কলকাতা, 21 এপ্রিল: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেছেন অমিত ৷ সেই সঙ্গে মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি ৷ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বিজেপি নেতা বলেও অভিযোগপত্রে জানিছেন চন্দ্রিমা ৷
শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর জনসভার একটি ভিডিও ক্লিপিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত ৷ ক্যাপশনে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কিছু আশা করা যায় না ৷ কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি ৷" সেইসঙ্গে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মমতা ৷ তিনি আরও লেখেন, "বর্তমানে সমসাময়িক সময়ে কোনো রাজনীতিবিদই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘৃণ্য নয়" ৷
বিজেপি নেতার সেই পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে চন্দ্রিমা বলেন, "অভিযুক্ত তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন । এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা ৷" সেইসঙ্গে অমিতের পোস্টের স্ক্রিনশর্ট তুলে চন্দ্রিমা দাবি করেন, "লোকসভা নির্বাচনের মধ্যে এই ধরণের পোস্ট করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়ছেন বিজেপি নেতা ৷ একজন মহিলা হিসেবে তাঁর ওই পোস্ট দেখে মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট ভীত ৷" অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500 এবং 509 ধারায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা ৷
আরও পড়ুন: