কলকাতা, 27 জুন: নির্ধারিত সময়ের দশদিন পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করেছে। কিন্তু আষাঢ় মাসে দুর্বল বর্ষার গতি। ফলে ছিটেফোঁটা বৃষ্টি এবং হাওয়া অফিসের আশ্বাসে চাতক-দশা দক্ষিণবঙ্গে। দিনের বেলা অস্বস্তিকর ভ্যাপসা গরম। বিকেলে হাওয়ায় ঠান্ডার পরশ, যা বর্ষার আগমনী বলছে আলিপুর। যদিও উত্তরবঙ্গে ছবিটা ভিন্ন।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। যা ধীরে ধীরে শক্তিশালী হওয়ার পর তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও তার শক্তি বাড়বে কি?
- সোমনাথ দত্ত এর উত্তরে বলছেন, আগামী তিন থেকে চার দিনে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, মাঝারি আকারে হবে দক্ষিণবঙ্গে সব জেলায়। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি কেমন?
- সোমনাথ দত্ত জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে দুর্যোগ আর কতদিন?
- আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তার কথায়, "উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে, মালদা ও দুই দিনাজপুরে ৷ সেখানে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 87 শতাংশ, সর্বনিম্ন 54 শতাংশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কিছু জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।