কলকাতা, 19 জুলাই: দিন দশ আগেও বিভিন্ন সবজির গড়পড়তা দাম ছিল কিলো প্রতি 100 টাকা । দামের জেরে নাভিশ্বাস উঠছিল আমজনতার । মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের লাগাতার অভিযান স্বস্তি ফিরল বাজারে । তবে আলু-পেঁয়াজের দাম এখনও একই জায়গায় দাঁড়িয়ে ।
ভোট পরবর্তী সময় নবান্নে বৈঠক করে হকার ও পার্কিং সমস্যা নিয়ে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর পরেই ময়দানে নামে কর্পোরেশন, পুলিশ । হকার রাজে লাগাম পড়ে । তারপরেই দিন দশেক আগে নবান্নে বৈঠক হয় মূল্যবৃদ্ধি নিয়ে । সেখানেও টাস্ক ফোর্সকে ময়দানে নামতে বলা হয় । পুলিশকেও সক্রিয় হতে বলেন মুখ্যমন্ত্রী । শুরু হয় বাজারে বাজারে অভিযান । টাস্ক ফোর্সের কর্তারা হানা দেন পাইকারি বাজার থেকে খুচরো বাজারে । সবজি বিক্রেতাদের ধরে ধরে সতর্ক করা হয় ।
সবজি বিক্রেতারা দাবি করেন, বেশি দামে কিনছি বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে । আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, পাইকারি বাজার যে দামে কিনছে, খুচরো বাজারে বহুগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে । তবে অভিযানে জেরে এবার সবিজির দাম কমে প্রায় অর্ধেক হল ।
শুক্রবার কলকাতার বিভিন্ন বাজারে পটল 30-40 টাকা কেজি দরে পাওয়া গিয়েছে । বেশ কিছু দিন আগে পটলের দাম 100 টাকা কেজি ছিল । বেগুন 200 টাকা কেজি কমে এখন 60-70 টাকা কেজি হয়েছে । কাকরোলের প্রতি কেজি আগে দাম ছিল 80-90 টাকা ৷ এই ক’দিনে কমে 30-40 টাকা হয়েছে । ঝিঙে ছিল 80-90 টাকা কেজি ৷ দাম কমে এখন দাঁড়িয়েছে 30-40 টাকা কেজিতে । ঢেঁড়স ছিল 80-90 টাকা কেজি । আজ বিক্রি হচ্ছে 30-40 টাকা কেজিতে । উচ্ছের দাম ছিল কেজি প্রতি 100 টাকা । এখন দাম কমে হল 40-50 টাকা প্রতি কেজি ।
পেঁপে কেজি প্রতি ছিল 70-80 টাকা । কমে হয়েছে 25-30 টাকা । কুমড়ো 50-60 টাকা প্রতি কেজি বিকোচ্ছিল । কমে এখন হয়েছে 20-25 টাকা প্রতি কেজি । গাজর 90-100 টাকা কেজি । কমে হয়েছে 30-40 টাকা । ক্যাপসিকাম 250 টাকা কেজি ছিল । কমে হয়েছে 100-120 টাকা কেজি । শশা কেজি হয়েছিল 70-80 টাকা । এখন কমে 30-40 টাকা ।
তবে দাম এক জায়গায় আটকে আছে আলু ও পেঁয়াজের । জ্যোতি আলু 30 টাকা কেজি । পেঁয়াজ 50 টাকা ।