ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানা'র হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ, একাধিক জেলায় জারি লাল সতর্কতা

আমফানের মতো তেজ নেই দানার ৷ তবে এর তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকা ৷ পূর্বাভাসে এমনই দাবি করল আলিপুর আবহাওয়া দফতর ৷

CYCLONE DANA UPDATES
ঘূর্নিঝড় দানার হানায় বঙ্গের দুয়ারে দুর্যোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 8:15 AM IST

Updated : Oct 23, 2024, 10:29 AM IST

কলকাতা, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় আমফানের স্মৃতি উস্কে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের মতে, আমফানের সঙ্গে দানার তুলনা হয় না ৷ দক্ষিণবঙ্গের উপর আছড়ে পড়লেও ঘূর্ণিঝড় আমফানের মতো ভয়াল রূপ নেওয়ার সম্ভাবনা কম রয়েছে দানার ৷ যদিও রাজ্য প্রশাসন তথা রাজ্যবাসীকে সমস্ত রকম সতর্কতা নেওয়ার উপদেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এরপর তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । এরপর শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে 24 অক্টোবর সকালে প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হবে । এই প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী অঞ্চল পুরী ও সাগরদ্বীপ অতিক্রম করবে 24 অক্টোবর রাত ও 25 অক্টোবর সকালে । সমুদ্রের উপর হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার পৌঁছতে পারে ৷"

কী জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ? (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড় দানার অবস্থান:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযাযী, সোমবারের সুষ্পষ্ট নিম্নচাপ মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপ ঘণ্টায় 6 কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে । বর্তমানে ওড়িশার দক্ষিন-পূর্ব পারাদ্বীপ থেকে 700 কিলোমিটার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 750 কিলোমিটার ও বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব খেপুপাড়া থেকে 730 কিলোমিটার দূরে রয়েছে ।

দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, 23 অক্টোবর দুই 24 পরগনা, দুই মেদিনীপুরের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । 24 অক্টোবর ও 25 অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে 24 অক্টোবর দুই মেদিনীপুর ও দুই 24 পরগনায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷

25 অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে পুরুলিয়া, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ 26 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷

ঘূর্ণিঝড়ে হাওয়ার গতিবেগ কত থাকবে ?

কলকাতায় ঘূর্ণিঝড় আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় 130-140 কিলোমিটার ৷ উপকূলবর্তী অঞ্চলে ছিল ঘণ্টায় 15- 160 কিলোমিটার ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে বুধবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 40-50 কিলোমিটার । দমকা হাওয়া সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে বইতে পারে । এরপর তা ধীরে ধীরে বাড়তে থাকবে । 24 অক্টোবর থেকে 25 অক্টোবর হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় 100-110 কিলোমিটার হবে । দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ 120 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে । 23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আর কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ?

  • ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ
  • কমিউনিকেশন সিস্টেমে প্রভাব
  • সুন্দরবনে বাঁধের ক্ষতি হতে পারে
  • মাঠে পড়ে থাকা ধানের ক্ষতি হতে পারে
  • মাটির বাড়ি, অস্থায়ী চালাঘর ভেঙে পড়তে পারে
  • নিচু রাস্তায় জল জমতে পারে ভারী বৃষ্টির কারণে
  • বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে
  • নদীতে জলস্তর বাড়তে পারে

হাওয়া অফিস জানিয়েছে, 24 অক্টোবর থেকে 25 অক্টোবর কলকাতায় সবচেয়ে খারাপ আবহাওয়া থাকবে ৷ প্রায় 7-20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ল্যান্ডফল:

পুরী থেকে সাগর আইল্যান্ডের মাঝামাঝি কোনও এক স্থানকে দানার সম্ভাব্য ল্যান্ডফল হিসাবে ধরা হয়েছে । তবে নির্দিষ্ট কোনও জায়গা এখনও জানানো হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷

কলকাতার তাপমাত্রা:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন ৷ বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 61 শতাংশ ৷

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে বুধবার থেকেই উপকূলের জেলায় ভারী বৃষ্টি

24 ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোলরুম, ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় তৈরি পুরনিগম

কলকাতা, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় আমফানের স্মৃতি উস্কে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের মতে, আমফানের সঙ্গে দানার তুলনা হয় না ৷ দক্ষিণবঙ্গের উপর আছড়ে পড়লেও ঘূর্ণিঝড় আমফানের মতো ভয়াল রূপ নেওয়ার সম্ভাবনা কম রয়েছে দানার ৷ যদিও রাজ্য প্রশাসন তথা রাজ্যবাসীকে সমস্ত রকম সতর্কতা নেওয়ার উপদেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন, "নিম্নচাপটি শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে । এরপর তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । এরপর শক্তি বাড়িয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে 24 অক্টোবর সকালে প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হবে । এই প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যবর্তী অঞ্চল পুরী ও সাগরদ্বীপ অতিক্রম করবে 24 অক্টোবর রাত ও 25 অক্টোবর সকালে । সমুদ্রের উপর হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ ঘণ্টায় 100 থেকে 110 কিলোমিটার । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার পৌঁছতে পারে ৷"

কী জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ? (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড় দানার অবস্থান:

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযাযী, সোমবারের সুষ্পষ্ট নিম্নচাপ মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপ ঘণ্টায় 6 কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে । বর্তমানে ওড়িশার দক্ষিন-পূর্ব পারাদ্বীপ থেকে 700 কিলোমিটার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব সাগরদ্বীপ থেকে 750 কিলোমিটার ও বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব খেপুপাড়া থেকে 730 কিলোমিটার দূরে রয়েছে ।

দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, 23 অক্টোবর দুই 24 পরগনা, দুই মেদিনীপুরের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । 24 অক্টোবর ও 25 অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে 24 অক্টোবর দুই মেদিনীপুর ও দুই 24 পরগনায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামের কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷

25 অক্টোবর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে পুরুলিয়া, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ 26 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷

ঘূর্ণিঝড়ে হাওয়ার গতিবেগ কত থাকবে ?

কলকাতায় ঘূর্ণিঝড় আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় 130-140 কিলোমিটার ৷ উপকূলবর্তী অঞ্চলে ছিল ঘণ্টায় 15- 160 কিলোমিটার ৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে বুধবার হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 40-50 কিলোমিটার । দমকা হাওয়া সর্বোচ্চ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে বইতে পারে । এরপর তা ধীরে ধীরে বাড়তে থাকবে । 24 অক্টোবর থেকে 25 অক্টোবর হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় 100-110 কিলোমিটার হবে । দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ 120 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে । 23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

আর কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ?

  • ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ
  • কমিউনিকেশন সিস্টেমে প্রভাব
  • সুন্দরবনে বাঁধের ক্ষতি হতে পারে
  • মাঠে পড়ে থাকা ধানের ক্ষতি হতে পারে
  • মাটির বাড়ি, অস্থায়ী চালাঘর ভেঙে পড়তে পারে
  • নিচু রাস্তায় জল জমতে পারে ভারী বৃষ্টির কারণে
  • বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে
  • নদীতে জলস্তর বাড়তে পারে

হাওয়া অফিস জানিয়েছে, 24 অক্টোবর থেকে 25 অক্টোবর কলকাতায় সবচেয়ে খারাপ আবহাওয়া থাকবে ৷ প্রায় 7-20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য ল্যান্ডফল:

পুরী থেকে সাগর আইল্যান্ডের মাঝামাঝি কোনও এক স্থানকে দানার সম্ভাব্য ল্যান্ডফল হিসাবে ধরা হয়েছে । তবে নির্দিষ্ট কোনও জায়গা এখনও জানানো হয়নি আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷

কলকাতার তাপমাত্রা:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন ৷ বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 61 শতাংশ ৷

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে বুধবার থেকেই উপকূলের জেলায় ভারী বৃষ্টি

24 ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোলরুম, ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় তৈরি পুরনিগম

Last Updated : Oct 23, 2024, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.