কলকাতা, 2 অক্টোবর: বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও মহালয়ায় মুষলধারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বরং, কাকভেজা বৃষ্টি মাথায় নিয়েই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে হবে বঙ্গবাসীকে ৷
আগামী 24 ঘণ্টার তাপমাত্রার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টা আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ আগামী 2-3 দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই । তবে তারপর বৃষ্টিপাতের পরিমাণ সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা ৷
দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "আগামী 24 ঘণ্টায় কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তালিকায় রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদনীপুর। এছাড়া, বাকি দু-এক জায়গায় স্থানীয় ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে । ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনও সম্ভাবনা নেই ।"
উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:
বুধবার থেকে আগামী 4-5 দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই মুহূর্তে কোনও সতর্কবার্তা না থাকলেও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিসের অধিকর্তা ৷ সুতরাং, সেই সময় খোলা আকাশের নীচে না থাকাই ভালো ৷
মঙ্গলবারের তাপমাত্রা ও বুধবারের আবহাওয়ার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ ছিঁটেফোটা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 61 শতাংশ ।