ETV Bharat / state

রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়, নতুন দায়িত্বে রাজীব কুমার - Vivek Sahay becomes the new DG

WB Police New DG: রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা আসার কয়েকঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে গেল রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের নাম ৷ রাজ্য পুলিসের নতুন ডিজি হলেন বিবেক সহায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 4:41 PM IST

Updated : Mar 18, 2024, 6:27 PM IST

কলকাতা, 18 মার্চ: রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা আসার কয়েকঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে গেল রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের নাম ৷ রাজ্য পুলিসের নতুন ডিজি হলেন বিবেক সহায় ৷ রাজীব কুমারকে অপসারণের পর রাজ্যের কাছে নয়া ডিজি হিসেবে কয়েকজনের নাম চেয়ে পাঠানো হয় কমিশনের তরফে ৷ রাজ্যের তরফে বিবেক সহায়ের সঙ্গেই সঞ্জয় মুখোপাধ্যায় ও রণবীর কুমারের নাম প্রস্তাব করা হয় বলে সূত্রের খবর ৷ শেষমেশ ডিজি হিসেবে বেছে নেওয়া হল বিবেক সহায়কে ৷ সবমিলিয়ে রাজীব কুমারের পরবর্তী রাজ্য পুলিশের শীর্ষ পদে এলেন বিবেক সহায় ৷

রাজীব কুমারকে দেওয়া হল তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিকস দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব ৷ নয়া ডিজি বিবেক সহায়ের সঙ্গে বাংলার কানেকশন এই প্রথম নয় ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে (এডিজি সিকিউরিটি) ছিলেন বিবেক সহায় ৷ কিন্তু নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর পা ভেঙে যাওয়ার ঘটনায় পদোবনতি হয় 1988 ব্যাচের এই আইপিএসের ৷

WB Police New DG
রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়

রাজীব কুমারের অপসারণের পর এদিন বিকেল 5টার মধ্যে পরবর্তী রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজ্যের কাছে নাম চেয়ে পাঠায় ৷ সেইমতোই বিবেক সহায়-সহ 3 জনের নাম পাঠানো হয় ৷ এর মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নিতে কমিশন বিশেষ কালবিলম্ব করেনি ৷

লোকসভা নির্বাচনের ঠিক আগে সোমবার দুপুরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা জারি হয় নির্বাচন কমিশনের তরফে ৷ পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়। অপসারণ করা হয় মিজোরাম ও হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

কলকাতা, 18 মার্চ: রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা আসার কয়েকঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে গেল রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের নাম ৷ রাজ্য পুলিসের নতুন ডিজি হলেন বিবেক সহায় ৷ রাজীব কুমারকে অপসারণের পর রাজ্যের কাছে নয়া ডিজি হিসেবে কয়েকজনের নাম চেয়ে পাঠানো হয় কমিশনের তরফে ৷ রাজ্যের তরফে বিবেক সহায়ের সঙ্গেই সঞ্জয় মুখোপাধ্যায় ও রণবীর কুমারের নাম প্রস্তাব করা হয় বলে সূত্রের খবর ৷ শেষমেশ ডিজি হিসেবে বেছে নেওয়া হল বিবেক সহায়কে ৷ সবমিলিয়ে রাজীব কুমারের পরবর্তী রাজ্য পুলিশের শীর্ষ পদে এলেন বিবেক সহায় ৷

রাজীব কুমারকে দেওয়া হল তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিকস দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব ৷ নয়া ডিজি বিবেক সহায়ের সঙ্গে বাংলার কানেকশন এই প্রথম নয় ৷ 2021 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে (এডিজি সিকিউরিটি) ছিলেন বিবেক সহায় ৷ কিন্তু নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর পা ভেঙে যাওয়ার ঘটনায় পদোবনতি হয় 1988 ব্যাচের এই আইপিএসের ৷

WB Police New DG
রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল বিবেক সহায়

রাজীব কুমারের অপসারণের পর এদিন বিকেল 5টার মধ্যে পরবর্তী রাজ্য পুলিশের ডিজি হিসেবে রাজ্যের কাছে নাম চেয়ে পাঠায় ৷ সেইমতোই বিবেক সহায়-সহ 3 জনের নাম পাঠানো হয় ৷ এর মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নিতে কমিশন বিশেষ কালবিলম্ব করেনি ৷

লোকসভা নির্বাচনের ঠিক আগে সোমবার দুপুরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অপসারণের নির্দেশিকা জারি হয় নির্বাচন কমিশনের তরফে ৷ পাশাপাশি গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়। অপসারণ করা হয় মিজোরাম ও হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Last Updated : Mar 18, 2024, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.