ETV Bharat / state

পাথরে ফাটল চোখ, ভোট দিতে গিয়ে শীতলকুচিতে আক্রান্ত ভোটার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Voter Injured: প্রথম দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভোট দিতে গিয়েছিলেন বিনোদ সরকার নামে এক ব্যক্তি ৷ অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে আচমকাই তাকে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 2:10 PM IST

Updated : Apr 19, 2024, 2:40 PM IST

শীতলকুচিতে আক্রান্ত ভোটার

শীতলকুচি, 19 এপ্রিল: ভোট দিতে গিয়ে পাথরের আঘাতে চোখ ফাটল ভোটারের ৷ কোচবিহারের শীতলকুচির ছোটশালবাড়ি অঞ্চলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ অভিযোগ, শীতলকুচির জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া পাথরের ঘায়ে চোখ ফাটল ভোটারের ৷

শুক্রবার প্রথম দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভোট দিতে গিয়েছিলেন বিনোদ সরকার নামে এক ব্যক্তি ৷ অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে আচমকাই তাকে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ বিনোদ সরকার জানিয়েছেন, তৃণমূল আশ্রিত সেই দুষ্কৃতীরা এলোপাথারি তার দিকে পাথর ছুঁড়তে থাকে ৷ সেই সময়ই পাথরের ঘা লাগে ভোটারের চোখে ৷ অঝরে তাঁর চোখ থেকে রক্ত বেরোতে থাকে ৷ গুরুতর আহত তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ৷

আহত ওই ব্যক্তি জানান, পরে চিকিৎসকের কাছে গেলে তারা জানিয়েছেন আগাত গুরুতর ৷ ফলে এর বড়রকম চিকিৎসা করতে হবে। ঘটনার পর সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এর আগে 2021 সালে বিধানসভা ভোটে এই শীতলকুচিতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছিল এক ভোটারের ৷ লোকসভা ভোটেও এখানে ফের উত্তেজনা ছড়াল ৷ এবার ভোটার আক্রান্ত হওয়ার ঘটনার জেরে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷

অন্যদিকে, ওই এলাকার ভোটারদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে ৷ এমনকী ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ বাড়ি থেকে বেরোতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকার ভোটারদের ৷

আরও পড়ুন

পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল

বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ

শীতলকুচিতে আক্রান্ত ভোটার

শীতলকুচি, 19 এপ্রিল: ভোট দিতে গিয়ে পাথরের আঘাতে চোখ ফাটল ভোটারের ৷ কোচবিহারের শীতলকুচির ছোটশালবাড়ি অঞ্চলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ অভিযোগ, শীতলকুচির জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া পাথরের ঘায়ে চোখ ফাটল ভোটারের ৷

শুক্রবার প্রথম দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে ভোট দিতে গিয়েছিলেন বিনোদ সরকার নামে এক ব্যক্তি ৷ অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে আচমকাই তাকে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ বিনোদ সরকার জানিয়েছেন, তৃণমূল আশ্রিত সেই দুষ্কৃতীরা এলোপাথারি তার দিকে পাথর ছুঁড়তে থাকে ৷ সেই সময়ই পাথরের ঘা লাগে ভোটারের চোখে ৷ অঝরে তাঁর চোখ থেকে রক্ত বেরোতে থাকে ৷ গুরুতর আহত তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন ৷

আহত ওই ব্যক্তি জানান, পরে চিকিৎসকের কাছে গেলে তারা জানিয়েছেন আগাত গুরুতর ৷ ফলে এর বড়রকম চিকিৎসা করতে হবে। ঘটনার পর সেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এর আগে 2021 সালে বিধানসভা ভোটে এই শীতলকুচিতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছিল এক ভোটারের ৷ লোকসভা ভোটেও এখানে ফের উত্তেজনা ছড়াল ৷ এবার ভোটার আক্রান্ত হওয়ার ঘটনার জেরে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷

অন্যদিকে, ওই এলাকার ভোটারদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ভয়ের পরিবেশ কায়েম করতে চাইছে ৷ এমনকী ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ বাড়ি থেকে বেরোতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ এলাকার ভোটারদের ৷

আরও পড়ুন

পরিবারের 11 জনের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন 87 বছরের পুতুল

বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ

Last Updated : Apr 19, 2024, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.