ETV Bharat / state

জলপাইগুড়িতে তৃণমূলের অধ্যাপক প্রার্থীর সম্পত্তি কত ? জেনে নিন - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024:19 এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়িতে নির্বাচন ৷ সেখানে জোড়াফুল প্রতীকে প্রতিনিধিত্ব করছেন নির্মল চন্দ্র ঘোষ ৷ নির্বাচন কমিশনে তাঁর দেওয়া সঞ্চয়-সম্পত্তির হিসেব রইল একনজরে ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 4:45 PM IST

জলপাইগুড়ি, 4 এপ্রিল: লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআই(এম)-এর ত্রিমুখী লড়াই হতে চলেছে 19 এপ্রিল ৷ বুধবারই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এবারের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় ৷ তাঁর সম্পত্তি কত জানেন ? নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সম্পত্তির যা হিসেবে দিয়েছেন তা তুলে ধরা হল ৷

ধূপগুড়ি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন নির্মল চন্দ্র রায়। 2023 সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল ৷ নির্বাচনে জয়ী হন নির্মল চন্দ্র রায়। এবার তাঁকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রইল তাঁর সম্পত্তির পরিমাণ ৷

2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী

  • নগদ টাকা- 1 লাখ 20 হাজার টাকা
  • স্ত্রীর হাতে রয়েছে হাতে- 45 হাজার 160 টাকা

অস্থাবর সম্পত্তি-

  • নির্মল চন্দ্র রায়ের হাতে রয়েছে- ব্যাংক, বিমা 3টি ৷ গাড়ি নিয়ে গচ্ছিত প্রায় 52 লক্ষ 73 হাজার 960 টাকা
  • স্ত্রীর কাছে- বিমা এবং 6 লক্ষ 50 হাজার টাকার সোনার গয়না-সহ গচ্ছিত আছে 26 লক্ষ 96 হাজার 286 টাকা

স্থাবর সম্পত্তির পরিমাণ-

  • নির্মল রায়ের কাছে কৃষি এবং অকৃষি জমি মিলিয়ে 20 লক্ষ টাকা
  • স্ত্রী-জমি এবং ধূপগুড়ির বাড়ি মিলিয়ে প্রায় 88 লক্ষ 20 হাজার টাকা।

2023 সালে হিসেবে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় এফিডেভিড দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাঁর হাতে

  • নগদ-1 লক্ষ টাকা
  • স্ত্রী- 52 হাজার 560 টাকা

অস্থাবর সম্পত্তি রয়েছে-

  • নির্মল চন্দ্র রায়ের হাতে- ব্যাংক ও গাড়ি মিলিয়ে প্রায় 32 লক্ষ 14 হাজার 572 টাকার সম্পত্তি
  • স্ত্রী- সোনা এবং বিমা মিলিয়ে 27 লক্ষ 24 হাজার 345 টাকা গচ্ছিত

স্থাবর সম্পত্তি ছিল-

  • নির্মলের চন্দ্র রায়ের হাতে- কৃষি ও অকৃষি জমি মিলিয়ে 20 লক্ষ টাকা
  • স্ত্রী- অকৃষি জমি, বাড়ি মিলিয়ে 88 লক্ষ 20 হাজার টাকা

আরও পড়ুন:

  1. জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি!
  2. নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা
  3. 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের

জলপাইগুড়ি, 4 এপ্রিল: লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআই(এম)-এর ত্রিমুখী লড়াই হতে চলেছে 19 এপ্রিল ৷ বুধবারই প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৷ এবারের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় ৷ তাঁর সম্পত্তি কত জানেন ? নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় সম্পত্তির যা হিসেবে দিয়েছেন তা তুলে ধরা হল ৷

ধূপগুড়ি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন নির্মল চন্দ্র রায়। 2023 সালে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল ৷ নির্বাচনে জয়ী হন নির্মল চন্দ্র রায়। এবার তাঁকেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রইল তাঁর সম্পত্তির পরিমাণ ৷

2024 সালে লোকসভা নির্বাচনে কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী

  • নগদ টাকা- 1 লাখ 20 হাজার টাকা
  • স্ত্রীর হাতে রয়েছে হাতে- 45 হাজার 160 টাকা

অস্থাবর সম্পত্তি-

  • নির্মল চন্দ্র রায়ের হাতে রয়েছে- ব্যাংক, বিমা 3টি ৷ গাড়ি নিয়ে গচ্ছিত প্রায় 52 লক্ষ 73 হাজার 960 টাকা
  • স্ত্রীর কাছে- বিমা এবং 6 লক্ষ 50 হাজার টাকার সোনার গয়না-সহ গচ্ছিত আছে 26 লক্ষ 96 হাজার 286 টাকা

স্থাবর সম্পত্তির পরিমাণ-

  • নির্মল রায়ের কাছে কৃষি এবং অকৃষি জমি মিলিয়ে 20 লক্ষ টাকা
  • স্ত্রী-জমি এবং ধূপগুড়ির বাড়ি মিলিয়ে প্রায় 88 লক্ষ 20 হাজার টাকা।

2023 সালে হিসেবে ধূপগুড়ির বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় এফিডেভিড দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন তাঁর হাতে

  • নগদ-1 লক্ষ টাকা
  • স্ত্রী- 52 হাজার 560 টাকা

অস্থাবর সম্পত্তি রয়েছে-

  • নির্মল চন্দ্র রায়ের হাতে- ব্যাংক ও গাড়ি মিলিয়ে প্রায় 32 লক্ষ 14 হাজার 572 টাকার সম্পত্তি
  • স্ত্রী- সোনা এবং বিমা মিলিয়ে 27 লক্ষ 24 হাজার 345 টাকা গচ্ছিত

স্থাবর সম্পত্তি ছিল-

  • নির্মলের চন্দ্র রায়ের হাতে- কৃষি ও অকৃষি জমি মিলিয়ে 20 লক্ষ টাকা
  • স্ত্রী- অকৃষি জমি, বাড়ি মিলিয়ে 88 লক্ষ 20 হাজার টাকা

আরও পড়ুন:

  1. জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি!
  2. নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা
  3. 500 টাকার প্রতিশ্রুতি দিই না, ভবিষ্যতে পাশে থাকার বার্তা সুজনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.