দুর্গাপুর, 7 অগস্ট: বাংলদেশ ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ সঙ্গে সতর্কও করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ৷ অভিযোগ করলেন, যে বাংলাদেশি হুলিগানরা নিজেদের দেশ জ্বালাচ্ছে, তারাই একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলা করেছিল ৷ সেক্ষেত্রে মমতা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন, বলে অভিযোগ করলেন দিলীপ ৷
বাংলাদেশ ইস্যু নিয়ে দিলীপ ঘোষ বলেন, "যে সব সমাজবিরোধী ও হুলিগানরা বাংলাদেশে আগুন জ্বালাচ্ছে, তারা কারও নয় ৷ তা না-হলে, তারা কীভাবে সংসদ ভবন লুঠ করতে পারে ? প্রধানমন্ত্রী বাসভবন লুঠ করে ? জাতীয় সম্পত্তি নষ্ট করছে ৷ সেগুলি তো দেশেরই জিনিস ৷" এরপরেই দিলীপ অভিযোগ করেন, "এই হুলিগানরাই একুশের নির্বাচনের পরে বিজেপি কর্মীদের উপর হামলা করেছিল, মহিলাদের উপর অত্যাচার করেছিল ৷ সিএএ পাশ হওয়ার পর দোকানপাট জ্বালিয়েছিল, লুট করেছিল ৷"
এরাজ্যের শাসকদলের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশ থেকে এদেশে ঢোকা সেইসব হুলিগানদের হাতে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবছেন, 'এরা তো আমার পক্ষেই আছে' ৷ তাই উনি চুপ করে রয়েছে ৷ আসলে উনি এখন বাঘের পিঠে চেপে আছেন ৷ যেদিন বাঘের পিঠ থেকে নামবেন, এরাই সবার আগে তাঁর ঘাড় মটকাবে ৷" এরপরেই দিলীপ মন্তব্য করেন, "এক দিদি গেছেন, আরও এক দিদি সেই পথেই হাঁটছেন ৷"
উল্লেখ্য, দিলীপের কথায় দ্বিতীয় 'দিদি' যে মমতা তা স্পষ্ট ৷ তাহলে তাঁর কথা অনুযায়ী, প্রথম 'দিদি' কে ? দিলীপের ইঙ্গিত কী তাহলে শেখ হাসিনার দিকে ছিল ৷ যে হাসিনাকে গত পরশু থেকে আশ্রয় দিচ্ছে খোদ নরেন্দ্র মোদির সরকার ৷ আর সেই দলের নেতা হয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকেই আক্রমণ করে বসলেন দিলীপ ঘোষ ৷ তবে, নিজের ভুল তিনি দ্রুত সংশোধন করে নেন ৷ পর মুহূর্তেই শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা স্বৈরাচারী শাসনের অভিযোগকে নৎস্যাৎ করেন দিলীপ ৷ বরং হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মতো গরিব দেশ অনেক উন্নতি করেছে বলে দাবি করেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷