ETV Bharat / state

মে মাসের শুরুতে মাধ্যমিকের  ফল! প্রস্তুত উচ্চ মাধ্যমিকও - Madhyamik and HS Result 2024

WB Madhyamik and HS Result: সরকার অনুমোদন দিলেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল ৷ আর মে মাসের শুরুতে হতে পারে মাধ্যমিক ফল প্রকাশ ৷

WB Madhyamik and HS Result
WB Madhyamik and HS Result
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 10:31 PM IST

কলকাতা, 18 এপ্রিল: কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল? সেই নিয়েই উঠেছিল প্রশ্ন। একাধিক জল্পনা তৈরি হয়েছিল পরীক্ষার ফল নিয়ে। তবে এবার মুখ খুলল সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তারা ফল প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে সরকার অনুমোদন দিলে তবে প্রকাশিত হবে ফল। এবছর উচ্চমাধ্যমিকের নম্বর পড়েছে অনলাইনে। আর তাই পরীক্ষার শেষের প্রায় একমাস পর থেকেই প্রস্তুত সংসদ।

এবারেও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে প্রথমে অনলাইনে । সাতদিন পর স্কুল থেকে মার্কশিট গ্রহণ করতে পারবে পড়ুয়ারা। তবে মাধ্যমিকের বর্তমান অবস্থা কী? সেই বিষয় পর্ষদ সূত্রের খবর, রেজাল্ট নিয়ে শেষ মুহূর্তেই প্রস্তুতি চলছে। 12 মে'র মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। এখন ফাইনাল ভেরিফিকেশনের কাজ চলছে। হয়তো মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফল।

এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2 হাজার 675টি। পরীক্ষা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল। সকাল 9টা বেজে 45 মিনিটে শুরু হত পরীক্ষা। শেষ হত বেলা 1টায়। অপরদিকে, উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ 90 হাজার 221। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 827টি। মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকেও পরীক্ষা হয়েছিল সকাল 9বেজে 45 মিনিট থেকে বেলা 1টা পর্যন্ত চলেছিল ৷ প্রসঙ্গত, এই ফল প্রকাশ নিয়ে একাধিক জলঘোলা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ে ফল প্রকাশ কবে হবে সেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এমনকী শোনা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। তবে এখন যা খবর চিরাচরিত প্রথা অনুযায়ী আগে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। তারপর উচ্চ মাধ্য়মিকের পালা।

আরও পড়ুন:

  1. একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের
  2. উচ্চমাধ্যমিকের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে মাধ্যমিকেও
  3. সাপ্লিমেন্টরির সুবিধা! উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থতেও

কলকাতা, 18 এপ্রিল: কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল? সেই নিয়েই উঠেছিল প্রশ্ন। একাধিক জল্পনা তৈরি হয়েছিল পরীক্ষার ফল নিয়ে। তবে এবার মুখ খুলল সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তারা ফল প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে সরকার অনুমোদন দিলে তবে প্রকাশিত হবে ফল। এবছর উচ্চমাধ্যমিকের নম্বর পড়েছে অনলাইনে। আর তাই পরীক্ষার শেষের প্রায় একমাস পর থেকেই প্রস্তুত সংসদ।

এবারেও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে প্রথমে অনলাইনে । সাতদিন পর স্কুল থেকে মার্কশিট গ্রহণ করতে পারবে পড়ুয়ারা। তবে মাধ্যমিকের বর্তমান অবস্থা কী? সেই বিষয় পর্ষদ সূত্রের খবর, রেজাল্ট নিয়ে শেষ মুহূর্তেই প্রস্তুতি চলছে। 12 মে'র মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। এখন ফাইনাল ভেরিফিকেশনের কাজ চলছে। হয়তো মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফল।

এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল 9 লক্ষ 23 হাজার 13 জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2 হাজার 675টি। পরীক্ষা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল। সকাল 9টা বেজে 45 মিনিটে শুরু হত পরীক্ষা। শেষ হত বেলা 1টায়। অপরদিকে, উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লাখ 90 হাজার 221। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা 827টি। মাধ্যমিকের মতো এবার উচ্চমাধ্যমিকেও পরীক্ষা হয়েছিল সকাল 9বেজে 45 মিনিট থেকে বেলা 1টা পর্যন্ত চলেছিল ৷ প্রসঙ্গত, এই ফল প্রকাশ নিয়ে একাধিক জলঘোলা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ে ফল প্রকাশ কবে হবে সেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এমনকী শোনা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। তবে এখন যা খবর চিরাচরিত প্রথা অনুযায়ী আগে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। তারপর উচ্চ মাধ্য়মিকের পালা।

আরও পড়ুন:

  1. একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে, বড় ঘোষণা উচ্চ শিক্ষা সংসদের
  2. উচ্চমাধ্যমিকের পর অনলাইনে নম্বর জমা দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে মাধ্যমিকেও
  3. সাপ্লিমেন্টরির সুবিধা! উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থতেও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.