ETV Bharat / state

রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ! বাজেটের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা - Budget 2024

CM Mamata Banerjee on Union Budget 2024: রাজ্যের উন্নয়নে বিশেষ নজর দেবে কেন্দ্র ৷ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে এ রাজ্যের জন্য ঘোষণা করা হয়েছে দু’টি প্রকল্পেরও ৷ তারপরও কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করল তৃণমূল ৷ বাজেটকে জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 3:27 PM IST

Updated : Jul 23, 2024, 10:18 PM IST

Mamata Banerjee on Union Budget 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

কলকাতা, 23 জুলাই: কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ৷ কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে মোদি সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ নজর দেবে কেন্দ্র ৷ সেই ঘোষণাতেও ‘খুশি’ হতে পারছেন না তৃণমূল সুপ্রিমো ৷

বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

মঙ্গলবার বিধানসভা অধিবেশনের পর নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই কেন্দ্রের বাজেটের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রীয় বাজেটে অন্যান্য রাজ্যগুলিকে যা দেওয়া হয়েছে তা নিয়ে বিরোধিতা না-করলেও রাজ্যকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন তিনি ।

প্রাকৃতিক বিপর্যয়ে অসম, বিহারকে সাহায্য করলেও বাংলাকে বঞ্চিত করা নিয়েও এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বাংলা বিপর্যস্ত হয় । আয়লা থেকে আমফান, প্রতিবারই কিছু না-কিছু হয় এই বাংলায় । সেখানে আশেপাশের সব রাজ্যগুলিকে বন্যা মোকাবিলার জন্য বরাদ্দ দেওয়া হলেও, একমাত্র বঞ্চিত করা হয়েছে বাংলাকে । বাংলা কী অপরাধ করল যে তুমি বাংলাতে একা করে দিলে । এই সরকার বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করলেও, ভোটের ময়দানে এর জবাব বাংলার মানুষ দেবেন । বাংলায় একা নয়, বাংলা একাই একশো ।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবারের বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । বাংলা কারও দয়া চায় না । কিন্তু বাংলার সম্মান যদি ছোট করা হয়, বাংলা চুপ করে থাকবে না । বাংলা গর্জন করবে ।" এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি এমন কখনও দেখিনি, একটা সরকার স্পিকারের পদ না-দিয়ে, শুধুমাত্র শেয়ার কেলেঙ্কারি করে, আর্থিক প্যাকেজ দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে । কেন্দ্রীয় সরকার বিহারকে-অন্ধপ্রদেশকে টাকা দিয়েছে, তাতে আমার কোনও আপত্তি নেই । তারাও এই দেশের অংশ । কিন্তু একজনকে খুশি করতে গিয়ে আর একজনকে বঞ্চিত করা যায় না ।’’

মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গ একটা বড় রাজ্য । 11 কোটি মানুষ আছে বাংলায় । একশো দিনের টাকার খোঁজ নেই । এবার বলা হচ্ছে, 13 কোটি বাড়ি দেওয়া হবে । কিন্তু কাকে দেওয়া হবে ? সেই রত্ন ভাণ্ডার খোলা হয়নি । তিনি বলেন, ‘‘আমি চাই মেয়েরা সোনা-রূপো পরুক । কিন্তু সাধারণ ঘরের মেয়েদের এই সুযোগ কোথায় ? খাদ্যদ্রব্যের উপর ভরতুকি দেওয়া হয়নি ৷ অথচ সোনা-রুপোর উপর ভরতুকি দেওয়া হয়েছে ।’’

কলকাতা, 23 জুলাই: কেন্দ্রীয় সরকারের বাজেট জনবিরোধী, দিশাহীন, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ৷ কড়া সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর মঙ্গলবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে মোদি সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের উন্নয়নে বিশেষ নজর দেবে কেন্দ্র ৷ সেই ঘোষণাতেও ‘খুশি’ হতে পারছেন না তৃণমূল সুপ্রিমো ৷

বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

মঙ্গলবার বিধানসভা অধিবেশনের পর নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই কেন্দ্রের বাজেটের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রীয় বাজেটে অন্যান্য রাজ্যগুলিকে যা দেওয়া হয়েছে তা নিয়ে বিরোধিতা না-করলেও রাজ্যকে যেভাবে বঞ্চিত করা হয়েছে তা নিয়ে সরব হয়েছেন তিনি ।

প্রাকৃতিক বিপর্যয়ে অসম, বিহারকে সাহায্য করলেও বাংলাকে বঞ্চিত করা নিয়েও এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ে বারবার বাংলা বিপর্যস্ত হয় । আয়লা থেকে আমফান, প্রতিবারই কিছু না-কিছু হয় এই বাংলায় । সেখানে আশেপাশের সব রাজ্যগুলিকে বন্যা মোকাবিলার জন্য বরাদ্দ দেওয়া হলেও, একমাত্র বঞ্চিত করা হয়েছে বাংলাকে । বাংলা কী অপরাধ করল যে তুমি বাংলাতে একা করে দিলে । এই সরকার বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করলেও, ভোটের ময়দানে এর জবাব বাংলার মানুষ দেবেন । বাংলায় একা নয়, বাংলা একাই একশো ।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবারের বাজেটে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে । বাংলা কারও দয়া চায় না । কিন্তু বাংলার সম্মান যদি ছোট করা হয়, বাংলা চুপ করে থাকবে না । বাংলা গর্জন করবে ।" এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি এমন কখনও দেখিনি, একটা সরকার স্পিকারের পদ না-দিয়ে, শুধুমাত্র শেয়ার কেলেঙ্কারি করে, আর্থিক প্যাকেজ দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে । কেন্দ্রীয় সরকার বিহারকে-অন্ধপ্রদেশকে টাকা দিয়েছে, তাতে আমার কোনও আপত্তি নেই । তারাও এই দেশের অংশ । কিন্তু একজনকে খুশি করতে গিয়ে আর একজনকে বঞ্চিত করা যায় না ।’’

মুখ্যমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গ একটা বড় রাজ্য । 11 কোটি মানুষ আছে বাংলায় । একশো দিনের টাকার খোঁজ নেই । এবার বলা হচ্ছে, 13 কোটি বাড়ি দেওয়া হবে । কিন্তু কাকে দেওয়া হবে ? সেই রত্ন ভাণ্ডার খোলা হয়নি । তিনি বলেন, ‘‘আমি চাই মেয়েরা সোনা-রূপো পরুক । কিন্তু সাধারণ ঘরের মেয়েদের এই সুযোগ কোথায় ? খাদ্যদ্রব্যের উপর ভরতুকি দেওয়া হয়নি ৷ অথচ সোনা-রুপোর উপর ভরতুকি দেওয়া হয়েছে ।’’

Last Updated : Jul 23, 2024, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.