কলকাতা, 29 অগস্ট: গণ কনভেনশনে উপস্থিত হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয়া উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় । তাঁর কথায়, "কারওর চাপে আমি নত হই না । বিচার না পাওয়া পর্যন্ত থামবে না আরজি কর ।" বৃহস্পতিবার একটা গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা । সেখানে উপস্থিত ছিলেন আরজি কর হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা । এছাড়াও যোগ দিয়েছিলেন আরজি কর হাসপাতালের নতুন উপাধ্যক্ষ ।
সেই অনুষ্ঠানেই তিনি বলেন, "আমি অতীতে বিশ্বাস করি না । আমি ভবিষ্যতে বিশ্বাসী । আরজি করে কী কালচার চলত আমি জানি না । কিন্তু এখন থেকে একটা জিনিস চলবে । অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এর উপরে যে যেতে চাইবে তাকে আমার মুখোমুখি হতে হবে । যদি আমায় জোর করে উপাধ্যক্ষ না হতে হলে আমার গলায় একই স্বর থাকত । কারওর চাপে আমি নত হই না । তাই আমাদের একটাই স্বর থাকবে । উই ওয়ান্ট জাস্টিস ৷"
তবে বর্তমানে তিনি যেহেতু আরজি কর হাসপাতালের উপাধ্যক্ষ । তাই কিছু দায়িত্বের কথা মনে করে তিনি বলেন, "আমরা আরজি করে এমন কিছু করব না যাতে সাধারণ মানুষের সহানুভূতি হারিয়ে যায় । আমাদের এটাও দেখতে হচ্ছে যাতে পরিবার আমাদের বিপক্ষে না চলে যায় । তবে তোমাদের আন্দোলনে আমার সমর্থন রয়েছে এমন থেকে । তাই আমি শেষে একটাই কথা বলব, আমরা থামব তবে বিচার পাওয়ার পরে ।"