জলপাইগুড়ি, 17 ফেব্রুয়ারি: নামে কী আসে যায়! ইংরেজ মহাকবি শেক্সপিয়র সেই কবে একথা বলে গিয়েছিলেন ৷ তবে সব তত্ত্বকথা খারিজ করে আদালতে পৌঁছল সিংহী সীতা ৷ এদিকে সামনেই দেশে লোকসভা ভোট ৷ তার আগে পশুর নাম নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর সেই জল গড়াল আদালতে ৷
সদ্য 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসেছে সিংহ আকবর এবং এক সিংহী ৷ তার নাম সীতা ৷ তবে হিন্দু পুরাণ অনুযায়ী রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা ৷ তাঁরা দু'জনেই দেব-দেবী হিসেবে পূজিত হন ৷ তাই সিংহীর নামকরণ দেবী নামে কেন ? এ নিয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এমনকী রাজনৈতিক দলও ৷ আর এই বিষয়টি নিয়ে শুক্রবার সরাসরি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি ৷ সার্কিট বেঞ্চে আগামী 20 ফেব্রুয়ারি মামলা শুনানি ।
বিএইচপির অভিযোগ, জলপাইগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহীর নাম 'সীতা' রাখা হয়েছে ৷ এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে ৷ অবিলম্বে এই নাম পরিবর্তন করতে হবে ৷ পাশাপাশি অন্য কোনও প্রাণীর নাম যাতে হিন্দু দেব-দেবীর নামে না হয়, তারও আবেদন করা হয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷
বিএইচপির আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, "ত্রিপুরা থেকে যে সিংহ দু'টি আনা হয়েছে, তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যানথেরা লিও মেল ও ফিমেল ৷ পাশাপাশি তাদের সিংহ ও সিংহী দু'টির আইডি নম্বরও দেওয়া ছিল ৷ কিন্তু ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আসার পর বৈজ্ঞানিক নাম না দিয়ে সিংহ ও সিংহীর হাউজ নেম দেওয়া হয় আকবর ও সীতা ৷ তাই বিশ্ব হিন্দু পরিষদের থেকে 'সীতা' নাম পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে ৷ আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি ৷"
কী বলছে বন দফতর ? নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন একটি চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায়, তখন তার নাম বলে আর কিছু থাকে না ৷ এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম ৷ তাই তাদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হবে ৷ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা শুধু এরাজ্যে নয়, সব রাজ্যের চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে তিনি ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির নামকরণ করেন ৷"
এদিকে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, "বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম রাখা হয়েছে সীতা ৷ সিংহের নাম দেওয়া হয়েছে আকবর ৷ সীতা নাম দেওয়ায় আমরা মনে করছি এতে আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে ৷ এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে ৷ তাই আমরা আদালতের দারস্থ হয়েছি ৷
আরও পড়ুন: