ETV Bharat / state

আগামী বছরেই ‘শেষ’ উচ্চমাধ্যমিক, কবে থেকে শুরু পরীক্ষা ? - WBCHSE HS Exam 2025 - WBCHSE HS EXAM 2025

West Bengal HS Exam 2025: 8 মে প্রকাশ হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ আগামী বছর কবে উচ্চমাধ্যমিক পরীক্ষা তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে ৷ তবে, 2025-এই শেষ উচ্চমাধ্যমিক ৷ তার পরের বছর অর্থাৎ 2026 থেকে শুরু সেমেস্টার ৷

West Bengal HS Exam 2025
আগামী বছর উচ্চ মাধ্যমিক কবে? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 11:00 AM IST

কলকাতা, 9 মে: আগামী বছরেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারণ তার পরের বছর থেকে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমেস্টার। বছরে দু'বার হবে পরীক্ষা। যার একটি হবে সেপ্টেম্বরে এবং অপরটি মার্চ মাসে। নম্বরের ক্ষেত্রেও থাকবে ভাগ। তবে শেষবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে, কখন শুরু হবে পরীক্ষা, রেজাল্ট প্রকাশের দিন আরও একবার মনে করাল সংসদ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবছর 29 ফেব্রুয়ারি পরীক্ষা শেষের দিন সাংবাদিক বৈঠক করার সময় জানিয়েছিলেন, আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। সেই পুরনো রুটিনই আরও একবার ঝালিয়ে নেওয়া হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে। রুটিনটি হল যথাক্রমে,

3 মার্চ 2025 - প্রথম ভাষা ৷
4 মার্চ 2025- ভোকেশনাল বিষয় ৷
5 মার্চ 2025 - দ্বিতীয় ভাষা ৷
6 মার্চ 2025- অর্থনীতি ৷
7 মার্চ 2025- পদার্থবিদ্যা, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টান্সি
8 মার্চ 2025- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, পরিবেশবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস ৷
10 মার্চ 2025- কমার্শিয়াল ল , ফিলোসফি ও সোশিয়োলজি ৷
11 মার্চ 2025- রসায়ন বিদ্যা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শি, আরবি ও ফ্রেঞ্চ ৷
13 মার্চ 2025- অংক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, ইতিহাস, এগ্রোনমি ৷
17 মার্চ 2025- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান ৷
18 মার্চ 2025 - স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্ট অ্যান্ড ট্যাক্সিং, হোম ম্যানেজমেন্ট ৷

এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 9টা 45 থেকে এবং শেষ হয়েছিল 1টার সময় ৷ তবে আগামী বছর পরীক্ষা শুরু হবে 10 থেকে এবং শেষ হবে 1টা 15 নাগাদ।

আরও পড়ুন:

  1. আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন উচ্চমাধ্যমিকে নবম পীতম্বর
  2. উচ্চমাধ্যমিকে দশম, তন্বিষ্ঠা চান ইঞ্জিনিয়ার হতে
  3. 'দুর্নীতি সব জায়গায়, তবে পশ্চিমবঙ্গে হয়তো একটু বেশি'; মত উচ্চমাধ্যমিকের দুই কৃতীর

কলকাতা, 9 মে: আগামী বছরেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কারণ তার পরের বছর থেকে দ্বাদশ শ্রেণিতে শুরু হবে সেমেস্টার। বছরে দু'বার হবে পরীক্ষা। যার একটি হবে সেপ্টেম্বরে এবং অপরটি মার্চ মাসে। নম্বরের ক্ষেত্রেও থাকবে ভাগ। তবে শেষবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে, কখন শুরু হবে পরীক্ষা, রেজাল্ট প্রকাশের দিন আরও একবার মনে করাল সংসদ।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবছর 29 ফেব্রুয়ারি পরীক্ষা শেষের দিন সাংবাদিক বৈঠক করার সময় জানিয়েছিলেন, আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য। সেই পুরনো রুটিনই আরও একবার ঝালিয়ে নেওয়া হল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে। রুটিনটি হল যথাক্রমে,

3 মার্চ 2025 - প্রথম ভাষা ৷
4 মার্চ 2025- ভোকেশনাল বিষয় ৷
5 মার্চ 2025 - দ্বিতীয় ভাষা ৷
6 মার্চ 2025- অর্থনীতি ৷
7 মার্চ 2025- পদার্থবিদ্যা, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টান্সি
8 মার্চ 2025- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, পরিবেশবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস ৷
10 মার্চ 2025- কমার্শিয়াল ল , ফিলোসফি ও সোশিয়োলজি ৷
11 মার্চ 2025- রসায়ন বিদ্যা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শি, আরবি ও ফ্রেঞ্চ ৷
13 মার্চ 2025- অংক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, ইতিহাস, এগ্রোনমি ৷
17 মার্চ 2025- বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান ৷
18 মার্চ 2025 - স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্ট অ্যান্ড ট্যাক্সিং, হোম ম্যানেজমেন্ট ৷

এই বছর পরীক্ষা শুরু হয়েছিল 9টা 45 থেকে এবং শেষ হয়েছিল 1টার সময় ৷ তবে আগামী বছর পরীক্ষা শুরু হবে 10 থেকে এবং শেষ হবে 1টা 15 নাগাদ।

আরও পড়ুন:

  1. আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন উচ্চমাধ্যমিকে নবম পীতম্বর
  2. উচ্চমাধ্যমিকে দশম, তন্বিষ্ঠা চান ইঞ্জিনিয়ার হতে
  3. 'দুর্নীতি সব জায়গায়, তবে পশ্চিমবঙ্গে হয়তো একটু বেশি'; মত উচ্চমাধ্যমিকের দুই কৃতীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.