আসানসোল, 30 জুলাই: তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ-আন্দোলনে হেনস্থা হতে হয়েছে তাঁকে ৷ তাই আতঙ্কিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ তার রেশ এতটাই যে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম নিজের বাড়িতে করছেন উপাচার্য ৷ সোমবার বিক্ষোভের পর তিনি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করে ইস্তফা দিতে চেয়েছিলেন ৷ তবে রাজ্যপালের দফতর থেকে তাঁকে এখনই পদত্যাগ না-করার অনুরোধ করা হয়েছে ৷ এদিকে ছাত্র পরিষদের এই বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে আর্জি জানিয়েছেন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷
সোমবার উপাচার্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আসেন ৷ তাঁর উপস্থিত হওয়ার কথা জানতে পেরেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একেবারে উপাচার্যের দফতরে গিয়ে বিক্ষোভ শুরু করে ৷ অভিযোগ উপাচার্যের দফতরে ফ্যান এবং লাইট বন্ধ করে দেওয়া হয় ৷ তাঁকে কাজ করতে দেওয়া হয় না ৷
তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ
এনিয়ে উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "স্লোগান দেওয়া বা আলো-পাখা বন্ধ করে দেওয়া পর্যন্ত ঠিক ছিল ৷ কিন্তু ওরা আমার চেয়ারে ধাক্কা দিতে শুরু করে ৷ এক সময় এত জোরে ধাক্কা দেওয়া হয় যে আমি টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ি ৷ তারপরেই আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই ৷ এই অপমান সহ্য করতে না পেরে আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসি ৷"
গতকাল ঘটনার পরেই রাজ্যপালের দফতরে যোগাযোগ করেছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ ইস্তফা দেওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী দু'মাস পরই স্থায়ী উপাচার্য নিয়োগ হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ৷ ততদিন পর্যন্ত উপাচার্যকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে রাজ্যপালের দফতর থেকে ৷
ছাত্র পরিষদ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি
উপাচার্যও বলেন, "এই অবস্থায় আমি কাজ ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ হয়ে যাবে ৷ সে কারণেই মুখ্যমন্ত্রী স্বপ্নের এই বিশ্ববিদ্যালয় এত সুন্দর ভাবে এগিয়ে চলেছে, তা কখনও বন্ধ করে দিতে পারি না ৷ কিন্তু এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সম্পূর্ণ বিষয়টি জানেন না ৷ তাঁরই দলের এমন আন্দোলনে শিক্ষাঙ্গনের কাজ ব্যাহত হচ্ছে ৷"
এই ঘটনার কথা জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকটি মেইল করেছেন ৷ যদিও উত্তর পাননি বলেই জানা গিয়েছে ৷ তিনি চাইছেন সরাসরি মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করুন ৷
বিক্ষোভ, 'গো ব্যাক' স্লোগান টিএমসিপি'র; বিশ্ববিদ্যালয় ছাড়লেন উপাচার্য
উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী নিজে হয়তো জানেন না যে তাঁর দলের এমন আন্দোলনে তাঁরই ভাবমূর্তি কলুষিত হচ্ছে ৷ গত 20 দিন ধরে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালাচ্ছিল তৃণমূলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ ৷ পড়ুয়াদের দাবি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকায় ক্ষমতা দখলের জন্য উপাচার্য মামলা লড়ছেন ৷ মামলা খাতে কত টাকা খরচ হয়েছে তা জানাতে হবে উপাচার্যকে ৷
এই দাবিতে দু'সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে ধরনা অবস্থান করছিল তৃণমূল ছাত্র পরিষদ ৷ তারা উপাচার্যের দফতরেও তালা লাগিয়ে দেয় ৷ গত 20 দিন আন্দোলন চলাকালীন উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে আসেননি ৷
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি দেবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ নিজের বাড়িতে বসেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ তিনি সারেন তিনি ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, "আমি এতটাই আতঙ্কিত এবং ভীত যে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি ৷ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার যদি ওই রকম হেনস্তার সম্মুখীন হই, সেই আতঙ্কেই আমি যাইনি ৷"