ETV Bharat / state

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, ক'দিন চলবে ? জানাল হাওয়া অফিস - imd weather report in Kolkata - IMD WEATHER REPORT IN KOLKATA

Low pressure in Bay of Bengal to bring more rain: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে দমকা চলতে পারে ৷ হাওয়া গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে ।

Low pressure in Bay of Bengal to bring more rain
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্ভোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 8:09 AM IST

Updated : Sep 14, 2024, 10:04 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: ফের তৈরি হয়েছে নিম্নচাপ । আজকের মধ্যে পশ্চিমবঙ্গের উপকুল এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরের ওপর ঘনাচ্ছে নিম্নচাপ । বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল । তার জেরে তৈরি হয় নিম্নচাপ ক্ষেত্র । এই নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার পর থেকেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে । বর্তমানে উত্তর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে নিম্নচাপ ক্ষেত্রটি । পাশাপাশি, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত । নিম্নচাপ ক্ষেত্রটি আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে । এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

শনিবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে । 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা । দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

এছাড়াও আজ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে দমকা চলতে পারে ৷ হাওয়া গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে । হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার ৷ ফলে সমুদ্র উত্তাল হতে পারে । তাই মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

শুক্রবার দুপুর থেকে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়েছে । সারা রাত ধরেও বৃষ্টি চলেছে । নিম্নচাপের হাত ধরেই বৃষ্টি পরিস্থিতি ফের দক্ষিণবঙ্গে । শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 76 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান ৩৪ মিলিমিটার।

কলকাতা, 14 সেপ্টেম্বর: ফের তৈরি হয়েছে নিম্নচাপ । আজকের মধ্যে পশ্চিমবঙ্গের উপকুল এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরের ওপর ঘনাচ্ছে নিম্নচাপ । বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল । তার জেরে তৈরি হয় নিম্নচাপ ক্ষেত্র । এই নিম্নচাপ ক্ষেত্রটি তৈরি হওয়ার পর থেকেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে । বর্তমানে উত্তর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে নিম্নচাপ ক্ষেত্রটি । পাশাপাশি, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত । নিম্নচাপ ক্ষেত্রটি আরও পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে । এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

শনিবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে । 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা । দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

এছাড়াও আজ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে দমকা চলতে পারে ৷ হাওয়া গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে । পশ্চিমবঙ্গ ও ওড়িশায় বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে । হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 55 কিলোমিটার ৷ ফলে সমুদ্র উত্তাল হতে পারে । তাই মৎস্যজীবীদের 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামিকাল অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

শুক্রবার দুপুর থেকে দফায় দফায় মুষলধারে বৃষ্টি হয়েছে । সারা রাত ধরেও বৃষ্টি চলেছে । নিম্নচাপের হাত ধরেই বৃষ্টি পরিস্থিতি ফের দক্ষিণবঙ্গে । শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 76 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান ৩৪ মিলিমিটার।

Last Updated : Sep 14, 2024, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.