ETV Bharat / state

শিলাবতীর বাঁধ সারাইয়ের দাবিতে রাজ্য সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা - Shilabati River dam

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 2:12 PM IST

Villagers Protest in Daspur: দশ বছর ধরে বেহাল দশা শিলাবতী নদীর কালসবা বাঁধের ৷ একাধিক প্রশাসনীক মহলে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ এদিকে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে ৷ এই আবহে বাঁধ মেরামতির দাবিতে ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভ গ্রামবাসীদের ৷

Villagers Protest in Daspur
বাঁধ মেরামতের দাবিতে বিক্ষোভ (নিজস্ব চিত্র)

দাসপুর, 2 জুলাই: দীর্ঘদিন ধরে ভাঙা বাঁধের উপর দিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা ৷ যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । বর্ষাকালে বাড়ে আরও ভোগান্তি ৷ বর্ষার শুরুতে এবার বাঁধ মেরামতের দাবিতে পথে বসলেন গ্রামবাসীরা । রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন দাসপুরের রাজনগর এলাকার বাসিন্দারা ৷

রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, দীর্ঘ 10 বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসবা বাঁধ জীর্ণ অবস্থায় রয়েছে । এর ফলে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষকে । আবার বর্ষাকালে বর্ষায় নদীর জল বাড়লে এই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি গ্রামের । সমস্যার সমাধানের জন্য দাসপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দফত-সহ প্রশাসনিক বিভিন্ন দফতরে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ।

এমনকী, প্রশাসনিক দফতর থেকে এই ভাঙা নদী বাঁধ মেরামত করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় । কিন্তু দশ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি । আর ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় । ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মনে । মঙ্গলবার অবশেষে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । বেশ কয়েক ঘণ্টা এই অবরোধের ফলে তীব্র যানজটেত সৃষ্টি হয় রাজ্য সড়কের উপর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ । গ্রামবাসীদের সঙ্গে তাঁরা কথা বলে আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় ।

প্রসঙ্গত, বর্ষাকাল এলেই আতঙ্ক বাড়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় । সেখানে বেশিরভাগ এলাকায় বাঁশের সাঁকো, সেতু দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা । একইসঙ্গে রয়েছে ভাঙ্গা বাঁধ যা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করেন এলাকার হাজার হাজার গ্রামবাসী ও পড়ুয়ারা । তাঁরা চায়ছেন এই বিষয়ে এবারে নজর দিক সরকার ।

দাসপুর, 2 জুলাই: দীর্ঘদিন ধরে ভাঙা বাঁধের উপর দিয়ে যাতায়াত করছেন গ্রামবাসীরা ৷ যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে । বর্ষাকালে বাড়ে আরও ভোগান্তি ৷ বর্ষার শুরুতে এবার বাঁধ মেরামতের দাবিতে পথে বসলেন গ্রামবাসীরা । রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন দাসপুরের রাজনগর এলাকার বাসিন্দারা ৷

রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, দীর্ঘ 10 বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসবা বাঁধ জীর্ণ অবস্থায় রয়েছে । এর ফলে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষকে । আবার বর্ষাকালে বর্ষায় নদীর জল বাড়লে এই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি গ্রামের । সমস্যার সমাধানের জন্য দাসপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দফত-সহ প্রশাসনিক বিভিন্ন দফতরে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা ।

এমনকী, প্রশাসনিক দফতর থেকে এই ভাঙা নদী বাঁধ মেরামত করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় । কিন্তু দশ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি । আর ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় । ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আতঙ্ক দেখা দিয়েছে গ্রামবাসীদের মনে । মঙ্গলবার অবশেষে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । বেশ কয়েক ঘণ্টা এই অবরোধের ফলে তীব্র যানজটেত সৃষ্টি হয় রাজ্য সড়কের উপর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ । গ্রামবাসীদের সঙ্গে তাঁরা কথা বলে আশ্বাস দেওয়ার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয় ।

প্রসঙ্গত, বর্ষাকাল এলেই আতঙ্ক বাড়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় । সেখানে বেশিরভাগ এলাকায় বাঁশের সাঁকো, সেতু দিয়ে যাতায়াত করেন গ্রামবাসীরা । একইসঙ্গে রয়েছে ভাঙ্গা বাঁধ যা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করেন এলাকার হাজার হাজার গ্রামবাসী ও পড়ুয়ারা । তাঁরা চায়ছেন এই বিষয়ে এবারে নজর দিক সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.