ETV Bharat / state

সেমিস্টার পদ্ধতিকে স্বাগত জানালেও সিলেবাস নিয়ে প্রশ্ন শিক্ষামহলে - Higher Secondary Exam Semestar

Higher Secondary Semester System: রাজ্য়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার সেমিস্টার পদ্ধতিতে হবে ৷ এ নিয়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষাবিদরা নানা মত দিলেন ৷

ETV Bharat
উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 10:10 AM IST

কলকাতা, 8 মার্চ: আর উচ্চমাধ্যমিক পরীক্ষা নয়, এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টারে ৷ এই বছর যাঁরা মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণিতে উঠবেন, তাঁরা প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন ৷ তাঁরাই যখন দ্বাদশ শ্রেণিতে যাবেন, অর্থাৎ 2026 সালে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল ৷ তবে সেখানে বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছে ৷

সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাত্ত্বিক ঘোষ ৷ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় হওয়ায় অত্যন্ত খুশি সে ৷ তার কথায়, "এর ফলে সিবিএসসি বোর্ডের সঙ্গে আমাদের যে নম্বরের তারতম্য হয়, সেটা কমবে ৷ এমনকী আমাদের পুরো বছরে একটা মাত্র পরীক্ষা হবে ৷ এই যে চাপ থাকে, সেটাও কমবে ৷" তবে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া ৷ সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দেবজিত চক্রবর্তী ৷ তার মতে, "আমরা জয়েন্টের জন্য নিজেকে তৈরি করি ৷ তার মধ্যে যদি বছরে একটি পরীক্ষা হয় উচ্চমাধ্যমিক, তাহলে খুব একটা সমস্যা হয় না ৷"

নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, "এতে অনেকটাই সুবিধা হবে ৷ তার কারণ ছাত্রছাত্রীরা এবার ভেঙে ভেঙে পড়তে পারবে ৷ তার সঙ্গে সেইভাবে পরীক্ষাও দিতে পারবে ৷ তবে সমস্যাটা হচ্ছে সিলেবাস নিয়ে ৷ যত তাড়াতাড়ি সম্ভব যদি সিলেবাসটা এসে যায়, তাহলে পড়ুয়াদের সুবিধা হবে ৷ বহু ছাত্ররা আমাদের জিজ্ঞাসা করছেন তাঁরা কী পড়বেন ৷ চূড়ান্ত সিলেবাস না আসায় আমরা ঠিকমতো তাঁদের বলতে পারছি না ৷"

এই বিষয় শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "আমি একটু পুরনোপন্থী ৷ আমার মনে হয়, উচ্চমাধ্যমিক পরীক্ষা একবার হাওয়াই ভালো ৷ তার কারণ আমার মনে হয় বছরে দু'ভাগে পরীক্ষা হলে যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয় ৷ এতে শুধুমাত্র পরীক্ষাটাই হবে ৷ বাচ্চারা ঠিকমতো শিখতে পারবে না ৷" অন্যদিকে সেই সিলেবাস নিয়েই প্রশ্ন তুললেন আরেক শিক্ষাবিদ দেবাশিস সরকার ৷ তাঁর মতে, "জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এই ভাবনা নেওয়া হয়েছে ৷ ভালো প্রস্তাব, তবে সিলেবাসটা এগিয়ে আনা উচিত ৷ তার কারণ যাঁরা গণিত, রসায়ন, বায়োলজি নিয়ে পড়াশোনা করেন, তাঁরা মাধ্যমিক পরীক্ষার পরেই একাদশ শ্রেণির পড়াশোনা শুরু করে দেন ৷ ফলে সিলেবাসটা আগে নিয়ে আসা দরকার ৷"

যদিও এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, "ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে ৷ তবে যাঁরা পড়াশোনা শুরু করেছেন, তাঁদের বলব কোনও অসুবিধে হবে না ৷ তাঁর কারণ 70 শতাংশ সিলেবাস একই আছে ৷ বদল হচ্ছে 30 শতাংশ ৷ ফলে যা পড়বে, তার থেকে পরীক্ষায় কমন আসবেই ৷"

আরও পড়ুন:

  1. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর
  2. একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের
  3. পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন! আরও 4 জনের পরীক্ষা বাতিল

কলকাতা, 8 মার্চ: আর উচ্চমাধ্যমিক পরীক্ষা নয়, এবার থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টারে ৷ এই বছর যাঁরা মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণিতে উঠবেন, তাঁরা প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন ৷ তাঁরাই যখন দ্বাদশ শ্রেণিতে যাবেন, অর্থাৎ 2026 সালে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল ৷ তবে সেখানে বেশ কিছু প্রশ্ন থেকে গিয়েছে ৷

সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাত্ত্বিক ঘোষ ৷ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় হওয়ায় অত্যন্ত খুশি সে ৷ তার কথায়, "এর ফলে সিবিএসসি বোর্ডের সঙ্গে আমাদের যে নম্বরের তারতম্য হয়, সেটা কমবে ৷ এমনকী আমাদের পুরো বছরে একটা মাত্র পরীক্ষা হবে ৷ এই যে চাপ থাকে, সেটাও কমবে ৷" তবে এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া ৷ সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দেবজিত চক্রবর্তী ৷ তার মতে, "আমরা জয়েন্টের জন্য নিজেকে তৈরি করি ৷ তার মধ্যে যদি বছরে একটি পরীক্ষা হয় উচ্চমাধ্যমিক, তাহলে খুব একটা সমস্যা হয় না ৷"

নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, "এতে অনেকটাই সুবিধা হবে ৷ তার কারণ ছাত্রছাত্রীরা এবার ভেঙে ভেঙে পড়তে পারবে ৷ তার সঙ্গে সেইভাবে পরীক্ষাও দিতে পারবে ৷ তবে সমস্যাটা হচ্ছে সিলেবাস নিয়ে ৷ যত তাড়াতাড়ি সম্ভব যদি সিলেবাসটা এসে যায়, তাহলে পড়ুয়াদের সুবিধা হবে ৷ বহু ছাত্ররা আমাদের জিজ্ঞাসা করছেন তাঁরা কী পড়বেন ৷ চূড়ান্ত সিলেবাস না আসায় আমরা ঠিকমতো তাঁদের বলতে পারছি না ৷"

এই বিষয় শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, "আমি একটু পুরনোপন্থী ৷ আমার মনে হয়, উচ্চমাধ্যমিক পরীক্ষা একবার হাওয়াই ভালো ৷ তার কারণ আমার মনে হয় বছরে দু'ভাগে পরীক্ষা হলে যথাযথ মূল্যায়ন করা সম্ভব নয় ৷ এতে শুধুমাত্র পরীক্ষাটাই হবে ৷ বাচ্চারা ঠিকমতো শিখতে পারবে না ৷" অন্যদিকে সেই সিলেবাস নিয়েই প্রশ্ন তুললেন আরেক শিক্ষাবিদ দেবাশিস সরকার ৷ তাঁর মতে, "জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী এই ভাবনা নেওয়া হয়েছে ৷ ভালো প্রস্তাব, তবে সিলেবাসটা এগিয়ে আনা উচিত ৷ তার কারণ যাঁরা গণিত, রসায়ন, বায়োলজি নিয়ে পড়াশোনা করেন, তাঁরা মাধ্যমিক পরীক্ষার পরেই একাদশ শ্রেণির পড়াশোনা শুরু করে দেন ৷ ফলে সিলেবাসটা আগে নিয়ে আসা দরকার ৷"

যদিও এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, "ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে ৷ তবে যাঁরা পড়াশোনা শুরু করেছেন, তাঁদের বলব কোনও অসুবিধে হবে না ৷ তাঁর কারণ 70 শতাংশ সিলেবাস একই আছে ৷ বদল হচ্ছে 30 শতাংশ ৷ ফলে যা পড়বে, তার থেকে পরীক্ষায় কমন আসবেই ৷"

আরও পড়ুন:

  1. আগামী বছর কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক? পরীক্ষা শেষে ঘোষণা শিক্ষামন্ত্রীর
  2. একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের
  3. পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন! আরও 4 জনের পরীক্ষা বাতিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.