ETV Bharat / state

অশান্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী রাজ‍্য

100 days work in Sandeshkhali: একশো দিনের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য ৷ উত্তপ্ত পরিস্থিতিতেই সন্দেশখালিতেও এই পাওনা টাকা দেবে রাজ্য সরকার ৷ আজ, বুধবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হবে ৷

ETV Bharat
সন্দেশখালিতে একশো দিনের টাকা দেবে রাজ্য় সরকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:24 AM IST

সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী হল রাজ্য ৷ সূত্রের খবর, বুধবার থেকেই টাকা মেটানোর এই প্রক্রিয়া শুরু হবে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ৷ বকেয়া 100 দিনের টাকা সরাসরি পৌঁছে যাবে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ৷ প্রশাসন সূত্রে খবর, সন্দেশখালি 2 নম্বর ব্লকের 6 হাজার ভুক্তভোগী শ্রমিক এই সুবিধা পাবেন ৷

কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিনি জানিয়েছেন, কেন্দ্র না দিলেও রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে ৷ তিনি ঘোষণা করেন, 21 লক্ষ একশো দিনের শ্রমিকের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ৷

এদিকে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ এমনকী সেখানে বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে শাসকদলকে ৷ এই পরিস্থিতিতে 26 ফেব্রুয়ারি একশো দিনের কাজের শ্রমিকদের জন্য 2 হাজার 650 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার ৷ 26 ফেব্রুয়ারি থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যায় ৷

একসে দিনের কাজের ইস্যুতে মঙ্গলবারও পুরুলিয়ার এক প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষা চায় না ৷" যদিও, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কোনওদিনই মানতে চায়নি গেরুয়া শিবির ৷ উলটে, তাঁরা একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷

এদিকে একশো দিনের কাজের বিষয়ে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, "এই ব্লকে প্রায় 6 হাজারে শ্রমিকের একশো দিনের টাকা বকেয়া রয়েছে ৷ সরকারের যাবতীয় নির্দেশিকা মেনে বুধবার থেকে আমরা এই বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করব ৷ ব্লকে প্রাপ্য টাকার পরিমাণ 2 কোটি ৷" এদিকে, সন্দেশখালির মানুষের মন পেতে একশো দিনের টাকা ছাড়াও মৎস্যজীবী কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারের জনমুখী প্রকল্পগুলিতেও প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে সূত্রের খবর !

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  2. 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার
  3. তৃণমূলের'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার

সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: উত্তপ্ত সন্দেশখালিতে একশো দিনের বকেয়া টাকা মেটাতে উদ্যোগী হল রাজ্য ৷ সূত্রের খবর, বুধবার থেকেই টাকা মেটানোর এই প্রক্রিয়া শুরু হবে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে ৷ বকেয়া 100 দিনের টাকা সরাসরি পৌঁছে যাবে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ৷ প্রশাসন সূত্রে খবর, সন্দেশখালি 2 নম্বর ব্লকের 6 হাজার ভুক্তভোগী শ্রমিক এই সুবিধা পাবেন ৷

কেন্দ্রের কাছ থেকে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিনি জানিয়েছেন, কেন্দ্র না দিলেও রাজ্য সরকারই এই টাকা দিয়ে দেবে ৷ তিনি ঘোষণা করেন, 21 লক্ষ একশো দিনের শ্রমিকের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে ৷

এদিকে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ এমনকী সেখানে বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ৷ বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে শাসকদলকে ৷ এই পরিস্থিতিতে 26 ফেব্রুয়ারি একশো দিনের কাজের শ্রমিকদের জন্য 2 হাজার 650 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার ৷ 26 ফেব্রুয়ারি থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যায় ৷

একসে দিনের কাজের ইস্যুতে মঙ্গলবারও পুরুলিয়ার এক প্রশাসনিক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলা ভিখারি নয় ৷ বাংলা হকের টাকা চায় ৷ বাংলা ভিক্ষা চায় না ৷" যদিও, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কোনওদিনই মানতে চায়নি গেরুয়া শিবির ৷ উলটে, তাঁরা একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷

এদিকে একশো দিনের কাজের বিষয়ে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, "এই ব্লকে প্রায় 6 হাজারে শ্রমিকের একশো দিনের টাকা বকেয়া রয়েছে ৷ সরকারের যাবতীয় নির্দেশিকা মেনে বুধবার থেকে আমরা এই বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করব ৷ ব্লকে প্রাপ্য টাকার পরিমাণ 2 কোটি ৷" এদিকে, সন্দেশখালির মানুষের মন পেতে একশো দিনের টাকা ছাড়াও মৎস্যজীবী কার্ড, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারের জনমুখী প্রকল্পগুলিতেও প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে সূত্রের খবর !

আরও পড়ুন:

  1. একশো দিনের কাজের টাকা মেটাতে 2 হাজার 650 কোটি বরাদ্দ রাজ্য সরকারের
  2. 100 দিনের কর্মীদের বকেয়া টাকা দেওয়া শুরু রাজ্যের, স্ক্রিনশট তুলে প্রচার
  3. তৃণমূলের'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.