ETV Bharat / state

ব়্যালিতে উড়ে এল বোতল, মেদিনীপুরে 'জাতগোখরো, চন্দ্রবোড়া' বলে কটাক্ষ মিঠুনকে - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty Roadshow at Medinipur: মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে মঙ্গলে রোড-শো করেন মিঠুন চক্রবর্তী ৷ হুডখোলা জিপের ব়্যালি ঘিরে আচমকাই ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় মেদিনীপুরে। এদিক থেকে ওদিকে জলের বোতল ছোড়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মোতায়েন হয় পুলিশ বাহিনী ৷

Mithun Chakraborty Roadshow at Medinipur
মিঠুনের ব়্যালিতে উড়ে এল বোতল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 2:33 PM IST

মেদিনীপুর, 21 মে: মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড-শো ঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে। রোড-শো'য়ে বিক্ষোভ দেখাতে তৃণমূলের 'জাতগোখরো, চন্দ্রবোড়া' লিখে কটাক্ষ। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে জলের বোতল ছোড়াছুড়ি ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি সমর্থদের তাড়া খেয়ে পালায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় পুলিশ বাহিনী।

মঙ্গলবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে নিয়ে জেলা কালেক্টরেট থেকে প্রচারে বের হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি হুডখোলা বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচারে শুরু করেন ৷ তাঁর সঙ্গে পা-মেলান বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। কিন্তু মিছিল কিছুদূর যাওয়ার পরই কেরানিতলার সামনে তৃণমূলের সঙ্গে গণ্ডগোলে বাঁধে বিজেপি ৷ মিঠুন চক্রবর্তীকে দেখে পাশে লাইন দিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। চন্দ্রবোড়া, জাতগোখরো-সহ কন্যাশ্রী রূপশ্রী লেখা নিয়ে রীতিমতো তাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মিঠুনকে ঘিরে। এই ঘটনায় অগ্নিমিত্রা পল বা মিঠুন চক্রবর্তী কারোরই কোনও আঘাত লাগেনি।

যদিও এই ঘটনায় পালটা বিজেপি কর্মী-সমর্থকরাও স্লোগান দেন। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে জলের বোতল ছোড়াছুড়ির ঘটনায় উত্তেজনা ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া খেয়ে পালিয়ে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনায় পুলিশ প্রশাসন থাকলেও তারা সামাল দিতে ব্যর্থ হয় ৷ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটার জামতলা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন ৷

সেখানে তাঁকে বিজেপি কার্যকর্তা-সহ প্রার্থী অগ্নিমিত্রা পল ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর তিনি সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁকে প্রথমে জিজ্ঞেস করা হয় যেভাবে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনে ভারত সেবাশ্রমের সংঘের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন সেই বিষয়ে। তিনি এর পরিপ্রেক্ষিতে বলেন, "খুব গর্বের ব্যাপার রাজ্যের জন্য। যেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন।" এরইসঙ্গে তিনি বলেন, "এটার ফল খুব খারাপ হবে আগামিদিনে।"

প্রসঙ্গত, হাতে মাত্র রয়েছে কয়েকটা দিন। আগামী 25 মে ষষ্ঠ দফায় ভোট অনুষ্ঠিত হবে মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, পুরুলিয়া-সহ চার কেন্দ্রে। তাই হেভিওয়েটদের নিয়েই প্রচার সারছে রাজনৈতিক নেতৃত্ব। গতকাল মুখ্যমন্ত্রীর পদযাত্রা হয়েছে মেদিনীপুরে। এদিন বিজেপির হয়ে রোড-শো করেন মিঠুন চক্রবর্তী। আর যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা শহরে।

আরও পড়ুন:

  1. 'মমতার কথা শুনলে সারাজীবন ভুগতে হবে', নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ মিঠুনের
  2. লকেট-কবীরের সমর্থনে 'গুরু'বারে হুগলিতে সভা করবেন মহাগুরু মিঠুন
  3. সিএএ ব্যবহার করে সংখ্যালুঘদের তাড়ালে আমি থুতু চাটব: মিঠুন

মেদিনীপুর, 21 মে: মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড-শো ঘিরে উত্তেজনা মেদিনীপুর শহরে। রোড-শো'য়ে বিক্ষোভ দেখাতে তৃণমূলের 'জাতগোখরো, চন্দ্রবোড়া' লিখে কটাক্ষ। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে জলের বোতল ছোড়াছুড়ি ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে বিজেপি সমর্থদের তাড়া খেয়ে পালায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামলাতে পৌঁছয় পুলিশ বাহিনী।

মঙ্গলবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে নিয়ে জেলা কালেক্টরেট থেকে প্রচারে বের হন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি হুডখোলা বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচারে শুরু করেন ৷ তাঁর সঙ্গে পা-মেলান বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। কিন্তু মিছিল কিছুদূর যাওয়ার পরই কেরানিতলার সামনে তৃণমূলের সঙ্গে গণ্ডগোলে বাঁধে বিজেপি ৷ মিঠুন চক্রবর্তীকে দেখে পাশে লাইন দিয়ে ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। চন্দ্রবোড়া, জাতগোখরো-সহ কন্যাশ্রী রূপশ্রী লেখা নিয়ে রীতিমতো তাঁরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মিঠুনকে ঘিরে। এই ঘটনায় অগ্নিমিত্রা পল বা মিঠুন চক্রবর্তী কারোরই কোনও আঘাত লাগেনি।

যদিও এই ঘটনায় পালটা বিজেপি কর্মী-সমর্থকরাও স্লোগান দেন। পরবর্তীকালে দু'পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে জলের বোতল ছোড়াছুড়ির ঘটনায় উত্তেজনা ছড়ায়। যদিও শেষ পর্যন্ত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া খেয়ে পালিয়ে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনায় পুলিশ প্রশাসন থাকলেও তারা সামাল দিতে ব্যর্থ হয় ৷ এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটার জামতলা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন ৷

সেখানে তাঁকে বিজেপি কার্যকর্তা-সহ প্রার্থী অগ্নিমিত্রা পল ফুল দিয়ে অভিনন্দন জানান। এরপর তিনি সাংবাদিকের সঙ্গে মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁকে প্রথমে জিজ্ঞেস করা হয় যেভাবে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনে ভারত সেবাশ্রমের সংঘের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন সেই বিষয়ে। তিনি এর পরিপ্রেক্ষিতে বলেন, "খুব গর্বের ব্যাপার রাজ্যের জন্য। যেখানে মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করছেন।" এরইসঙ্গে তিনি বলেন, "এটার ফল খুব খারাপ হবে আগামিদিনে।"

প্রসঙ্গত, হাতে মাত্র রয়েছে কয়েকটা দিন। আগামী 25 মে ষষ্ঠ দফায় ভোট অনুষ্ঠিত হবে মেদিনীপুর, ঘাটাল, বাঁকুড়া, পুরুলিয়া-সহ চার কেন্দ্রে। তাই হেভিওয়েটদের নিয়েই প্রচার সারছে রাজনৈতিক নেতৃত্ব। গতকাল মুখ্যমন্ত্রীর পদযাত্রা হয়েছে মেদিনীপুরে। এদিন বিজেপির হয়ে রোড-শো করেন মিঠুন চক্রবর্তী। আর যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা শহরে।

আরও পড়ুন:

  1. 'মমতার কথা শুনলে সারাজীবন ভুগতে হবে', নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ মিঠুনের
  2. লকেট-কবীরের সমর্থনে 'গুরু'বারে হুগলিতে সভা করবেন মহাগুরু মিঠুন
  3. সিএএ ব্যবহার করে সংখ্যালুঘদের তাড়ালে আমি থুতু চাটব: মিঠুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.