কলকাতা, 9 ডিসেম্বর: প্রকাশিত হল এই বছরের মাধ্যমিকের টেস্ট পেপার । মধ্যশিক্ষা পর্ষদের তরফে সোমবার এই টেস্ট পেপার প্রকাশ করা হল, যা বিনামূল্যে নিজের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা । তবে আজকে প্রকাশ করা হলেও এই টেস্ট পেপার এখনই হাতে পাবেন না পড়ুয়ারা ।
কবে হাতে মিলবে টেস্ট পেপার ?
টেস্ট পেপারের ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হবে আগামী সপ্তাহের সোমবার থেকে । তারপর থেকে ধাপে ধাপে সমস্ত সরকারি স্কুলে পৌঁছে যাবে পর্ষদের এই টেস্ট পেপার । ইতিমধ্যে বাজারজাত হয়েছে অন্যান্য টেস্ট পেপারগুলি । তবে মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশের সময় নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে ।
প্রতি বছরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিনামূল্যে এই টেস্ট পেপার তুলে দেওয়া হয় পড়ুয়াদের হাতে । মাধ্যমিক পরীক্ষার টেস্ট হয়ে যাওয়ার পর টেস্ট পেপার প্রকাশিত হয় । তবে এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে । সেখানে দাঁড়িয়ে টেস্ট পেপার কবে প্রকাশিত হবে সেই নিয়ে প্রশ্ন উঠছিল ।
কারণ টেস্ট পেপার প্রকাশিত হওয়ার পর তা জেলায় পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে । সেই কারণেই শিক্ষক সংগঠনগুলির তরফে টেস্ট পেপারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল । তবে এই বিতর্কের মাঝেই এ বছরের টেস্ট পেপার প্রকাশ করা হল । প্রায় সাড়ে 10 লাখ কপি এখনও পর্যন্ত ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই টেস্ট পেপার ডিস্ট্রিবিউশনের কাজ শেষ করে দেওয়ার চেষ্টা করছে মধ্যশিক্ষা পর্ষদ ।
টেস্ট পেপার প্রকাশ নিয়ে বিতর্ক
যদিও এই টেস্ট পেপার প্রসঙ্গে দমদমের শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অসীম নন্দ বলেন, "আমার মনে হয় এই টেস্ট পেপার যথাসময়েই প্রকাশ করা হয়েছে । কারণ টেস্ট পরীক্ষা চলছিল । সেসময় না-করে পরীক্ষার পরই এখন টেস্ট পেপার প্রকাশ করা হল । তবে টেস্ট পেপার যদি ডিসেম্বরের মধ্যেও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যায়, তাহলে ফাইনাল পরীক্ষার আগে তাদের সাহায্য হবে ।"
তবে শহরে সমস্যা না হলেও সমস্যা তৈরি হয় জেলাগুলিতে। দাল্লা চন্দ্রমোহন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ী বলেন, "আগের বছর আরও দেরিতে প্রকাশ করা হয়েছিল টেস্ট পেপার । এবারেও পড়ুয়ারা ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পেপার ব্যবহারের জন্য 2 মাসেরও কম সময় পাচ্ছে । অন্যান্য বোর্ডে সমস্ত টেস্ট পেপার প্রকাশ করা হয়ে গিয়েছে । ফলে যদি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরেকটু আগে টেস্ট পেপার প্রকাশ করা হয় তাহলে জেলার পক্ষে সুবিধা হয় ।"
এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "দ্রুত টেস্ট পেপার প্রকাশের দাবি জানিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে আমরা অনেকদিন আগে আবেদন জানিয়েছিলাম । প্রতি বছর দেরিতে টেস্ট পেপার প্রকাশ হওয়ায় তা সেভাবে ছাত্রদের কাজে লাগত না । এ বছর 16 ডিসেম্বর টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন শুরু হবে বলে জানা গিয়েছে । দ্রুত প্রকাশ করার জন্য আমরা পর্ষদকে অভিনন্দন জানাচ্ছি । শুধু প্রকাশ নয়, অতি দ্রুত যাতে ছাত্রছাত্রীদের কাছে এই টেস্ট পেপার পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে ।"