শ্রীরামপুর, 23 জুন: 'রাজ্যে শিক্ষা দূর্নীতি হলে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার। অথচ কেন্দ্রে দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করা হয়।' এভাবেই বিজেপি আর তৃণমূলের তফাত তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিট-নেট পরীক্ষায় বিতর্ক প্রশ্ন ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিজি সুবোধ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে শনিবার ৷ সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "ভারত সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুর্নীতি এবং বেআইনি কাজে তাঁর জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা প্রত্যেক মাসে, প্রত্যেক দিন ঘটে ৷ কোথায় কোনও অ্যাকশন তো নেওয়া হয় না ! উলটে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল কাউন্সিল বোর্ড, পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে এবং সামনে এসেছে সব ক্ষেত্রেই দুর্নীতি।"
শুভেন্দুর মতে, বিজেপির জন্যই রাজ্যের এই দুর্নীতি সামনে এসেছে। তাঁর কথায়, "এই সরকার চোরেদের বাঁচাতে কর দাতাদের কোটি কোটি টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবীরা দাঁড়ায় সুপ্রিম কোর্টে। আর উলটোদিকে ভারত সরকার নরেন্দ্র মোদির নেতৃত্ব সরকারে ধর্মেন্দ্রর প্রধান শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ এনটিএ চেয়ারম্যানকে সরানো যা যা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার নিয়ে যে লিক হয়েছে তা শুধরে দোষীদের সর্বচ্চ শাস্তির ব্যবস্থা করছেন। এখানেই তফাত বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ও তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের মধ্যে।"
রবিবার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে ৷ সেখানেই এদিন উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।