কলকাতা, 30 মে: ঘূর্ণিঝড় 'রেমাল' বিদায় নিতে দক্ষিণবঙ্গজুড়ে ভ্যাপসা গরম। বৃষ্টির স্বস্তি উধাও যেন এক লহমায়। আলিপুর আবহাওয়া অফিস এই আচরণে বিস্মিত নয়। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জল কিছুটা মাটিতে রয়েছে। এখন দিনে রোদ উঠতেই মাটিতে থাকা বৃষ্টির জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠতে শুরু করেছে। ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গিয়েছে। আর তাতেই এই ভ্যাপসা গরম। তবে বৃষ্টি আবার ফিরছে দক্ষিণবঙ্গে।
1লা এবং 2 জুন দক্ষিণবঙ্গের সবক'টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হওয়ার খবর জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। বৃষ্টি হবে কলকাতা, দুই 24 পরগনাতেও । আগামী 1 জুন থেকে 4 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, স্বস্তির বৃষ্টি এখন উত্তরবঙ্গে।
নদীতে হড়পা বান ! গাড়ি-সহ ভেসে গেলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
উপরের তিনটি জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃহস্পতিবার ও শুক্রবার অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা । আগামী শনি ও রবিবার উপরের পাঁচটি জেলা ছাড়াও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রির নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 79 শতাংশ। শহর কলকাতায় আজ দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।
বজ্রপাতে আর মৃত্যু নয়, মোবাইল ফোনে আগাম সংকেত দিয়ে রক্ষা করবে 'দামিনী'