ETV Bharat / state

আরজি করের সেমিনার রুমে একাধিক ব্যক্তি, ভাইরাল নির্যাতিতার দেহ উদ্ধারের দিনের ভিডিয়ো - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: গত 9 অগস্ট আরজি কর হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় ৷ যেখান থেকে দেহ উদ্ধার হয়, সেই সেমিনার রুমে একাধিক ব্যক্তির উপস্থিতি সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ বারবার অভিযোগ উঠেছে, সেমিনার রুমে দেহ রাখা অবস্থায় অনেকে সেখানে উপস্থিত হন এবং বৈঠক করেন। ইটিভি ভারত এই ভিডিওর সত্যতা যাচাই করে নি।

RG KAR DOCTOR RAPE AND MURDER
আরজি কর হাসপাতাল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 5:04 PM IST

Updated : Aug 26, 2024, 10:31 PM IST

কলকাতা, 26 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়ার দেহ জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে পাওয়া গিয়েছিল ৷ কিন্তু সেখানে দেহ রেখে দিয়েই একাধিক ব্যক্তি বৈঠক করেছিলেন গত কয়েকদিনে বারবার অভিযোগ উঠেছে ৷ এবার গত 9 অগস্ট সকালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োতে অনেককে দেখা যাচ্ছে ৷ প্রশ্ন উঠেছে, ঘটনার পর ওই সেমিনার রুমে কী হচ্ছিল ?

আরজি করের সেমিনার রুমে একাধিক ব্যক্তি, ভাইরাল নির্যাতিতার দেহ উদ্ধারের দিনের ভিডিয়ো (ইটিভি ভারত)

কারণ, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের ভিতর রয়েছেন বহু মানুষ । তাঁদের মধ্যে রয়েছেন দেবাশিস সোম । যাকে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে বসতে হচ্ছে । এছাড়াও রয়েছেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায় এবং আইনজীবী শান্তনু দে ৷ তাঁরা সেদিন ওখানে কেন ছিলেন, সেই প্রশ্নই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এছাড়াও ওই ঘটনা ঘটার পর পুলিশ কেন ঘটনাস্থল সিল করল না, এই ভিডিয়ো দেখার পর সেই প্রশ্নও তুলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা । জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "ওটাই ক্রাইম স্পট । তাহলে ওই দিন অতজন মানুষ মিলে ওখানে কী করছিলেন ? ওখানে অনেক চিকিৎসকই যেতে পারেন ৷ কিন্তু কেন যাবেন ? কোথাও কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল ? এই বিষয়গুলোকে অতিঅবশ্যই তদন্তের মধ্যে আনা উচিত । এমনকি এই ভিডিয়োটাও খতিয়ে দেখা উচিত ।"

যদিও এর আগে ইটিভি ভারতের কাছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিশ্বাস বৈঠকের কথা জানিয়েছেন । তিনি জানিয়েছিলেন, ওই দিন ঘটনা ঘটার পরে সেমিনার রুমে সন্দীপ ঘোষ-সহ আরও কিছুজন মিলে একটি বৈঠক করা হয়েছিল । এমনকি তাঁর দাবি ছিল, ওই বৈঠক করার জন্যই নির্যাতিতার দেহ মা-বাবাকে দেরিতে দেখতে দেওয়া হয়েছিল ।

কিন্তু এবার আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, প্রায় 20-30 জনের বেশি দেখা যাচ্ছে সেখানে । তাহলে বাবা-মাকে কেন দেরিতে দেখতে দেওয়া হল ? কী ঘটছিল ওখানে ?

কলকাতা, 26 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়ার দেহ জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে পাওয়া গিয়েছিল ৷ কিন্তু সেখানে দেহ রেখে দিয়েই একাধিক ব্যক্তি বৈঠক করেছিলেন গত কয়েকদিনে বারবার অভিযোগ উঠেছে ৷ এবার গত 9 অগস্ট সকালের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োতে অনেককে দেখা যাচ্ছে ৷ প্রশ্ন উঠেছে, ঘটনার পর ওই সেমিনার রুমে কী হচ্ছিল ?

আরজি করের সেমিনার রুমে একাধিক ব্যক্তি, ভাইরাল নির্যাতিতার দেহ উদ্ধারের দিনের ভিডিয়ো (ইটিভি ভারত)

কারণ, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের ভিতর রয়েছেন বহু মানুষ । তাঁদের মধ্যে রয়েছেন দেবাশিস সোম । যাকে একাধিকবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে বসতে হচ্ছে । এছাড়াও রয়েছেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিএ প্রসূন চট্টোপাধ্যায় এবং আইনজীবী শান্তনু দে ৷ তাঁরা সেদিন ওখানে কেন ছিলেন, সেই প্রশ্নই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

এছাড়াও ওই ঘটনা ঘটার পর পুলিশ কেন ঘটনাস্থল সিল করল না, এই ভিডিয়ো দেখার পর সেই প্রশ্নও তুলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা । জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "ওটাই ক্রাইম স্পট । তাহলে ওই দিন অতজন মানুষ মিলে ওখানে কী করছিলেন ? ওখানে অনেক চিকিৎসকই যেতে পারেন ৷ কিন্তু কেন যাবেন ? কোথাও কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল ? এই বিষয়গুলোকে অতিঅবশ্যই তদন্তের মধ্যে আনা উচিত । এমনকি এই ভিডিয়োটাও খতিয়ে দেখা উচিত ।"

যদিও এর আগে ইটিভি ভারতের কাছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিশ্বাস বৈঠকের কথা জানিয়েছেন । তিনি জানিয়েছিলেন, ওই দিন ঘটনা ঘটার পরে সেমিনার রুমে সন্দীপ ঘোষ-সহ আরও কিছুজন মিলে একটি বৈঠক করা হয়েছিল । এমনকি তাঁর দাবি ছিল, ওই বৈঠক করার জন্যই নির্যাতিতার দেহ মা-বাবাকে দেরিতে দেখতে দেওয়া হয়েছিল ।

কিন্তু এবার আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, প্রায় 20-30 জনের বেশি দেখা যাচ্ছে সেখানে । তাহলে বাবা-মাকে কেন দেরিতে দেখতে দেওয়া হল ? কী ঘটছিল ওখানে ?

Last Updated : Aug 26, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.