কলকাতা, 20 ফেব্রুয়ারি: পরীক্ষা শুরু হয়ে গেলেও এখনও অনেক পড়ুয়ারই রেজিস্ট্রেশন হয়নি ৷ সেই কারণে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বাড়ানো হল রেজিস্ট্রেশনের সময়সীমা । দেওয়া হল আরও তিন দিন । সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানানো হয়েছে ৷
সেখানে বলা হয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়াদের এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ৷ আগামী 14 থেকে 16 মার্চ পর্যন্ত তাঁদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে । নতুন এই বিজ্ঞপ্তির জন্য স্কুলের প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট স্কুলের প্রতিনিধিদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আঞ্চলিক অফিসে যেতে হবে । সেখানেই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি ভর্তির শুরুতেই একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার নিয়ম । যা দরকার লাগে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাতেও । কিন্তু ইতিমধ্যেই একাদশের বার্ষিক পরীক্ষা শুরু হলেও এখনও বহু পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি । আর তা না হলে সমস্যা তৈরি হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় । সেই সমস্যা যাতে না হয় তাই সময় বাড়িয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সুযোগ দিল সংসদ । এই বিষয়ে সংসদের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত যে স্কুলের পড়ুয়াদের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন হয়নি, সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষা প্রতিনিধিদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যেতে হবে । একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর 14 মার্চ (বৃহস্পতিবার) থেকে 16 মার্চ (শনিবার) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে । এই দিনগুলিতে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা যাবে । পরীক্ষার্থীদের যাতে উচ্চমাধ্যমিকে বসতে অসুবিধে না হয় সেই কারণে রেজিস্ট্রেশনের দিন বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে সংসদ ৷
আরও পড়ুন :
- পাইপ-জলের বোতল দিয়ে মাত্র 6 হাজার টাকায় বাইক বানাল বীরভূমের একাদশ শ্রেণির ছাত্র
- মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
- রেজিস্ট্রেশনে থাকা ভুল সংশোধনে দেরি, বাড়তি টাকা স্কুলকেই দেওয়ার নির্দেশ পর্ষদের