ETV Bharat / state

গুলি চালিয়েছে পুলিশই, দাবি আক্রান্তের; থমথমে এনায়েতপুর - Police firing in Malda

Malda Police Villagers Conflict: রাস্তায় দাঁড়ানোমাত্র পুলিশের গুলি লাগল পায়ে ৷ সেই গুলির কথা ভুলতে পারছেন না আনোয়ারুল নাদাব ৷ শুক্রবারও থমথমে এনায়েতপুর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 7:40 PM IST

Malda Police Villagers Conflict
গুলি চালিয়েছে পুলিশই, দাবি আক্রান্তের (vিজস্ব চিত্র)

মালদা, 19 জুলাই: পুলিশই গুলি চালিয়েছে ৷ এমনটাই অভিযোগ আক্রান্তের ৷ "পুলিশের সঙ্গে মানুষের গোলমাল চলছিল ৷ আমি সেখান থেকে সরে এসে মেইন রাস্তার ধারে দাঁড়াতেই পুলিশ আমাকে গুলি করে দেয় ৷" এমনটাই দাবি গুলিবিদ্ধ আনোয়ারুল নাদাব ৷

গুলি চালিয়েছে পুলিশই, দাবি আক্রান্তের (ইটিভি ভারত)

তাঁর কথায়, "আমার ডান পায়ে গুলি লাগে ৷ হাতেও কিছু একটার আঘাত লাগে ৷" শুক্রবার মালদা মেডিক্যালের বিছানায় শুয়ে জানান আনোয়ারুল নাদাব ৷ ঘটনার 24 ঘণ্টা পরেও তাঁর চোখেমুখে আতঙ্ক ৷ সাহস দিয়ে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ তারপরও ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছে না আনোয়ারুল ৷ বৃহস্পতিবার এনায়েতপুরে উত্তেজিত মানুষকে নিরস্ত্র করতে গুলি চালানো ছাড়া পুলিশের আর কোনও উপায় ছিল না, তা গতকালই জানিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷ তিনি দাবি করেছেন, পুলিশ মাত্র এক রাউন্ড গুলি চালিয়েছিল ৷ আর যেসব গুলি ছোড়া হয়েছিল, তা আদপে রবার বুলেট ৷ বেশ কিছু কাঁদানে গ্যাসের সেল যে ফাটানো হয়েছিল বলেও দাবি করেন তিনি ৷

পুলিশের দাবি সত্যি হলে, তাঁর ছেলের পায়ে যে গুলি লেগেছে তা কে ছুড়ল ? গুলিবিদ্ধ ফয়জুল আনসারির বাবা হুমায়ুন আনসারিও ৷ সেও মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ মালদা মেডিক্যালে আহতদের দেখে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ গোটা ঘটনাকে অবাঞ্ছিত বলে তিনি জানান, এমনটা না হওয়াই কাম্য ছিল ৷ এদিকে গতকালের ঘটনার জেরে শুক্রবারও থমথমে এনায়েতপুর-সহ গোটা মানিকচক ব্লক ৷ সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে ডাকা বনধের ভালোই প্রভাব পড়েছে এলাকায় ৷ শুনশান রাস্তাঘাট ৷ দোকানপাটও তেমন খোলেনি ৷ গোটা এনায়েতপুর জুড়ে মোতায়েন পুলিশ ও কমব্যাট ফোর্স ৷ এলাকায় টহলদারি চালাচ্ছেন জেলা পুলিশের কর্তারা ৷ তবে গতকালের পর আর এলাকায় আসেননি পুলিশ সুপার ৷

এদিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন বলেন, “এখানে বনধের কোনও প্রভাব পড়েনি ৷ সবকিছু স্বাভাবিক রয়েছে ৷ বাজারহাটও খোলা আছে ৷ গাড়িঘোড়াও চলছে স্বাভাবিক ৷ এলাকায় পুলিশ নজরদারি চালাচ্ছে ৷ বর্তমানে এলাকা পুরোপুরি শান্ত ৷ কোথাও কোনও সমস্যার কথা শোনা যায়নি ৷”

মালদা, 19 জুলাই: পুলিশই গুলি চালিয়েছে ৷ এমনটাই অভিযোগ আক্রান্তের ৷ "পুলিশের সঙ্গে মানুষের গোলমাল চলছিল ৷ আমি সেখান থেকে সরে এসে মেইন রাস্তার ধারে দাঁড়াতেই পুলিশ আমাকে গুলি করে দেয় ৷" এমনটাই দাবি গুলিবিদ্ধ আনোয়ারুল নাদাব ৷

গুলি চালিয়েছে পুলিশই, দাবি আক্রান্তের (ইটিভি ভারত)

তাঁর কথায়, "আমার ডান পায়ে গুলি লাগে ৷ হাতেও কিছু একটার আঘাত লাগে ৷" শুক্রবার মালদা মেডিক্যালের বিছানায় শুয়ে জানান আনোয়ারুল নাদাব ৷ ঘটনার 24 ঘণ্টা পরেও তাঁর চোখেমুখে আতঙ্ক ৷ সাহস দিয়ে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ তারপরও ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছে না আনোয়ারুল ৷ বৃহস্পতিবার এনায়েতপুরে উত্তেজিত মানুষকে নিরস্ত্র করতে গুলি চালানো ছাড়া পুলিশের আর কোনও উপায় ছিল না, তা গতকালই জানিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷ তিনি দাবি করেছেন, পুলিশ মাত্র এক রাউন্ড গুলি চালিয়েছিল ৷ আর যেসব গুলি ছোড়া হয়েছিল, তা আদপে রবার বুলেট ৷ বেশ কিছু কাঁদানে গ্যাসের সেল যে ফাটানো হয়েছিল বলেও দাবি করেন তিনি ৷

পুলিশের দাবি সত্যি হলে, তাঁর ছেলের পায়ে যে গুলি লেগেছে তা কে ছুড়ল ? গুলিবিদ্ধ ফয়জুল আনসারির বাবা হুমায়ুন আনসারিও ৷ সেও মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷ মালদা মেডিক্যালে আহতদের দেখে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ গোটা ঘটনাকে অবাঞ্ছিত বলে তিনি জানান, এমনটা না হওয়াই কাম্য ছিল ৷ এদিকে গতকালের ঘটনার জেরে শুক্রবারও থমথমে এনায়েতপুর-সহ গোটা মানিকচক ব্লক ৷ সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে ডাকা বনধের ভালোই প্রভাব পড়েছে এলাকায় ৷ শুনশান রাস্তাঘাট ৷ দোকানপাটও তেমন খোলেনি ৷ গোটা এনায়েতপুর জুড়ে মোতায়েন পুলিশ ও কমব্যাট ফোর্স ৷ এলাকায় টহলদারি চালাচ্ছেন জেলা পুলিশের কর্তারা ৷ তবে গতকালের পর আর এলাকায় আসেননি পুলিশ সুপার ৷

এদিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন বলেন, “এখানে বনধের কোনও প্রভাব পড়েনি ৷ সবকিছু স্বাভাবিক রয়েছে ৷ বাজারহাটও খোলা আছে ৷ গাড়িঘোড়াও চলছে স্বাভাবিক ৷ এলাকায় পুলিশ নজরদারি চালাচ্ছে ৷ বর্তমানে এলাকা পুরোপুরি শান্ত ৷ কোথাও কোনও সমস্যার কথা শোনা যায়নি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.