ETV Bharat / state

বেহাল রাস্তা, ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Vote Boycott: ভালো রাস্তার দাবিতে ভোট বয়কট করল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা ৷

Vote Boycott
ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 9:59 AM IST

Updated : May 7, 2024, 12:12 PM IST

ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের (ইটিভি ভারত)

মালদা, 7 মে: বেহাল রাস্তার অবস্থা ৷ সেই প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা ৷ রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় 122 নম্বর বুথের বাইরে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন তিনি ৷ উল্লেখ্য, এই বুথে সাড়ে তেরোশো ভোটার রয়েছে ৷ তাঁদের দাবি, গ্রামের রাস্তা এখনও পাকা হয়নি । বার বার জানিয়েও কাজ না-হয়নি ৷ তাই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

এদিন সকাল 7টায় ভোট শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে মাতৃ গণউদ্দ্যোগ নামক স্থানীয় মহিলাদের একটি সংগঠন ৷ তাদের দাবি, আদিনা থেকে চাকলি পর্যন্ত দুটি সেতু-সহ 16 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে ৷ ঝর্ণা বিশ্বাস বলেন, "আমাদের এখানে কোনও উন্নয়ন হয়নি ৷ সেকারণে সকাল 5টা থেকে আমরা বিক্ষোভ শুরু করেছি ৷ সন্ধ্যা 7টা পর্যন্ত আমদের এই প্রতিবাদ চালিয়ে যাবো ৷" ঘটনা প্রসঙ্গে কমিশনের তরফে জানান হয়েছে, "আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি ৷ তারা পাকা রাস্তা এবং সেতুর দাবি জানিয়েছে ৷" পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মহকুমা শাসক যাচ্ছেন বলেও জানিয়েছে কমিশন ৷

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার রাজ্যের 4টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ চলছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ৷ এই চার কেন্দ্রে ভোটের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোট শুরু হওয়ার পর মালদার বেশ কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ায় ভোট শুরু হতে বেশ খানিকটা দেরি হয় ৷ পরে তা স্বাভাবিক হয়ে যায় ৷

আরও পড়ুন:

ভোট বয়কট হবিবপুরের গ্রামবাসীদের (ইটিভি ভারত)

মালদা, 7 মে: বেহাল রাস্তার অবস্থা ৷ সেই প্রতিবাদে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা ৷ রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় 122 নম্বর বুথের বাইরে পোস্টার হাতে বিক্ষোভ দেখালেন তিনি ৷ উল্লেখ্য, এই বুথে সাড়ে তেরোশো ভোটার রয়েছে ৷ তাঁদের দাবি, গ্রামের রাস্তা এখনও পাকা হয়নি । বার বার জানিয়েও কাজ না-হয়নি ৷ তাই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী।

এদিন সকাল 7টায় ভোট শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করে মাতৃ গণউদ্দ্যোগ নামক স্থানীয় মহিলাদের একটি সংগঠন ৷ তাদের দাবি, আদিনা থেকে চাকলি পর্যন্ত দুটি সেতু-সহ 16 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে ৷ ঝর্ণা বিশ্বাস বলেন, "আমাদের এখানে কোনও উন্নয়ন হয়নি ৷ সেকারণে সকাল 5টা থেকে আমরা বিক্ষোভ শুরু করেছি ৷ সন্ধ্যা 7টা পর্যন্ত আমদের এই প্রতিবাদ চালিয়ে যাবো ৷" ঘটনা প্রসঙ্গে কমিশনের তরফে জানান হয়েছে, "আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি ৷ তারা পাকা রাস্তা এবং সেতুর দাবি জানিয়েছে ৷" পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মহকুমা শাসক যাচ্ছেন বলেও জানিয়েছে কমিশন ৷

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় মঙ্গলবার রাজ্যের 4টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ চলছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ৷ এই চার কেন্দ্রে ভোটের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোট শুরু হওয়ার পর মালদার বেশ কয়েকটি বুথে ইভিএম বিকল হওয়ায় ভোট শুরু হতে বেশ খানিকটা দেরি হয় ৷ পরে তা স্বাভাবিক হয়ে যায় ৷

আরও পড়ুন:

Last Updated : May 7, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.