ETV Bharat / state

ভিডিয়োর পর এবার ভাইরাল অডিয়ো ক্লিপ! তিন রহস্যময়ের কন্ঠস্বরের কথোপকথনে সরগরম সন্দেশখালি - Sandeshkhali Viral Audio Clip - SANDESHKHALI VIRAL AUDIO CLIP

Sandeshkhali Viral Audio Clip: সম্প্রতি সন্দেশখালি নিয়ে কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ এবার সামনে এল একটি অডিয়ো ক্লিপ ৷ সেখানে সন্দেশখালির আন্দোলন নিয়ে এক মহিলা ও দুই পুরুষকণ্ঠের কথোপকথন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল ৷ বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ যদিও ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

Sandeshkhali
সন্দেশখালির আন্দোলনকারীরা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 12:47 PM IST

Updated : May 23, 2024, 10:08 PM IST

সন্দেশখালি, 23 মে: ভোটের আবহে আবারও চর্চায় সন্দেশখালি । স্টিং ভিডিয়ো-কাণ্ড বিতর্কের মধ্যেই এবার সামনে এসেছে অডিয়ো ক্লিপ । যেখানে একাধিক পুরুষ-মহিলার কন্ঠস্বর শোনা গিয়েছে । 'রেখা পাত্রের মুখের দাগ’ সংক্রান্ত কথাবার্তা থেকে শুরু করে সেই অডিয়ো ক্লিপে উঠে এসেছে, 'দরকার হলে কলাগাছ কেটে ফেলতে হবে, দাদা বলেছেন’ - এমন আরও অনেক কিছু । অডিয়ো ক্লিপে এসেছে বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নামও । তিন (সম্ভবত তিনই) কণ্ঠের এই কথোপোকথন কাদের মধ্যে ? সাজানো নয় তো ? এই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আবারও সরগরম সন্দেশখালি (ইটিভি ভারত)

তবে, এই নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন, এই অডিয়ো রেকর্ডিংয়ে যে মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে, তিনি স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের । শুভঙ্কর ও সুজয় মাস্টার বলে আরও দু'জনের নামও উল্লেখ করেছেন সুকুমার । তবে, মাম্পি-সহ সন্দেশখালির একাধিক বিজেপির নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি । পরে সুজয় মণ্ডল নামে এক বিজেপি নেতা দাবি করেন, অডিয়োতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা তাঁর নয় ৷ তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে ৷ তিনি পালটা তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ৷

বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি । জমি জবর দখল, নারী নির্যাতনের একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে । যা ঘিরে প্রতিবাদের আগুন আছড়ে পড়েছিল সন্দেশখালির মাটিতে । আর নারী নির্যাতনের এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালায় বিজেপি । এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে সেখানে । মে মাসের শুরুতেই পরপর দু’টি ভিডিয়ো ভাইরাল হয় । সেই ভাইরাল ভিডিয়োকে পাল্টা তৃণমূল হাতিয়ার করে দাবি করতে শুরু করে, 'সমস্ত অভিযোগ বিজেপির সাজানো এবং পূর্বপরিকল্পিত’ ।

এর মধ্যেই আরেকটি অডিয়ো প্রকাশ্যে এল । যেখানে উঠে এসেছে কোনও এক প্রভাবশালী নেতার কথা । অডিয়ো-তে বলা হয়েছে, সেই দাদার নির্দেশ ছিল দরকার হলে কলাগাছ কেটে দাও । অর্থাৎ খুন করে দেওয়ার নির্দেশও ছিল । তবে এই কথাবার্তায় উল্লেখিত এই ‘দাদা’ কে, তা স্পষ্ট করে বলা নেই অডিয়ো-তে ।

পাশাপাশি কথাবার্তায় উঠে এসেছে, বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে দাগ কী করে হল, সেই প্রশ্নও । অডিয়ো বার্তায় বলা হয়েছে, কোনও এক দাদার নির্দেশে এটা নিয়ে নাটক হয়েছে । অডিয়ো-তে প্রশ্ন করা হয়েছে, মারধর-জমি আন্দোলনের মাঝে নারী নির্যাতন সংক্রান্ত আন্দোলন উঠল কী করে ? এই বিস্ফোরক অডিয়ো প্রকাশ্যে আসায় ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "সন্দেশখালিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তা পূর্বপরিকল্পিত । সেটা সামনে এসেছে । এখন সন্দেশখালির মানুষ বুঝুক । যেখানে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে খুন করার কথা বলা হয়েছে । আমরা প্রশাসনকে বলব, যারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করল । তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক জেলা প্রশাসন ।"

আরও পড়ুন:

  1. ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের
  2. মা-বোনেদের জন্য দুঃখিত! সন্দেশখালি যাবেন, জানালেন মমতা
  3. লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সন্দেশখালির মহিলারা ! কারণ নিয়ে ধোঁয়াশা

সন্দেশখালি, 23 মে: ভোটের আবহে আবারও চর্চায় সন্দেশখালি । স্টিং ভিডিয়ো-কাণ্ড বিতর্কের মধ্যেই এবার সামনে এসেছে অডিয়ো ক্লিপ । যেখানে একাধিক পুরুষ-মহিলার কন্ঠস্বর শোনা গিয়েছে । 'রেখা পাত্রের মুখের দাগ’ সংক্রান্ত কথাবার্তা থেকে শুরু করে সেই অডিয়ো ক্লিপে উঠে এসেছে, 'দরকার হলে কলাগাছ কেটে ফেলতে হবে, দাদা বলেছেন’ - এমন আরও অনেক কিছু । অডিয়ো ক্লিপে এসেছে বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নামও । তিন (সম্ভবত তিনই) কণ্ঠের এই কথোপোকথন কাদের মধ্যে ? সাজানো নয় তো ? এই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত‍্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

আবারও সরগরম সন্দেশখালি (ইটিভি ভারত)

তবে, এই নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন, এই অডিয়ো রেকর্ডিংয়ে যে মহিলার কণ্ঠ শোনা যাচ্ছে, তিনি স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের । শুভঙ্কর ও সুজয় মাস্টার বলে আরও দু'জনের নামও উল্লেখ করেছেন সুকুমার । তবে, মাম্পি-সহ সন্দেশখালির একাধিক বিজেপির নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি । পরে সুজয় মণ্ডল নামে এক বিজেপি নেতা দাবি করেন, অডিয়োতে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা তাঁর নয় ৷ তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে ৷ তিনি পালটা তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ৷

বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি । জমি জবর দখল, নারী নির্যাতনের একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে । যা ঘিরে প্রতিবাদের আগুন আছড়ে পড়েছিল সন্দেশখালির মাটিতে । আর নারী নির্যাতনের এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালায় বিজেপি । এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে সেখানে । মে মাসের শুরুতেই পরপর দু’টি ভিডিয়ো ভাইরাল হয় । সেই ভাইরাল ভিডিয়োকে পাল্টা তৃণমূল হাতিয়ার করে দাবি করতে শুরু করে, 'সমস্ত অভিযোগ বিজেপির সাজানো এবং পূর্বপরিকল্পিত’ ।

এর মধ্যেই আরেকটি অডিয়ো প্রকাশ্যে এল । যেখানে উঠে এসেছে কোনও এক প্রভাবশালী নেতার কথা । অডিয়ো-তে বলা হয়েছে, সেই দাদার নির্দেশ ছিল দরকার হলে কলাগাছ কেটে দাও । অর্থাৎ খুন করে দেওয়ার নির্দেশও ছিল । তবে এই কথাবার্তায় উল্লেখিত এই ‘দাদা’ কে, তা স্পষ্ট করে বলা নেই অডিয়ো-তে ।

পাশাপাশি কথাবার্তায় উঠে এসেছে, বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে দাগ কী করে হল, সেই প্রশ্নও । অডিয়ো বার্তায় বলা হয়েছে, কোনও এক দাদার নির্দেশে এটা নিয়ে নাটক হয়েছে । অডিয়ো-তে প্রশ্ন করা হয়েছে, মারধর-জমি আন্দোলনের মাঝে নারী নির্যাতন সংক্রান্ত আন্দোলন উঠল কী করে ? এই বিস্ফোরক অডিয়ো প্রকাশ্যে আসায় ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে ।

বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "সন্দেশখালিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তা পূর্বপরিকল্পিত । সেটা সামনে এসেছে । এখন সন্দেশখালির মানুষ বুঝুক । যেখানে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে খুন করার কথা বলা হয়েছে । আমরা প্রশাসনকে বলব, যারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করল । তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক জেলা প্রশাসন ।"

আরও পড়ুন:

  1. ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের
  2. মা-বোনেদের জন্য দুঃখিত! সন্দেশখালি যাবেন, জানালেন মমতা
  3. লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না সন্দেশখালির মহিলারা ! কারণ নিয়ে ধোঁয়াশা
Last Updated : May 23, 2024, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.