কলকাতা, 13 ডিসেম্বর: প্রথম ঝটকাতেই শীতের মারকুটে ইনিংস শুরু ৷ টি-20 মেজাজে বঙ্গে ইনিংস শুরু করল শীত ৷ পারদ নেমে স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে ৷ এই পতন আপাতত থিতু হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নীচে থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷
শুক্রবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় রৌদ্রজ্বল ৷ আজ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির আশেপাশে থাকবে। বুধবার থেকে পারদ পতন শুরু হয়েছিল ৷ বৃহস্পতিবার তা পতন হয়ে 13 ডিগ্রির ঘরে ৷ আবহাওয়া অফিস বলছে মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে ৷ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ৷
18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ৷ উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে ৷ আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশার দাপট থাকলেও দিনভর পরিষ্কার রৌদ্রজ্বল আকাশ থাকবে। আগামী 24 ঘণ্টায় শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায় ৷ শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা।
শনি ও রবিবারে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায় ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে।
15 তারিখের মধ্যেই জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নীচে নামতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আগামী 24 ঘণ্টায় কুয়াশার দাপট দেখা যাবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।
বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি নীচে ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ।