ETV Bharat / state

ভাসছে কলকাতা বিমানবন্দর, জলমগ্ন ভিআইপি রোড; দুর্ভোগে যাত্রীরা - Rains Lash Kolkata - RAINS LASH KOLKATA

Water Logging in Kolkata Airport: জলমগ্ন কলকাতা বিমানবন্দর ৷ বিমান পার্কিং বে’তে জল জমে আছে ৷ পাশাপাশি অ্যাপ্রোন এলাকায় জল জমে আছে ৷ তবে বিমানবন্দরের রানওয়েতে জল জমে নেই ৷

Water Logging in Kolkata Airport
জলমগ্ন কলকাতা বিমানবন্দর ও ভিআইপি রোড (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 1:39 PM IST

কলকাতা, 3 অগস্ট: রাজ্যে জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ জলমগ্ন শহরের বিস্তৃর্ণ এলাকা ৷ ভিআইপি রোড-সহ একাধিক এলাকা জলমগ্ন ৷ সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকা কার্যত ভাসছে ৷ জল জমেছে কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরেও ৷ বিমান পার্কিং বে’তে জল জমে রয়েছে ৷ তবে রানওয়েতে জল নেই ৷ বিমান ওঠা-নামায় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷

জলমগ্ন ভিআইপি রোড থেকে কলকাতা বিমানবন্দর (ইটিভি ভারত)

শুক্রবারের টানাবৃষ্টিতে ভিআইপি রোড, বাগুইআটি, কৈখালি মোড়, সেক্টর ফাইভ, সল্টলেক ইসি ব্লক-সহ একাধিক এলাকায় জল জমে গিয়েছে ৷ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন ৷ নিকাশির বেহাল দশার প্রতি বছরই জলযন্ত্রণা ভোগ করতে হয় এলাকাবাসীকে ৷ বর্ষার শুরুতেই শহরের একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে ৷

শনিবার জলমগ্ন ভিআইপি রোডের অবস্থা দেখে নদী বয়ে যাচ্ছে বললেও ভুল হয় না। এলাকাবাসীর অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই এই পরিস্থিতি ৷ জল জমে থাকায় যান চলাচলের গতিও কমে গিয়েছে ৷ ভিআইপি রোডে যান চলাচল অন্যান্য রাস্তার থেকে এমনিতেই বেশি থাকে ৷ তার উপর জলমগ্ন হওয়ায় সমস্যা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷ রাস্তায় বেরিয়ে সমস্যা হওয়ায় অনেকেই বাড়ি থেকে বেরচ্ছেন না ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মেট্রো চালানোর পরিবর্তে নৌকা চালানো দরকার ৷

শনিবার আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ৷ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৷ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃ্ষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ আগামী কয়েকদিন এইভাবে বৃষ্টি পরিস্থিতি চলতে থাকলে দুর্ভোগ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷

কলকাতা, 3 অগস্ট: রাজ্যে জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ জলমগ্ন শহরের বিস্তৃর্ণ এলাকা ৷ ভিআইপি রোড-সহ একাধিক এলাকা জলমগ্ন ৷ সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকা কার্যত ভাসছে ৷ জল জমেছে কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরেও ৷ বিমান পার্কিং বে’তে জল জমে রয়েছে ৷ তবে রানওয়েতে জল নেই ৷ বিমান ওঠা-নামায় কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷

জলমগ্ন ভিআইপি রোড থেকে কলকাতা বিমানবন্দর (ইটিভি ভারত)

শুক্রবারের টানাবৃষ্টিতে ভিআইপি রোড, বাগুইআটি, কৈখালি মোড়, সেক্টর ফাইভ, সল্টলেক ইসি ব্লক-সহ একাধিক এলাকায় জল জমে গিয়েছে ৷ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন ৷ নিকাশির বেহাল দশার প্রতি বছরই জলযন্ত্রণা ভোগ করতে হয় এলাকাবাসীকে ৷ বর্ষার শুরুতেই শহরের একাধিক এলাকায় জল জমতে শুরু করেছে ৷

শনিবার জলমগ্ন ভিআইপি রোডের অবস্থা দেখে নদী বয়ে যাচ্ছে বললেও ভুল হয় না। এলাকাবাসীর অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণেই এই পরিস্থিতি ৷ জল জমে থাকায় যান চলাচলের গতিও কমে গিয়েছে ৷ ভিআইপি রোডে যান চলাচল অন্যান্য রাস্তার থেকে এমনিতেই বেশি থাকে ৷ তার উপর জলমগ্ন হওয়ায় সমস্যা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷ রাস্তায় বেরিয়ে সমস্যা হওয়ায় অনেকেই বাড়ি থেকে বেরচ্ছেন না ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মেট্রো চালানোর পরিবর্তে নৌকা চালানো দরকার ৷

শনিবার আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 7 দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে ৷ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৷ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃ্ষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷ আগামী কয়েকদিন এইভাবে বৃষ্টি পরিস্থিতি চলতে থাকলে দুর্ভোগ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.