হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 28 ডিসেম্বর: সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঝাঁ চকচকে হাসপাতাল ভবন ৷ প্রয়োজনীয় শয্যা, জল ও বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে ৷ কিন্তু, গ্রামের গরিব মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই বলে অভিযোগ ৷ তার জায়গায় হাসপাতালের কম্পাউন্ডার রোগী দেখেন ৷ তিনিই ওষুধপথ্য লিখে দেন ৷
উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার হাল ফেরাতে শনিবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ ৷ স্বাস্থ্যকেন্দ্রের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন গ্রামের বৃদ্ধ এবং মহিলারা ৷ আর তারপরেই নড়েচড়ে বসেছে বসিরহাট স্বাস্থ্যজেলার আধিকারিকরা ৷ দ্রুত সেখানে চিকিৎসক নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে ৷
সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওই প্রান্তিক এলাকার মানুষজনের একমাত্র ভরসা ৷ অভিযোগ, ঘূর্ণঝড় আয়লার পর থেকেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ক্রমশ খারাপ হতে থাকে ৷ বর্তমানে সেখানে স্থায়ী কোনও চিকিৎসক নেই ৷ বদলে একজন কম্পাউন্ডার দিয়ে কোনোরকমে টিকে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি ৷ তাও সপ্তাহে একদিন একঘণ্টা করে রোগী দেখে ফিরে যান তিনি ৷
কিন্তু, কম্পাউন্ডার কীভাবে চিকিৎসা বা রোগ নির্ণয় করতে পারেন ! গ্রামবাসীদের অভিযোগ, এভাবেই দিনের পর দিন চলছে ৷ আর বাড়বাড়ন্ত কিছু হলে মৃত্যু ছাড়া গতি নেই ৷ রাত-বিরেতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসক থাকে না ৷ আর বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রোগী মারা যান বলে অভিযোগ ৷ তাও সেখানে যেতে হয় নদী পেরিয়ে ৷ গ্রামের অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে ৷ রাতে প্রসব যন্ত্রণা উঠলে দূরের হাসপাতালে নিয়ে যেতে হয় ৷
![HEALTH CENTER RUN WITHOUT DOCTOR](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-12-2024/23210014_agi_aspera.jpg)
বহুবার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ স্থানীয় বাসিন্দা নিরাপদ মণ্ডল বলেন, "প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আমলে সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে উঠেছিল ৷ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠার জন্য শচীন্দ্র রায় মণ্ডল নামে এক বাসিন্দা একসময় ছয় বিঘা জমি দান করেছিলেন ৷ সেই জমিতেই গড়ে উঠেছে সাহেবখালি স্বাস্থ্যকেন্দ্রটি ৷"
আরেক গ্রামবাসী মিহিরকান্তি মণ্ডল বলেন, "প্রথমদিকে ঠিকঠিকভাবেই চিকিৎসা পাওয়া যেত ৷ কিন্তু, আয়লার পর থেকে সেই চিকিৎসা আর মিলছে না এখানে ৷ কয়েক বছর ধরে স্থায়ী কোনও চিকিৎসক নেই এই স্বাস্থ্যকেন্দ্রে ৷ একজন কম্পাউন্ডার দিয়েই কোনোরকমে চলছে স্বাস্থ্য কেন্দ্র ৷ আমরা চাই, আগের মতো সু-চিকিৎসা হোক এখানে ৷"
![Health Center Run Without Doctor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-12-2024/wb-n24-01-compunderinsteadofdoctorsvisitpatientsbysahebkhaliprimaryhealthcentre-vis-byte-raju-10009_28122024134938_2812f_1735373978_461.jpg)
অনিতা মিস্ত্রি নামে আরেক বাসিন্দা বলেন, "নামেই সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৷ আসলে সেখানে দিনের বেলা এখন গরু চরে বেড়ায় ৷ রাতে সেখানে অসামাজিক কাজকর্ম বাড়ে ৷ আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব সরকার এই স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসকের ব্যবস্থা করুক ৷"
বিষয়টি নিয়ে বসিরহাট স্বাস্থ্যজেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. শ্যামলকুমার বিশ্বাস বলেন, "সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামোগত কোনও সমস্যা নেই ৷ আছে শুধু স্থায়ী চিকিৎসকের সমস্যা ৷ আমরা ইতিমধ্যে স্থায়ী চিকিৎসক চেয়ে স্বাস্থ্য দফতরে আবেদন করেছি ৷ আশা করা যায়, দ্রুত চিকিৎসকের সমস্যা মিটে যাবে ৷ আর রইল গরু, ছাগল চরে বেড়ানোর বিষয়, স্বাস্থ্যকেন্দ্রের চারদিকে কোনও পাঁচিল নেই ৷ সেই কারণে এই সমস্যা ৷ তারও দ্রুত সমাধান হয়ে যাবে ৷"