কলকাতা, 6 মে: উষ্ণ বাতাসের হলকা সরিয়ে বঙ্গের আবহে এখন দক্ষিণা বাতাসের দাপট। যার রেশ ধরে স্বস্তির ঝড়-বৃষ্টি কার্যত দক্ষিণবঙ্গের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। সোম ও মঙ্গলে দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আর বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল এই দু'দিনে তিন থেকে চার ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
দিনদুয়েক আগেও শুকনো গরমে তেতেপুড়ে উঠেছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশ বাড়তে থাকাতেই তাপমাত্রায় লাগাম পড়েছে। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদরা। বাতাসে জলীয়বাষ্প প্রবেশের ফলে আর্দ্রতাজনিত গরম বেড়েছে। ফলে ঘামের অস্বস্তি বেড়েছে। হাওয়া অফিস বলছে, এই অস্বস্তিকর গরম এখন চলবে। জলীয়বাষ্প প্রবেশের ফলে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। বহু জায়গায় দিনের তাপমাত্রা আগের থেকে অনেকটা কমে গিয়েছে।
রবিবার রাজ্যের কয়েকটি অঞ্চল যেমন কলাইকুণ্ডা (45.4 ডিগ্রি), পানাগড় (44.5 ডিগ্রি), আসানসোল (42.5 ডিগ্রি), সিউড়িতে (43 ডিগ্রি) তীব্র তাপপ্রবাহ হয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, শ্রীনিকেতনে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। আবহাওয়াবিদরা বলছেন চলতি সপ্তাহের এই তাপপ্রবাহের পরিস্থিতি আরও কমবে। জলীয়বাষ্পপূর্ণ বাতাসের প্রবেশের ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বিকেল এবং সন্ধ্যার দিকে আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ 88 শতাংশ। সর্বনিম্ন 54 শতাংশ। সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: