ETV Bharat / state

ভোটে নেই গোটা গ্রাম ! নির্বাচন বয়কট করল শাসকদলের লিড পাওয়া বুথ - BENGAL BYE ELECTION 2024

দাবি মেটায়নি সরকার ৷ প্রতিবাদে উপনির্বাচনে অংশ নিল না বোরদা গ্রামের বাসিন্দারা ৷ ভোটের দিন উলটপূরাণের সাক্ষী থাকল তালডাংরা বিধানসভা ।

West Bengal Bye Election 2024
ভোটে নেই গোটা গ্রাম ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 2:05 PM IST

তালডাংরা, 13 নভেম্বর: গ্রামে নেই পাকা রাস্তা ৷ পানীয় জল মেলে না, চূড়ান্ত বেনিয়ম আইসিডিএস কেন্দ্রেও । প্রতিবাদে ভোট বয়কট করল গোটা একটি গ্রাম ৷ তালডাংরা বিধানসভায় উপনির্বাচনে অংশ নিলেন না বোরদা গ্রামের বাসিন্দারা ৷ বেশ কয়েকদিন আগে সমবেতভাবে ভোট বয়কটের ডাক দেন তাঁরা ।

2019 লোকসভা ভোটে এই বুথে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৷ যদিও তারপর থেকেই এই বুথ শাসকদলের দখলে ৷ 2021 বিধানসভা ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ 2024 লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি ৷ লোকসভা ভোটেও এই বুথে লিড নিয়েছিল তৃণমূল ৷

65 নম্বর বুথ কুলডিহা সংসদের বোরদা গ্রামের বাসিন্দারা ৷ ভোটের দিন অবাক ছবি ধরা পড়ল এই গ্রামে ৷ কেউ মাঠে চাষ করছেন, লাঙ্গল দিচ্ছেন ৷ কেউ আবার ধান কাটায় ব্যস্ত । প্রত্যেকে জানালেন, দাবি পূরণ না-হলে ভোট দেবেন না তাঁরা । উপনির্বাচনের দিনে উলটপূরাণের সাক্ষী থাকল তালডাংরা বিধানসভা ।

আরও পড়ুন

তালডাংরা, 13 নভেম্বর: গ্রামে নেই পাকা রাস্তা ৷ পানীয় জল মেলে না, চূড়ান্ত বেনিয়ম আইসিডিএস কেন্দ্রেও । প্রতিবাদে ভোট বয়কট করল গোটা একটি গ্রাম ৷ তালডাংরা বিধানসভায় উপনির্বাচনে অংশ নিলেন না বোরদা গ্রামের বাসিন্দারা ৷ বেশ কয়েকদিন আগে সমবেতভাবে ভোট বয়কটের ডাক দেন তাঁরা ।

2019 লোকসভা ভোটে এই বুথে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৷ যদিও তারপর থেকেই এই বুথ শাসকদলের দখলে ৷ 2021 বিধানসভা ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ 2024 লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি ৷ লোকসভা ভোটেও এই বুথে লিড নিয়েছিল তৃণমূল ৷

65 নম্বর বুথ কুলডিহা সংসদের বোরদা গ্রামের বাসিন্দারা ৷ ভোটের দিন অবাক ছবি ধরা পড়ল এই গ্রামে ৷ কেউ মাঠে চাষ করছেন, লাঙ্গল দিচ্ছেন ৷ কেউ আবার ধান কাটায় ব্যস্ত । প্রত্যেকে জানালেন, দাবি পূরণ না-হলে ভোট দেবেন না তাঁরা । উপনির্বাচনের দিনে উলটপূরাণের সাক্ষী থাকল তালডাংরা বিধানসভা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.