শিলিগুড়ি, 31 মে: তিস্তার বাঁধ মেরামতের কারণে পানীয় জলের আকাল শিলিগুড়িতে । বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারে করে জল সরবরাহের পাশাপাশি জলের পাউচের ব্যবস্থা করেছে শিলিগুড়ি পৌরনিগম কর্তৃপক্ষ । কিন্তু সেই পাউচের জলও কি পানের যোগ্য ? শিলিগুড়ির হায়দার পাড়ার যে ছবি ইটিভি ভারতের হাতে উঠে এসেছে, তাতে এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে ৷
পানীয় জল নিয়ে প্রথমে সিপিআইএম, তারপর বিজেপির তুমুল বিক্ষোভে দু'দিন ধরে সরগরম শিলিগুড়ি পৌরনিগম ৷ পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়েছে পুলিশকে ৷ দূষিত পানীয় জল শহরবাসীকে পান করানো এবং পরিশ্রুত পানীয় জল সরবরাহ না-করার অভিযোগে পৌরবোর্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধীরা ৷ বিক্ষোভের জবাবে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র বলেছিলেন, মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে পৌরনিগম ৷ সরবরাহ করা হচ্ছে জলের পাউচ ৷
তবে শুক্রবার সকালে সেই জলের পাউচ বিলির যে ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায়, তা রীতিমতো উদ্বেগের ৷ শিলিগুড়ি পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার ছবি দেখলে চোখ কপালে উঠবে ৷ সেখানে পরিশ্রুত জলের পাউচ গড়াগড়ি খেতে দেখা গিয়েছে নর্দমার ধারে ৷ পানীয় জলের পাউচ নোংরা ফেলার গাড়িতে তুলে বিতরণ করার অভিযোগও উঠেছে ৷
দিনে প্রায় তিন লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম । সে জন্য প্রতিবেশী জেলা থেকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের তিনটে ভ্রাম্যমাণ পাউচ তৈরির ইউনিট নিয়ে আসা হয়েছে । কিন্তু অভিযোগ, জঞ্জাল অপসারণের গাড়িতে করে নিয়ে গিয়ে শহরবাসীকে বিতরণ করা হচ্ছে ওই জলের পাউচ । আবার যেখানে পাউচ তৈরি করা হয়েছে সেই জায়গাটিও কাদা নর্দমায় ভরা । কাদামাটি লাগা অবস্থাতেই সেই পাউচ ব্যাগে ভরে জঞ্জাল অপসারণের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ ৷
শুধু তাই নয় । যে জলের পাউচ বিতরণ করা হচ্ছে, তাতে তৈরি ও মেয়াদের নির্দিষ্ট কোনও উল্লেখ নেই । আর এতেই প্রশ্ন উঠছে এই পাউচের পানীয় জল কতটা স্বাস্থ্যসম্মত ? এই বিষয়ে শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "এ সব খুবই উদ্বেগের ও আতঙ্কের । কী করছে এই পৌরনিগম ? এরা মানুষ মারার কাজ করছে । যেটুকু জল তারা বণ্টন করছে, সেগুলো যেভাবে তৈরি হচ্ছে ও যেভাবে বিতরণ করা হচ্ছে তাও তো দূষিত হয়ে পড়ছে । এতে তো মানুষের আরও শরীর খারাপ হবে ।"
এই বিষয়ে অবশ্য ডেপুটি মেয়র বলেন, "বিষয়টি জানা নেই । হলে অবশ্যই সেটা ঠিক করা হবে ।"