ETV Bharat / state

প্রেম-প্রতারণায় অভিযুক্ত যুবকের আত্মহত্যার চেষ্টা, বিধবাকে বেধরক মারধরের ভিডিয়ো ভাইরাল - Woman Beaten Viral Video - WOMAN BEATEN VIRAL VIDEO

Cooch Behar News: বিধবা মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গালিগালাজ ও মারধর ! কি এমন দোষ ছিল তাঁর ? কোচবিহারের তুফানগঞ্জের বিস্তারিত ঘটনা জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন ৷

Cooch Behar News
নির্যাতিতা মহিলা (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 5:25 PM IST

তুফানগঞ্জ, 4 অগস্ট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক ৷ সেই সূত্রে প্রায়ই ওই মহিলার কাছ থেকে টাকা নিত অভিযুক্ত যুবক ৷ তার মাঝেই একদিন ঝামেলা হয় দু'জনের ৷ তারপর থেকে মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত ৷ এর মধ্যে মহিলা খবর পান, ওই যুবক অন্যত্র বিয়ে করতে চলেছে ৷ বিষয়টি জানতে পেরে যুবককে দেওয়া টাকা ফোন করে ফেরত চান ওই মহিলা ৷ এর পরই ওই মহিলাকে বাড়িতে ডেকে পাঠায় যুবক ৷ স্থানীয় সূত্রে খবর, মহিলাকে বাড়িতে বসিয়ে রেখে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক ৷ এর পরই যুবকের বাড়ির লোকজন ওই মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর শুরু করে ৷ শনিবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট থানা এলাকায় ৷

মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর কোচবিহারের গ্রামে (ইটিভি ভারত)

খুঁটিতে বেঁধে মারধরের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এদিকে ঘটনার পর বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা । অভিযোগ দায়ের হতেই মারধরের ঘটনায় অভিযুক্তরা পলাতক । ওই নির্যাতিতার কথায়, "ও আমাকে বিয়ে করবে বলে গত এক বছরেরও বেশি সময় ধরে মিশছিল । একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে । মাঝেমাঝে আমার কাছে টাকাও নিত । এখন শুনছি ও অন্য কোথাও বিয়ে করবে । তাই আমার দেওয়া টাকা চাইতে ওর বাড়ি গিয়েছিলাম ৷ তখনই ও বিষ খায় । এরপরই ওর বাড়ির লোকজন আমাকে বিদ্যুতের খুঁটিতে বেধে মারধর করে । এরপর এক বৃদ্ধ বাধা দান ও পরামর্শে ওর বাড়ির লোক আমায় ছেড়ে দেয় ৷"

অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ । এই বিষয়ে তুফানগঞ্জের এসডিপিও বৈভব বাঙার জানান, অভিযোগ জমা পড়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামী বছরখানেক আগে মারা যান । তাঁর দুটি সন্তান আছে । ওই বিধবা মহিলার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয় । দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে । এমনকি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক সহবাসও করে বলে অভিযোগ । সম্প্রতি ওই যুবক বিয়ে করতে অস্বীকার করায় তার বাড়িতে টাকা চাইতে যান ওই বিধবা ৷ এর পরই বিষপান করে অভিযুক্ত যুবক । তার পরই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারধর করে যুবকের বাড়ির লোকজন । যদিও পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই মহিলাকে উদ্ধার করে । ঘটনায় নির্যাতিতা মহিলা বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ।

তুফানগঞ্জ, 4 অগস্ট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিধবা মহিলার সঙ্গে সম্পর্ক ৷ সেই সূত্রে প্রায়ই ওই মহিলার কাছ থেকে টাকা নিত অভিযুক্ত যুবক ৷ তার মাঝেই একদিন ঝামেলা হয় দু'জনের ৷ তারপর থেকে মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত ৷ এর মধ্যে মহিলা খবর পান, ওই যুবক অন্যত্র বিয়ে করতে চলেছে ৷ বিষয়টি জানতে পেরে যুবককে দেওয়া টাকা ফোন করে ফেরত চান ওই মহিলা ৷ এর পরই ওই মহিলাকে বাড়িতে ডেকে পাঠায় যুবক ৷ স্থানীয় সূত্রে খবর, মহিলাকে বাড়িতে বসিয়ে রেখে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক ৷ এর পরই যুবকের বাড়ির লোকজন ওই মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর শুরু করে ৷ শনিবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট থানা এলাকায় ৷

মহিলাকে খুঁটিতে বেঁধে মারধর কোচবিহারের গ্রামে (ইটিভি ভারত)

খুঁটিতে বেঁধে মারধরের সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । এদিকে ঘটনার পর বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা । অভিযোগ দায়ের হতেই মারধরের ঘটনায় অভিযুক্তরা পলাতক । ওই নির্যাতিতার কথায়, "ও আমাকে বিয়ে করবে বলে গত এক বছরেরও বেশি সময় ধরে মিশছিল । একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে । মাঝেমাঝে আমার কাছে টাকাও নিত । এখন শুনছি ও অন্য কোথাও বিয়ে করবে । তাই আমার দেওয়া টাকা চাইতে ওর বাড়ি গিয়েছিলাম ৷ তখনই ও বিষ খায় । এরপরই ওর বাড়ির লোকজন আমাকে বিদ্যুতের খুঁটিতে বেধে মারধর করে । এরপর এক বৃদ্ধ বাধা দান ও পরামর্শে ওর বাড়ির লোক আমায় ছেড়ে দেয় ৷"

অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ । এই বিষয়ে তুফানগঞ্জের এসডিপিও বৈভব বাঙার জানান, অভিযোগ জমা পড়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামী বছরখানেক আগে মারা যান । তাঁর দুটি সন্তান আছে । ওই বিধবা মহিলার সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয় । দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে । এমনকি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক সহবাসও করে বলে অভিযোগ । সম্প্রতি ওই যুবক বিয়ে করতে অস্বীকার করায় তার বাড়িতে টাকা চাইতে যান ওই বিধবা ৷ এর পরই বিষপান করে অভিযুক্ত যুবক । তার পরই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারধর করে যুবকের বাড়ির লোকজন । যদিও পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই মহিলাকে উদ্ধার করে । ঘটনায় নির্যাতিতা মহিলা বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.