ETV Bharat / state

পরীক্ষা দিতে বাধা, তীব্র দাবদাহেই অবস্থান বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর - Visva Bharati University - VISVA BHARATI UNIVERSITY

Visva Bharati: বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র-সহ ওড়িশার এক ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ায় তাঁরা বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:07 PM IST

Updated : Apr 5, 2024, 7:46 PM IST

অবস্থান বিক্ষোভ বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর

বোলপুর, 5 এপ্রিল: পরীক্ষায় বসতে না-দেওয়ার অভিযোগে অবস্থানে বসলেন বিশ্বভারতীর এক দৃষ্টিহীন ছাত্র-সহ ওড়িশার এক ছাত্রী ৷ প্রচণ্ড দাবদাহের মধ্যেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার হাতে সকাল থেকে অবস্থানে বসেছেন তাঁরা ৷ প্রসঙ্গত, পর্যাপ্ত উপস্থিতি না থাকার দরুণ তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি । কিন্তু, পড়ুয়াদের দাবি, তাঁদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, তা সত্ত্বেও তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷

বিশ্বভারতীর শিক্ষা বিভাগের এমএড প্রথম সিমেস্টারের পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র ৷ হুগলির বাসিন্দা সৌরভ দৃষ্টিহীন । বিশ্বভারতীর বিনয়ভবন ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন ৷ একই ভাবে ওড়িশার বাসিন্দা মৌসুমাও বিনয়ভবন ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করেন ৷

20 মার্চ থেকে বিশ্বভারতীতে পরীক্ষা শুরু হয়েছে । আট এপ্রিল পর্যন্ত চলবে ৷ অভিযোগ, দৃষ্টিহীন ছাত্র-সহ ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না । তাই এ দিন তীব্র দাবদাহ উপেক্ষা করেই হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন দুই পড়ুয়া ৷

তাঁরা জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণ দেখিয়ে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ এই মর্মে পড়ুয়াদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারপরেও এখনও পর্যন্ত তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ।

পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র বলেন, "আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, উপস্থিতি না-থাকার কারণ দেখিয়ে ৷ কিন্তু, আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের উপস্থিতি নেই সেটা দেখান ৷ এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও উত্তর দিচ্ছে না ৷ এভাবে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে । ইচ্ছাকৃত ভাবে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ ওদের টেকনিক্যাল ভুলের জন্য হয়েছে ।"

যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতীর 'নাইট-স্টে' মেসেজ কাণ্ডে অভিযুক্ত অধ্যাপকের ঘরে তালা, বিক্ষোভ পড়ুয়াদের
  2. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
  3. কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীন গাছগুলি কাটা হচ্ছে নির্বিচারে, সরব ঠাকুর পরিবার

অবস্থান বিক্ষোভ বিশ্বভারতীর দৃষ্টিহীন ছাত্র ও ওড়িশার ছাত্রীর

বোলপুর, 5 এপ্রিল: পরীক্ষায় বসতে না-দেওয়ার অভিযোগে অবস্থানে বসলেন বিশ্বভারতীর এক দৃষ্টিহীন ছাত্র-সহ ওড়িশার এক ছাত্রী ৷ প্রচণ্ড দাবদাহের মধ্যেই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার হাতে সকাল থেকে অবস্থানে বসেছেন তাঁরা ৷ প্রসঙ্গত, পর্যাপ্ত উপস্থিতি না থাকার দরুণ তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি । কিন্তু, পড়ুয়াদের দাবি, তাঁদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে, তা সত্ত্বেও তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷

বিশ্বভারতীর শিক্ষা বিভাগের এমএড প্রথম সিমেস্টারের পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র ৷ হুগলির বাসিন্দা সৌরভ দৃষ্টিহীন । বিশ্বভারতীর বিনয়ভবন ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন ৷ একই ভাবে ওড়িশার বাসিন্দা মৌসুমাও বিনয়ভবন ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করেন ৷

20 মার্চ থেকে বিশ্বভারতীতে পরীক্ষা শুরু হয়েছে । আট এপ্রিল পর্যন্ত চলবে ৷ অভিযোগ, দৃষ্টিহীন ছাত্র-সহ ওই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না । তাই এ দিন তীব্র দাবদাহ উপেক্ষা করেই হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন দুই পড়ুয়া ৷

তাঁরা জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণ দেখিয়ে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ এই মর্মে পড়ুয়াদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । তারপরেও এখনও পর্যন্ত তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ।

পড়ুয়া সৌরভ পান ও মৌসুমী পাত্র বলেন, "আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না, উপস্থিতি না-থাকার কারণ দেখিয়ে ৷ কিন্তু, আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের উপস্থিতি নেই সেটা দেখান ৷ এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও উত্তর দিচ্ছে না ৷ এভাবে আমাদের এক বছর নষ্ট হয়ে যাবে । ইচ্ছাকৃত ভাবে আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না ৷ ওদের টেকনিক্যাল ভুলের জন্য হয়েছে ।"

যদিও, এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ।

আরও পড়ুন:

  1. বিশ্বভারতীর 'নাইট-স্টে' মেসেজ কাণ্ডে অভিযুক্ত অধ্যাপকের ঘরে তালা, বিক্ষোভ পড়ুয়াদের
  2. শান্তিনিকেতনে এবারও হচ্ছে না বসন্তোৎসব, মনখারাপ বিশ্বভারতীর পড়ুয়াদের
  3. কবিগুরুর শান্তিনিকেতনে প্রাচীন গাছগুলি কাটা হচ্ছে নির্বিচারে, সরব ঠাকুর পরিবার
Last Updated : Apr 5, 2024, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.