া পদক্ষেপ করা হবে ৷

প্রসঙ্গত, সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হওয়ার দিন তিনেকের মধ্য়ে পুরো এলাকায় 144 ধারা জারি করে দেওয়া হয় ৷ পরে কলকাতা হাইকোর্ট সেই 144 ধারা জারির নির্দেশ খারিজ করে দেয় ৷ এর পর স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে সন্দেশখালি 2 নম্বর ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে ৷ বিরোধী রাজনৈতিক নেতাদের আটকাতেই এই ঘটনা বলে অনেকে অভিযোগ করছেন ৷

শনিবার সন্ধ্যায় এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মাকে পাশে বসিয়ে এই বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর কথায়, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই 144 ধারা জারি করা হয়েছে 19টি জায়গায়৷ সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ দু-একদিনের মধ্যে 144 ধারা জারি থাকা জায়গার সংখ্যা অর্ধেক হয়ে যাবে ৷ এর উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের আটকানো নয় ৷

তিনি আরও জানান যে পরিস্থিতি স্বাভাবিক করতে সন্দেশখালিতে মহিলা উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে ৷ জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সেখানে ভূমি দফতর থেকে শিবির করা হচ্ছে ৷ তাঁরা সব জরিপ করে দেখবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  2. সন্দেশখালি কাণ্ডের জের ! সরানো হল ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার
  3. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের

সন্দেশখালি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি রাজীব কুমার

কলকাতা, 17 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে নারী নির্যাতনের একটিমাত্র অভিযোগ নথিভুক্ত হয়েছে ৷ সেটাও হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার সময় ৷ কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কেউ কিছু জানাননি ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিক থেকে আচমকা উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁরা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান এবং তাঁর দুই অনুগামী শিবুপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের গ্রেফতারির দাবি করেন ৷ তাঁরা অভিযোগ করেন, শাহজাহান, শিবু ও উত্তম তাঁদের জমি দখল করে নিয়েছে ৷ এমনকী, এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তোলা হয় ৷

কিন্তু শনিবার রাজ্য পুলিশের সদর দফর ভবানী ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি রাজীব কুমার জানিয়ে দিলেন, পুলিশের কাছে এই ধরনের কোনও অভিযোগ আসেনি ৷ একমাত্র একজন মহিলা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন ৷ পুলিশের কাছে যদি এই নিয়ে অভিযোগ আসে তাহলে তা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

তিনি আরও জানিয়েছেন, গত 6 ফেব্রুয়ারি বিক্ষোভ শুরুর আগে এই নিয়ে তো কোনও অভিযোগ করেনি ৷ তিনি প্রশ্ন তুলেছেন, বর্তমান ডিজিটাল যুগে যখন, সোশাল মিডিয়ার রমরমা, তখন কেন এই ধরনের অভিযোগ আগে সামনে এল না ? পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সন্দেশখালি কাণ্ডে পুলিশি গাফিলতির প্রমাণ মিললেও কড়া পদক্ষেপ করা হবে ৷

প্রসঙ্গত, সন্দেশখালিতে বিক্ষোভ শুরু হওয়ার দিন তিনেকের মধ্য়ে পুরো এলাকায় 144 ধারা জারি করে দেওয়া হয় ৷ পরে কলকাতা হাইকোর্ট সেই 144 ধারা জারির নির্দেশ খারিজ করে দেয় ৷ এর পর স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে সন্দেশখালি 2 নম্বর ব্লকের 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে ৷ বিরোধী রাজনৈতিক নেতাদের আটকাতেই এই ঘটনা বলে অনেকে অভিযোগ করছেন ৷

শনিবার সন্ধ্যায় এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মাকে পাশে বসিয়ে এই বিষয়টি নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন রাজীব কুমার ৷ তাঁর কথায়, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেই কারণেই এই 144 ধারা জারি করা হয়েছে 19টি জায়গায়৷ সামগ্রিক বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ দু-একদিনের মধ্যে 144 ধারা জারি থাকা জায়গার সংখ্যা অর্ধেক হয়ে যাবে ৷ এর উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের আটকানো নয় ৷

তিনি আরও জানান যে পরিস্থিতি স্বাভাবিক করতে সন্দেশখালিতে মহিলা উচ্চপদস্থ আধিকারিকদের পাঠানো হয়েছে ৷ জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সেখানে ভূমি দফতর থেকে শিবির করা হচ্ছে ৷ তাঁরা সব জরিপ করে দেখবেন ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে নয়া মোড়, শিবু-উত্তমদের বিরুদ্ধে গণধর্ষণ-খুনের চেষ্টার ধারা
  2. সন্দেশখালি কাণ্ডের জের ! সরানো হল ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমারকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতীম সরকার
  3. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের
Last Updated : Feb 17, 2024, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.