ETV Bharat / state

বিরোধী শিবিরে ভাঙন ! তালডাংরায় সিপিএম-বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ 200 জনের - ASSEMBLY BYE ELECTIONS 2024

উপনির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচার চলছে তালদাংড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন দলের প্রার্থীদের ৷ এই আবহে বিরোধী শিবিরে ভাঙন নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

ASSEMBLY BYE ELECTIONS 2024
উপনির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 9:10 AM IST

Updated : Oct 29, 2024, 1:27 PM IST

বাঁকুড়া, 29 অক্টোবর: আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে তালডাংড়ায় বড়সড় ভাঙন বিরোধী শিবিরে ৷ সিপিএম-বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 200 জন ৷ অন্তত এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ আগামী 13 নভেম্বর রাজ্য়ের 6টি আসনে উপনির্বাচন ৷ এই মুহূর্তে সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের ৷

সম্প্রতি, তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ৷ শাসক শিবিরের স্থানীয় নেতাদের দাবি, এই অনুষ্ঠানে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 200 জন কর্মী-সমর্থক তৃণমূলে‌ যোগ দিয়েছেন ৷ আসন্ন উপনির্বাচনের আগে এই যোগদানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ অন্যদিকে, ভোটে জিতে ক্ষমতা দখলের লড়াইয়ে শাসক-বিরোধী দুই পক্ষই এক চুল জায়গা ছাড়তে নারাজ । সেই কারণে, দুই পক্ষই জোর কদমে চালিয়ে যাচ্ছে জনসংযোগ প্রক্রিয়া । এই আবহে দলে ভাঙন অনেকটাই অস্বস্তিতে ফেলবে বিরোধী শিবিরকে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

তালডাংরায় সিপিএম-বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ (ইটিভি ভারত)

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন অরুণ লোহার ৷ তাঁর কথায়, "বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না ৷ এমনকী, দলের জন্য কিছু করারও সুযোগ পাচ্ছিলাম না ৷ তাই তৃণমূল কংগ্রেসে যোগদান ।" নরেন লোহার নামে আরেক যোগদানকারী জানান, তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তাঁর পছন্দ নয় ৷ বিষয়টি দলকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই ঘাসফুল শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি ৷

বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "বিজেপি দলটা বাংলার ভালো কিছু করেনি ৷ বরং, বাংলার ক্ষতি করছে ৷ শুধু তাই নয়, তালডাংরা বিধানসভায় যাঁরা বিজেপি করেছেন বা করছেন, তাঁদের আবেগে আঘাত করেছে দল ৷ উপনির্বাচনে স্থানীয় প্রার্থীকে মনোনিত না করে বহিরাগতকে প্রার্থী করেছে তারা । মানুষ বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে ।"

এদিকে, তৃণমূলের এই যোগাদানকে কটাক্ষ করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীলরুদ্র মণ্ডল । তার দাবি, "ভোটের আবহে এই সব তৃণমূলের নাটক । ওরা আসলে তৃণমূলেরই ছিল ৷ বিজেপির কেউ তৃণমূলে যায়নি ।"

পড়ুন: তালডাংরায় উন্নয়ন বনাম না-পাওয়ার লড়াই, প্রচারে ঝড় তৃণমূল-বিজেপির

বাঁকুড়া, 29 অক্টোবর: আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে তালডাংড়ায় বড়সড় ভাঙন বিরোধী শিবিরে ৷ সিপিএম-বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 200 জন ৷ অন্তত এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷ আগামী 13 নভেম্বর রাজ্য়ের 6টি আসনে উপনির্বাচন ৷ এই মুহূর্তে সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের ৷

সম্প্রতি, তালডাংরা বিধানসভার সিমলাপাল ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় ৷ শাসক শিবিরের স্থানীয় নেতাদের দাবি, এই অনুষ্ঠানে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 200 জন কর্মী-সমর্থক তৃণমূলে‌ যোগ দিয়েছেন ৷ আসন্ন উপনির্বাচনের আগে এই যোগদানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের ৷ অন্যদিকে, ভোটে জিতে ক্ষমতা দখলের লড়াইয়ে শাসক-বিরোধী দুই পক্ষই এক চুল জায়গা ছাড়তে নারাজ । সেই কারণে, দুই পক্ষই জোর কদমে চালিয়ে যাচ্ছে জনসংযোগ প্রক্রিয়া । এই আবহে দলে ভাঙন অনেকটাই অস্বস্তিতে ফেলবে বিরোধী শিবিরকে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

তালডাংরায় সিপিএম-বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ (ইটিভি ভারত)

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন অরুণ লোহার ৷ তাঁর কথায়, "বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না ৷ এমনকী, দলের জন্য কিছু করারও সুযোগ পাচ্ছিলাম না ৷ তাই তৃণমূল কংগ্রেসে যোগদান ।" নরেন লোহার নামে আরেক যোগদানকারী জানান, তালডাংরা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তাঁর পছন্দ নয় ৷ বিষয়টি দলকে জানিয়ে কোনও লাভ হয়নি ৷ তাই ঘাসফুল শিবিরে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি ৷

বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, "বিজেপি দলটা বাংলার ভালো কিছু করেনি ৷ বরং, বাংলার ক্ষতি করছে ৷ শুধু তাই নয়, তালডাংরা বিধানসভায় যাঁরা বিজেপি করেছেন বা করছেন, তাঁদের আবেগে আঘাত করেছে দল ৷ উপনির্বাচনে স্থানীয় প্রার্থীকে মনোনিত না করে বহিরাগতকে প্রার্থী করেছে তারা । মানুষ বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে ।"

এদিকে, তৃণমূলের এই যোগাদানকে কটাক্ষ করেছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীলরুদ্র মণ্ডল । তার দাবি, "ভোটের আবহে এই সব তৃণমূলের নাটক । ওরা আসলে তৃণমূলেরই ছিল ৷ বিজেপির কেউ তৃণমূলে যায়নি ।"

পড়ুন: তালডাংরায় উন্নয়ন বনাম না-পাওয়ার লড়াই, প্রচারে ঝড় তৃণমূল-বিজেপির
Last Updated : Oct 29, 2024, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.