কলকাতা, 21 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে শুক্রবার রাজভবনের তরফে চিঠি দেওয়া হল নবান্নে । সূত্রের খবর, গতকাল রাজভবনের তরফে মুখ্যমন্ত্রীকে এই চিঠি পাঠানো হয়েছে ।তাতে মূলত ভোট পরবর্তী হিংসার বিষয়টি উল্লেখ করা হয়েছে ।
ভোটের আগে যে লগ-ইন পোর্টালে যে অভিযোগ এসেছিল সেগুলো উল্লেখ করা হয়েছে । সূত্রের দাবি, ক্যানিং, ব্যারাকপুর-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার অভিযোগ পেয়েছেন রাজ্যপাল । সেই হিংসার ঘটনায় সরকারের পক্ষ থেকে কী অ্যাকশন টেকেন রিপোর্ট গ্রহণ করা হয়েছে, সেই বিষয়ে যাবতীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে । সার্বিকভাবে রাজ্যের আইনশৃঙ্খার পরিস্থিতির অবনতি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে । হাজারের বেশি অভিযোগ পেয়েছেন রাজ্যপাল ।
দিনকয়েক আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী । অভিযোগ, অনুমতি থাকা সত্ত্বেও পুলিশি বাধায় তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি । পরবর্তীতে রাজভবনের সামনে ধরনায় বসার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী ।
রাজনৈতিক মহলের একাংশের অভিমত, এই পরিস্থিতিতে রাজ্যপালের চিঠি নতুন মাত্রা যোগ করেছে । শুধু তাই নয়, সেদিন শুভেন্দু দাবি করেছিলেন তাঁকে কেন আটকানো হয়েছে এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যের কাছে রাজ্যপাল রিপোর্ট করবেন । রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, রাজ্যপালের এই ধারাবাহিক চিঠি রাজ্যের উপর চাপ সৃষ্টি করা নতুন কৌশল ।