ETV Bharat / state

পাশের হার মাত্র তিন শতাংশ ! অধ্যক্ষদের নিয়ে ম্যারাথন বৈঠকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য - University of Gour Banga

Vice Chancellor Meeting with Principles: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে প্রথম সেমিস্টারের প্রধান বিষয়ে অকৃতকার্য হয়েছেন 97 শতাংশ ছাত্র-ছাত্রী ৷ এবার সেই নিয়ে অধীনস্ত সমস্ত কলেজের অধ্যক্ষ-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় ৷

Vice Chancellor Meeting with Principles
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 4:14 PM IST

মালদা, 13 জুলাই: প্রধান বিষয়ে অকৃতকার্য হয়েছেন 97 শতাংশ ছাত্র-ছাত্রী ৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে প্রথম সেমিস্টারের এই ফলাফলে চমকে গিয়েছিল রাজ্যের শিক্ষামহল ৷ এবার সেই নিয়ে 25 টি কলেজের অধ্যক্ষ-অধ্যক্ষা, টিআইসি, বিশ্ববিদ্যালয়ের একাধিক আধিকারিক, ইসি সদস্য-সহ টিএমসিপির নেতৃত্বকে নিয়ে জরুরি বৈঠক সারলেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় ৷

জানা গিয়েছে, শুক্রবারের এই দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম-সহ একাধিক বিষয়ে ৷ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর ৷ এমনকী ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের এই বৈঠকে ৷

এতদিন বিশ্ববিদ্যালয়ের যে কোনও পরীক্ষায় সর্বাধিক দু'টি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যেত ৷ তবে এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে সেই সংখ্যা বেড়ে হবে 4 ৷ তার আবেদনের ফি-ও কমানো হবে ৷ সিলেবাসের বোঝা কমানো নিয়েও এদিন বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ পালটে ফেলা হবে প্রশ্নপত্রের ধরণ ৷ ম্যারাথন বৈঠক শেষে প্রায় প্রতিটি সিদ্ধান্তেই একমত হয়েছেন সকলে ৷

এদিনের বৈঠক নিয়ে উপাচার্যর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, "প্রথম এমন বৈঠক হল ৷ পরীক্ষার উত্তরপত্রের পুনর্মূল্যায়ন পদ্ধতি অনেক শিথিল করা হয়েছে ৷ সিলেবাস আরও সহজ করা হবে ৷ যেসব কলেজে শিক্ষকের অভাব, সেই কলেজগুলিতে অন্য কলেজ থেকে শিক্ষকরা গিয়ে ক্লাস নেবেন ৷ তবে এবার থেকে পড়ুয়াদের ক্লাসে উপস্থিতির দিকে বিশেষ নজর রাখা হবে ৷ ক্লাসে উপস্থিতির উপরই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিল আপ নির্ভর করবে ৷"
এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তে খুশি টিএমসিপির মালদা জেলা সভাপতি প্রসূন রায় ৷ তিনি বলেন, "ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য বায়োমেট্রিক চালুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ সিলেবাসের বোঝা কমিয়ে দেওয়া হলে পড়ুয়ারা উপকৃত হবেন ৷ ছাত্র-ছাত্রীদেরও নিয়মিত ক্লাস করতে হবে ৷ এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ৷ আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷"

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে বিরক্ত খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ জানা গিয়েছে, নিজের ঘনিষ্ঠ মহলে এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি ৷ সম্ভবত সেকারণেই এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজিরবিহীনভাবে শুধুমাত্র এই পরীক্ষার জন্য চারটি বিষয়ের উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করার আবেদন অনুমোদন করেছে ৷ অনুমান করা হচ্ছে, এর ফলে প্রথম সেমিস্টারে পাশের হার তিন শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ বা তার বেশিও হতে পারে ৷ অকৃতকার্য পড়ুয়াদের গ্রেস মার্ক দিয়েও পাশ করানো হতে পারে ৷

মালদা, 13 জুলাই: প্রধান বিষয়ে অকৃতকার্য হয়েছেন 97 শতাংশ ছাত্র-ছাত্রী ৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে প্রথম সেমিস্টারের এই ফলাফলে চমকে গিয়েছিল রাজ্যের শিক্ষামহল ৷ এবার সেই নিয়ে 25 টি কলেজের অধ্যক্ষ-অধ্যক্ষা, টিআইসি, বিশ্ববিদ্যালয়ের একাধিক আধিকারিক, ইসি সদস্য-সহ টিএমসিপির নেতৃত্বকে নিয়ে জরুরি বৈঠক সারলেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় ৷

জানা গিয়েছে, শুক্রবারের এই দীর্ঘ বৈঠকে আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম-সহ একাধিক বিষয়ে ৷ ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর ৷ এমনকী ক্লাসে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের এই বৈঠকে ৷

এতদিন বিশ্ববিদ্যালয়ের যে কোনও পরীক্ষায় সর্বাধিক দু'টি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যেত ৷ তবে এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে সেই সংখ্যা বেড়ে হবে 4 ৷ তার আবেদনের ফি-ও কমানো হবে ৷ সিলেবাসের বোঝা কমানো নিয়েও এদিন বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷ পালটে ফেলা হবে প্রশ্নপত্রের ধরণ ৷ ম্যারাথন বৈঠক শেষে প্রায় প্রতিটি সিদ্ধান্তেই একমত হয়েছেন সকলে ৷

এদিনের বৈঠক নিয়ে উপাচার্যর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, "প্রথম এমন বৈঠক হল ৷ পরীক্ষার উত্তরপত্রের পুনর্মূল্যায়ন পদ্ধতি অনেক শিথিল করা হয়েছে ৷ সিলেবাস আরও সহজ করা হবে ৷ যেসব কলেজে শিক্ষকের অভাব, সেই কলেজগুলিতে অন্য কলেজ থেকে শিক্ষকরা গিয়ে ক্লাস নেবেন ৷ তবে এবার থেকে পড়ুয়াদের ক্লাসে উপস্থিতির দিকে বিশেষ নজর রাখা হবে ৷ ক্লাসে উপস্থিতির উপরই ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফর্ম ফিল আপ নির্ভর করবে ৷"
এদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তে খুশি টিএমসিপির মালদা জেলা সভাপতি প্রসূন রায় ৷ তিনি বলেন, "ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য বায়োমেট্রিক চালুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি ৷ সিলেবাসের বোঝা কমিয়ে দেওয়া হলে পড়ুয়ারা উপকৃত হবেন ৷ ছাত্র-ছাত্রীদেরও নিয়মিত ক্লাস করতে হবে ৷ এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে ৷ আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ৷"

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে বিরক্ত খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ জানা গিয়েছে, নিজের ঘনিষ্ঠ মহলে এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি ৷ সম্ভবত সেকারণেই এদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজিরবিহীনভাবে শুধুমাত্র এই পরীক্ষার জন্য চারটি বিষয়ের উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করার আবেদন অনুমোদন করেছে ৷ অনুমান করা হচ্ছে, এর ফলে প্রথম সেমিস্টারে পাশের হার তিন শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ বা তার বেশিও হতে পারে ৷ অকৃতকার্য পড়ুয়াদের গ্রেস মার্ক দিয়েও পাশ করানো হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.