কলকাতা, 25 জুলাই: প্রাথমিকের ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে অল-আউট ঝাঁপিয়ে পড়ে প্রাথমিকের আসল ওএমআর খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ আপিল করল পর্ষদ ৷
বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, আসল ওএমআর শিট খুঁজে বের করতে প্রয়োজনে বেসরকারি তথ্য-প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই ৷ প্রয়োজনে দেশি-বিদেশি কোনো এথিক্যাল হ্যাকারও নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর জন্য হওয়া যাবতীয় খরচ বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, নির্দেশ দিয়েছিল বিচারপতির সিঙ্গল বেঞ্চ ৷
বৃহস্পতিবার সেই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করল পর্ষদ ৷ এই খরচ বহন করতে পারবে না পর্ষদ ৷ এই মর্মে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যে সিবিআইকে চিঠি দেওয়া হয়েছে ৷ সিবিআই সূত্রে খবর, এই মামলায় সিবিআই-এর উপর সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল ৷ তবে এখনও সিবিআইকে মামলার কপি সার্ভ করা হয়নি ৷
2014 সালে প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে হাইকোর্টে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাদের বক্তব্য ছিল, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজ়ড তথ্য রয়েছে ৷ তারপর আসল ওএমআর শিট খুঁজে বের করতে পৃথিবীর যে কোনও প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে সিবিআই, নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷
আদালতের বক্তব্য ছিল, আইবিএম, উইপ্রো, টিসিএস বা যেকোনও বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই । একই সঙ্গে সরকারি কোনও সংস্থার, এমনকী এথিক্যাল হ্যাকার, তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নিতে পারবে সিবিআই ৷ এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ।