কলকাতা, 21 জুলাই: চাইলেই বিধানসভায় গাড়ির কালো কাঁচ তুলে প্রবেশ করা যাবে না । বিধানসভায় প্রবেশের সময় গাড়িতে কালো কাঁচ থাকলে, তা নামিয়ে ভেতরে কে বা কারা আছেন, তাঁদের বিধানসভায় প্রবেশের জন্য বৈধ অনুমতি আছে কি না, তা পরীক্ষা করেই বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হবে । আসন্ন বিধানসভার অধিবেশনের আগে এই সিদ্ধান্তই নিতে চলেছে রাজ্য বিধানসভা ।
শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন সময় বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে দেখা যায় বিধায়ক বা অন্যান্য নেতা-নেত্রীরা কালো কাঁচ তুলে নিরাপত্তার বিষয়টি এড়িয়ে বিধানসভায় ঢুকে যান । কিন্তু বিধানসভার নিরাপত্তার কথা ভেবেই এমনটা চলতে দেওয়া যেতে পারে না । যেকোনও সময় যেকোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে । সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শাসক হোন বা বিরোধী, বিধানসভার প্রবেশের আগে কাঁচ নামিয়ে গাড়ির ঠিকমতো চেক করিয়ে তবেই ভিতরে ঢুকতে হবে এখন । নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না ।
প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন শুরুর আগে এ দিন কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । যদিও এই বৈঠককে রুটিন বৈঠক বলেই জানা গিয়েছে । তবে বিধানসভা সূত্রে খবর, বিধানসভার নিরাপত্তার কথা ভেবে আগামিদিনে জনসভা চত্বরে আরও কিছু সিসিটিভি ক্যামেরা বসতে চলেছে । এই বিষয়ে অনুমতি দিয়েছেন অত্যক্ষ ।
মার্শালের তরফ থেকে বিষয়টি নিয়ে অনুমতি চাওয়া হয়েছিল । জানা গিয়েছে, মার্শাল পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজন মতো এই সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করবেন । অন্যদিকে পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে, বিধানসভার নিরাপত্তা ফুল প্রুফ করতে 25টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হতে পারে । তবে কোথায় এই ক্যামেরাগুলি বসানো হবে বিধানসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে ।