ETV Bharat / state

মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ চন্দ্রিমার - Amit Malviya

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 12:23 PM IST

Updated : Apr 21, 2024, 2:13 PM IST

Complaint Against Amit Malviya: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেছেন অমিত ৷ পাশাপাশি মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 21 এপ্রিল: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেছেন অমিত ৷ সেই সঙ্গে মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি ৷ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বিজেপি নেতা বলেও অভিযোগপত্রে জানিছেন চন্দ্রিমা ৷

শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর জনসভার একটি ভিডিও ক্লিপিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত ৷ ক্যাপশনে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কিছু আশা করা যায় না ৷ কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি ৷" সেইসঙ্গে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মমতা ৷ তিনি আরও লেখেন, "বর্তমানে সমসাময়িক সময়ে কোনো রাজনীতিবিদই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘৃণ্য নয়" ৷

Complaint Against Amit Malviya
অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিজেপি নেতার সেই পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে চন্দ্রিমা বলেন, "অভিযুক্ত তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন । এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা ৷" সেইসঙ্গে অমিতের পোস্টের স্ক্রিনশর্ট তুলে চন্দ্রিমা দাবি করেন, "লোকসভা নির্বাচনের মধ্যে এই ধরণের পোস্ট করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়ছেন বিজেপি নেতা ৷ একজন মহিলা হিসেবে তাঁর ওই পোস্ট দেখে মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট ভীত ৷" অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500 এবং 509 ধারায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা ৷

আরও পড়ুন:

কলকাতা, 21 এপ্রিল: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'কুরুচিকর' মন্তব্য করেছেন অমিত ৷ সেই সঙ্গে মহিলাদেরও সম্মানহানি করেছেন তিনি ৷ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বিজেপি নেতা বলেও অভিযোগপত্রে জানিছেন চন্দ্রিমা ৷

শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর জনসভার একটি ভিডিও ক্লিপিং এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত ৷ ক্যাপশনে তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো কিছু আশা করা যায় না ৷ কিন্তু এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন তিনি ৷" সেইসঙ্গে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন মমতা ৷ তিনি আরও লেখেন, "বর্তমানে সমসাময়িক সময়ে কোনো রাজনীতিবিদই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঘৃণ্য নয়" ৷

Complaint Against Amit Malviya
অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিজেপি নেতার সেই পোস্টের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে চন্দ্রিমা বলেন, "অভিযুক্ত তাঁর এক্স পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন । এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা ৷" সেইসঙ্গে অমিতের পোস্টের স্ক্রিনশর্ট তুলে চন্দ্রিমা দাবি করেন, "লোকসভা নির্বাচনের মধ্যে এই ধরণের পোস্ট করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়ছেন বিজেপি নেতা ৷ একজন মহিলা হিসেবে তাঁর ওই পোস্ট দেখে মহিলাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট ভীত ৷" অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 500 এবং 509 ধারায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রিমা ৷

আরও পড়ুন:

Last Updated : Apr 21, 2024, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.