ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের জের ! মাতৃভূমি লোকাল-সহ মহিলা কামরায় নিরাপত্তা জোরদার রেলের - Matribhumi Local

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2024, 8:19 PM IST

Eastern Railway: আরজি কর-কাণ্ডের জেরে মাতৃভূমি লোকাল-সহ মহিলা কামরাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করছে পূর্ব রেল ৷ মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী যাতে না ওঠে, সেই নিয়ে নজরদারি চালানো হবে ৷

Eastern Railway
মাতৃভূমি লোকালে আরও কড়া নজরদারি (নিজস্ব ছবি)

হাওড়া, কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর আবহে এবার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে পূর্ব রেল । মাতৃভূমি লোকাল-সহ অন্যান্য ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় বাড়ানো হচ্ছে নজরদারি ৷ মাতৃভূমি লোকাল যে শুধুমাত্র মহিলাদের জন্য, সেই কথা আবারও বুধবার স্পষ্ট করে জানিয়ে দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । এমনকী লোকাল ট্রেনগুলির মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী উঠছেন কি না, সেই বিষয়ে আরও কড়া নজরদারি চালাবে পূর্ব রেল ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (ইটিভি ভারত)

আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের পর মহিলাদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে নিয়ে প্রশ্ন উঠেছে । ট্রেনে ভিড়ের মধ্যে অনেক সময় মহিলাদের হেনস্তার শিকার হতে হয় । তাই এবার ট্রেনে মহিলা যাত্রীদের কথা ভেবেই মাতৃভূমি লোকালে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হল ।

আরপিএফ মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের অভিজ্ঞতা দিতে এই বিষয়ে ভারতীয় রেলের অপারেশন মহিলা সুরক্ষার অধীনে সতর্কতামূলক প্রচার শুরু করেছে পূর্ব রেল । চলতি বছরের অগস্ট মাস জুড়ে পূর্ব রেলের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালাচ্ছে । যাতে মহিলা বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেফতার ও বিচার করা সম্ভব হয় । ওই মাসে রেল আইনের 162 ধারায় মোট 1 হাজার 774 জন অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে ৷ তাতে 3 লক্ষ 24 হাজার 450 টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না । নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ট্রেনে নজরদারি বাড়ানো হচ্ছে । নজরদারি রাখার জন্য 12টি মহিলা স্পেশাল ট্রেন-সহ 339টি ট্রেনে নিয়মিত যাতায়াত করছেন আরপিএফ । 74টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অভিযান শুরু হয়েছে ।

রেলের নিজস্ব নেটওয়ার্ক জুড়ে 170টি স্টেশনে মোট 3 হাজার 894টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা 87টি স্টেশনে 2 হাজার 265টি ক্যামেরার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে । পাশাপাশি যাত্রী সচেতনতা ও সংবেদনশীল বিষয় নিয়েও সতর্ক রয়েছে পূর্ব রেল । রেলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা প্রচার নিয়মিতভাবে পরিচালিত হয় । এছাড়াও উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার জন্য ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের 127টি ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল-টাইম পর্যবেক্ষণের সুবিধা দেবে ।

একা মহিলা ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে পূর্ব রেলের তরফে । 88টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য 15টি স্টেশনে 'মেরি সহেলি' দল মোতায়েন করা হয়েছে । যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদভাবে যাত্রা করতে পারেন । পাশাপাশি শহরতলির অঞ্চলগুলিতে প্রায় 25টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে ৷ যারা সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা দিতে মাতঙ্গিনী স্কোয়াড রাখা হচ্ছে । শুধু তাই নয়, মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার জন্য পূর্ব রেলের বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ।

হাওড়া, কলকাতা, 11 সেপ্টেম্বর: আরজি কর আবহে এবার মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে পূর্ব রেল । মাতৃভূমি লোকাল-সহ অন্যান্য ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় বাড়ানো হচ্ছে নজরদারি ৷ মাতৃভূমি লোকাল যে শুধুমাত্র মহিলাদের জন্য, সেই কথা আবারও বুধবার স্পষ্ট করে জানিয়ে দিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । এমনকী লোকাল ট্রেনগুলির মহিলা কামরায় কোনও পুরুষ যাত্রী উঠছেন কি না, সেই বিষয়ে আরও কড়া নজরদারি চালাবে পূর্ব রেল ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (ইটিভি ভারত)

আরজি করে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের পর মহিলাদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে নিয়ে প্রশ্ন উঠেছে । ট্রেনে ভিড়ের মধ্যে অনেক সময় মহিলাদের হেনস্তার শিকার হতে হয় । তাই এবার ট্রেনে মহিলা যাত্রীদের কথা ভেবেই মাতৃভূমি লোকালে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করা হল ।

আরপিএফ মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের অভিজ্ঞতা দিতে এই বিষয়ে ভারতীয় রেলের অপারেশন মহিলা সুরক্ষার অধীনে সতর্কতামূলক প্রচার শুরু করেছে পূর্ব রেল । চলতি বছরের অগস্ট মাস জুড়ে পূর্ব রেলের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিত ভাবে নিখুঁত অভিযান চালাচ্ছে । যাতে মহিলা বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেফতার ও বিচার করা সম্ভব হয় । ওই মাসে রেল আইনের 162 ধারায় মোট 1 হাজার 774 জন অপরাধীকে গ্রেফতার ও মামলা দায়ের করা হয়েছে ৷ তাতে 3 লক্ষ 24 হাজার 450 টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না । নারী ও শিশু সুরক্ষার জন্য যেসব মূল পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ট্রেনে নজরদারি বাড়ানো হচ্ছে । নজরদারি রাখার জন্য 12টি মহিলা স্পেশাল ট্রেন-সহ 339টি ট্রেনে নিয়মিত যাতায়াত করছেন আরপিএফ । 74টি এক্সপ্রেস ট্রেনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীরা যৌথভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অভিযান শুরু হয়েছে ।

রেলের নিজস্ব নেটওয়ার্ক জুড়ে 170টি স্টেশনে মোট 3 হাজার 894টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । বিশেষত মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য আরপিএফ দ্বারা 87টি স্টেশনে 2 হাজার 265টি ক্যামেরার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছে । পাশাপাশি যাত্রী সচেতনতা ও সংবেদনশীল বিষয় নিয়েও সতর্ক রয়েছে পূর্ব রেল । রেলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা এবং সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্টেশনে, ট্রেনে এবং স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা যাত্রীদের সচেতনতা প্রচার নিয়মিতভাবে পরিচালিত হয় । এছাড়াও উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার জন্য ট্রেন এসকর্ট এবং যাত্রী ইন্টারফেস অপারেশন চলাকালীন আরপিএফ কর্মীদের 127টি ক্যামেরা সরবরাহ করা হয়েছে, যা সুরক্ষা পরিস্থিতির রিয়েল-টাইম পর্যবেক্ষণের সুবিধা দেবে ।

একা মহিলা ভ্রমণকারীদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে পূর্ব রেলের তরফে । 88টি ট্রেনে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য 15টি স্টেশনে 'মেরি সহেলি' দল মোতায়েন করা হয়েছে । যার ফলে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদভাবে যাত্রা করতে পারেন । পাশাপাশি শহরতলির অঞ্চলগুলিতে প্রায় 25টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত বেশি সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে ৷ যারা সুনিশ্চিত করে মহিলা যাত্রীদের সুরক্ষা দিতে মাতঙ্গিনী স্কোয়াড রাখা হচ্ছে । শুধু তাই নয়, মহিলা যাত্রীদের মধ্যে নিরাপত্তার জন্য পূর্ব রেলের বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.