কলকাতা, 7 ফেব্রুয়ারি: সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন ৷ বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ৷ রাজ্যপালের ভাষণ ছাড়া কীভাবে বাজেট অধিবেশন চলতে পারে তা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল ! বুধবার বিধানসভায় তারই ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । এদিন অধিবেশনের দ্বিতীয়ার্ধে হাওড়া পৌরনিগম নিয়ে সংশোধনী বিল পাশের পর এই প্রসঙ্গে মুখ খুললেন স্পিকার ।
তিনি বলেন, "রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন হওয়ায় পেছনে কোনও বেআইনি বিষয় নেই । এটা সংবিধান বহির্ভূত কোনও বিষয় নয়। সংসদীয় রীতি বহির্ভূতও নয় । 1962 সালের সংসদে এই একইভাবেই অধিবেশন মূলতবি ছিল। সেবার রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও অধিবেশন বসেছিল । 2004 সালেও একই ঘটনা ঘটেছিল ।"
এবারের বাজেট অধিবেশন সম্পর্কে বলতে গিয়ে বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, "বর্তমানে যে অধিবেশন চলছে তা গত বছর শীতকালীন অধিবেশনেরই অংশ। ওই অধিবেশনের সমাপ্তি ঘোষণা না করে সেটি স্থগিত করা হয়েছিল । ফলে এটি এই বছরের প্রথম অধিবেশন নয়। ওই অধিবেশনেরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে ৷ তাই রাজ্যপালের ভাষণ দিয়েই এই বাজেট অধিবেশন শুরু করতে হবে তার কোনও বাধ্যবাধকতা নেই ।"
যদিও অধ্যক্ষের বক্তব্যের পরই এই নিয়ে বালুরঘাটের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ি প্রশ্ন তোলেন, "আপনারা সবাই জানেন হাজার 1962 সালে চিন ভারত আক্রমণ করেছিল । একটা যুদ্ধ পরিস্থিতি চলছিল সেই সময় । সেই কারণেই সংসদে অধিবেশন মূলতবি করে রাখা হয়েছিল । এখন কিন্তু সেরকম কোনও পরিস্থিতি নেই ৷ তাহলে কেন এটা করা হল?" জবাবে স্পিকার বলেন, "আপনি 1962 সালের কথা বলছেন ঠিকই । কিন্তু 2004 সালেও একই ঘটনা ঘটেছিল । তাই এই অধিবেশনকে বেআইনি বা অসংবিধানিক বলা যায় না ৷"
আরও পড়ুন: