ETV Bharat / state

মঙ্গলে চোপড়ায় রাজ্যপাল, আজ রাতের ট্রেনেই রওনা দেবেন - চোপড়া যাচ্ছেন রাজ্যপাল বোস

Governor CV Ananda Bose: তৃণমূলের অনুরোধ মেনে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার রাতের ট্রেনেই রওনা দেবেন তিনি ৷

Etv Bharat
মঙ্গলে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:46 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে ৷

সোমবার রাজভবন সূত্রের খবর, আজ রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল । কর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটের 12343 নম্বর দার্জিলিং মেলে উঠবেন ৷ তারপর বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে সড়কপথে সোজা চোপড়ায় যাবেন আনন্দ বোস । প্রায় দেড় ঘণ্টা সময় লাগবে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছতে ।

রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে চোপড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়ে পাঠানো হয়েছিল । কিন্তু, সেই চিঠিতে কিছু সংশোধনের কথা জানায় নবান্ন । নবান্নের কথা মেনে পুনরায় রাজভবন থেকে সংশোধিত চিঠি বা আবেদনপত্র পাঠানো হয় । তারপরও রাজভবনের আবেদনের সাড়া দেয়নি নবান্ন । অগত্যা একপ্রকার বাধ্য হয়ে নিজের কথা রাখতে আজ রাতেই রেলপথে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

12 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয় । বিএসএফের ড্রেনের কাজ চলাকালীন শিশুদের মৃত্যু হওয়ায় বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতিকে কাঠগড়ায় তুলে ঘটনার বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার ৷ এই ঘটনার পর একইসঙ্গে 12 সদস্যের প্রতিনিধি দল 15 ফেব্রুয়ারি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন । অনুরোধ করা হয়, তিনি যেন দ্রুত চোপড়ার ঘটনাস্থলে গিয়ে আইনত পদক্ষেপ গ্রহণ নেন । শাসকদলের আবেদনের সাড়া দিয়ে চোপড়া যাবেন বলে কথা দিয়েছিলেন রাজ্যপাল বোস । সেই মতো মঙ্গলবার চোপড়া যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. অভিষেকের নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা তৃণমূলের
  3. মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল

কলকাতা, 19 ফেব্রুয়ারি: চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন ৷ এছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে ৷

সোমবার রাজভবন সূত্রের খবর, আজ রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল । কর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটের 12343 নম্বর দার্জিলিং মেলে উঠবেন ৷ তারপর বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে সড়কপথে সোজা চোপড়ায় যাবেন আনন্দ বোস । প্রায় দেড় ঘণ্টা সময় লাগবে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছতে ।

রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে চোপড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করে রাজ্য সরকারের কাছে হেলিকপ্টার চেয়ে পাঠানো হয়েছিল । কিন্তু, সেই চিঠিতে কিছু সংশোধনের কথা জানায় নবান্ন । নবান্নের কথা মেনে পুনরায় রাজভবন থেকে সংশোধিত চিঠি বা আবেদনপত্র পাঠানো হয় । তারপরও রাজভবনের আবেদনের সাড়া দেয়নি নবান্ন । অগত্যা একপ্রকার বাধ্য হয়ে নিজের কথা রাখতে আজ রাতেই রেলপথে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

12 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয় । বিএসএফের ড্রেনের কাজ চলাকালীন শিশুদের মৃত্যু হওয়ায় বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতিকে কাঠগড়ায় তুলে ঘটনার বিরুদ্ধে সরব হয় রাজ্য সরকার ৷ এই ঘটনার পর একইসঙ্গে 12 সদস্যের প্রতিনিধি দল 15 ফেব্রুয়ারি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন । অনুরোধ করা হয়, তিনি যেন দ্রুত চোপড়ার ঘটনাস্থলে গিয়ে আইনত পদক্ষেপ গ্রহণ নেন । শাসকদলের আবেদনের সাড়া দিয়ে চোপড়া যাবেন বলে কথা দিয়েছিলেন রাজ্যপাল বোস । সেই মতো মঙ্গলবার চোপড়া যাচ্ছেন তিনি ৷

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. অভিষেকের নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা তৃণমূলের
  3. মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.