ETV Bharat / state

সিংহীর নাম 'সীতা' কেন, আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ - বেঙ্গল সাফারিতে সিংহ সীতা

Akbar-Sita Lion couple Name row: সিংহীর নাম 'সীতা' ৷ পশুরাজের নাম হিন্দু ধর্মের দেবীর নামে ৷ তাই সিংহের নাম নিয়ে বিতর্কের জল গড়াল আদালতে ৷ নামের পরিবর্তন চেয়ে আদালতে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ ৷

ETV Bharat
সিংহীর নাম নিয়ে আদালতে মামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 1:47 PM IST

ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে আসা সিংহী সীতার নাম নিয়ে আদালতের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ

জলপাইগুড়ি, 17 ফেব্রুয়ারি: নামে কী আসে যায়! ইংরেজ মহাকবি শেক্সপিয়র সেই কবে একথা বলে গিয়েছিলেন ৷ তবে সব তত্ত্বকথা খারিজ করে আদালতে পৌঁছল সিংহী সীতা ৷ এদিকে সামনেই দেশে লোকসভা ভোট ৷ তার আগে পশুর নাম নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর সেই জল গড়াল আদালতে ৷

সদ্য 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসেছে সিংহ আকবর এবং এক সিংহী ৷ তার নাম সীতা ৷ তবে হিন্দু পুরাণ অনুযায়ী রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা ৷ তাঁরা দু'জনেই দেব-দেবী হিসেবে পূজিত হন ৷ তাই সিংহীর নামকরণ দেবী নামে কেন ? এ নিয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এমনকী রাজনৈতিক দলও ৷ আর এই বিষয়টি নিয়ে শুক্রবার সরাসরি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি ৷ সার্কিট বেঞ্চে আগামী 20 ফেব্রুয়ারি মামলা শুনানি ।

বিএইচপির অভিযোগ, জলপাইগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহীর নাম 'সীতা' রাখা হয়েছে ৷ এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে ৷ অবিলম্বে এই নাম পরিবর্তন করতে হবে ৷ পাশাপাশি অন্য কোনও প্রাণীর নাম যাতে হিন্দু দেব-দেবীর নামে না হয়, তারও আবেদন করা হয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷

বিএইচপির আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, "ত্রিপুরা থেকে যে সিংহ দু'টি আনা হয়েছে, তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যানথেরা লিও মেল ও ফিমেল ৷ পাশাপাশি তাদের সিংহ ও সিংহী দু'টির আইডি নম্বরও দেওয়া ছিল ৷ কিন্তু ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আসার পর বৈজ্ঞানিক নাম না দিয়ে সিংহ ও সিংহীর হাউজ নেম দেওয়া হয় আকবর ও সীতা ৷ তাই বিশ্ব হিন্দু পরিষদের থেকে 'সীতা' নাম পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে ৷ আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি ৷"

কী বলছে বন দফতর ? নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন একটি চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায়, তখন তার নাম বলে আর কিছু থাকে না ৷ এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম ৷ তাই তাদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হবে ৷ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা শুধু এরাজ্যে নয়, সব রাজ্যের চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে তিনি ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির নামকরণ করেন ৷"

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, "বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম রাখা হয়েছে সীতা ৷ সিংহের নাম দেওয়া হয়েছে আকবর ৷ সীতা নাম দেওয়ায় আমরা মনে করছি এতে আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে ৷ এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে ৷ তাই আমরা আদালতের দারস্থ হয়েছি ৷

আরও পড়ুন:

  1. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে ?
  2. আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার
  3. অনিয়মের অভিযোগ, মেয়াদ শেষের আগেই বদলি বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর

ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারিতে আসা সিংহী সীতার নাম নিয়ে আদালতের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ

জলপাইগুড়ি, 17 ফেব্রুয়ারি: নামে কী আসে যায়! ইংরেজ মহাকবি শেক্সপিয়র সেই কবে একথা বলে গিয়েছিলেন ৷ তবে সব তত্ত্বকথা খারিজ করে আদালতে পৌঁছল সিংহী সীতা ৷ এদিকে সামনেই দেশে লোকসভা ভোট ৷ তার আগে পশুর নাম নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে ৷ আর সেই জল গড়াল আদালতে ৷

সদ্য 12 ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এসেছে সিংহ আকবর এবং এক সিংহী ৷ তার নাম সীতা ৷ তবে হিন্দু পুরাণ অনুযায়ী রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা ৷ তাঁরা দু'জনেই দেব-দেবী হিসেবে পূজিত হন ৷ তাই সিংহীর নামকরণ দেবী নামে কেন ? এ নিয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা এমনকী রাজনৈতিক দলও ৷ আর এই বিষয়টি নিয়ে শুক্রবার সরাসরি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি ৷ সার্কিট বেঞ্চে আগামী 20 ফেব্রুয়ারি মামলা শুনানি ।

বিএইচপির অভিযোগ, জলপাইগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ত্রিপুরা থেকে আনা সিংহীর নাম 'সীতা' রাখা হয়েছে ৷ এতে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানা হয়েছে ৷ অবিলম্বে এই নাম পরিবর্তন করতে হবে ৷ পাশাপাশি অন্য কোনও প্রাণীর নাম যাতে হিন্দু দেব-দেবীর নামে না হয়, তারও আবেদন করা হয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৷

বিএইচপির আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, "ত্রিপুরা থেকে যে সিংহ দু'টি আনা হয়েছে, তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যানথেরা লিও মেল ও ফিমেল ৷ পাশাপাশি তাদের সিংহ ও সিংহী দু'টির আইডি নম্বরও দেওয়া ছিল ৷ কিন্তু ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আসার পর বৈজ্ঞানিক নাম না দিয়ে সিংহ ও সিংহীর হাউজ নেম দেওয়া হয় আকবর ও সীতা ৷ তাই বিশ্ব হিন্দু পরিষদের থেকে 'সীতা' নাম পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে ৷ আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি ৷"

কী বলছে বন দফতর ? নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বন দফতরের এক আধিকারিক বলেন, "যখন একটি চিড়িয়াখানা থেকে কোনও প্রাণী অন্য চিড়িয়াখানায় যায়, তখন তার নাম বলে আর কিছু থাকে না ৷ এক্ষেত্রেও ত্রিপুরা থেকে আসা ওই সিংহ দম্পতি এখন বেনাম ৷ তাই তাদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হবে ৷ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা শুধু এরাজ্যে নয়, সব রাজ্যের চিড়িয়াখানার ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো দুর্ভাগ্যজনক ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব পাঠানো হয়েছে, যাতে তিনি ত্রিপুরা থেকে আসা সিংহ দম্পত্তির নামকরণ করেন ৷"

এদিকে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, "বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম রাখা হয়েছে সীতা ৷ সিংহের নাম দেওয়া হয়েছে আকবর ৷ সীতা নাম দেওয়ায় আমরা মনে করছি এতে আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে ৷ এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে ৷ তাই আমরা আদালতের দারস্থ হয়েছি ৷

আরও পড়ুন:

  1. প্রতীক্ষা শেষ! বেঙ্গল সাফারিতে এল 'আকবর', সঙ্গে আর কে কে ?
  2. আকবর-সীতা সিংহ দম্পতির নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার
  3. অনিয়মের অভিযোগ, মেয়াদ শেষের আগেই বদলি বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.